আট কার্যদিবস পর লেনদেন ২ হাজার কোটি টাকার নিচে

টানা আট কার্যদিবস পর টাকার পরিমাণে লেনদেন ২ হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। গতকাল সূচকের সঙ্গে লেনদেনও কমেছে শেয়ারবাজারে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩.৬১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৮৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৪.৫৮ পয়েন্টে এবং ২ হাজার ১৭২.৯৭ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকা টাকার যা আগের দিন থেকে ৩২৮ কোটি ৯১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৯ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির বা ২৭.৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৫৮টির বা ৬৯.৩৫ শতাংশের এবং ১১টির বা ২.৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৭.৬৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, কমেছে ১৯৬টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৮৮ লাখ ৪২ হাজার ৮৫০টি শেয়ার ৯৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৪ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ১ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ২৮ লাখ ১৯ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৮টির বা ৬৯.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকার শীর্ষে ছিল আল খান ব্র্যাদার্সের শেয়ার। গত রোববার লেনদেন শেষে খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ৭.৬১ শতাংশ কমেছে। এর মাধ্যমে খান ব্রাদার্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৫.৮৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৫.৭৫ শতাংশ, জেনারেশন নেক্সটের ৫.৩৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.১৭ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৫.১৭ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৫ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৪.৮৪ শতাংশ, গোল্ডেন সনের ৪.৭৯ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪.৭৬ শতাংশ কমেছে।

ইনডেক্স অ্যাগ্রো ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে, কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। ডিএসইকে এমন তথ্য জানানোর ঠিক পরের দিন অর্থাৎ গতকালই ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে।

গত রোববার লেনদেন শেষে ইনডেক্স অ্যাগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১১০.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২১.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনডেক্স অ্যাগ্রো ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৭৯ শতাংশ, কপারটেকের ৯.৭ শতাংশ, লুব-রেফের ৯.৭০ শতাংশ, এস আলমের ৯.৬০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৩৩ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৮.৮২ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর ৮.৯ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার, ১৫ জুন ২০২১ , ১ আষাড় ১৪২৮ ৩ জিলকদ ১৪৪২

আট কার্যদিবস পর লেনদেন ২ হাজার কোটি টাকার নিচে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

টানা আট কার্যদিবস পর টাকার পরিমাণে লেনদেন ২ হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। গতকাল সূচকের সঙ্গে লেনদেনও কমেছে শেয়ারবাজারে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩.৬১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৮৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৪.৫৮ পয়েন্টে এবং ২ হাজার ১৭২.৯৭ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকা টাকার যা আগের দিন থেকে ৩২৮ কোটি ৯১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৯ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির বা ২৭.৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৫৮টির বা ৬৯.৩৫ শতাংশের এবং ১১টির বা ২.৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৭.৬৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, কমেছে ১৯৬টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৮৮ লাখ ৪২ হাজার ৮৫০টি শেয়ার ৯৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৪ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ১ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ২৮ লাখ ১৯ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৮টির বা ৬৯.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকার শীর্ষে ছিল আল খান ব্র্যাদার্সের শেয়ার। গত রোববার লেনদেন শেষে খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ৭.৬১ শতাংশ কমেছে। এর মাধ্যমে খান ব্রাদার্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৫.৮৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৫.৭৫ শতাংশ, জেনারেশন নেক্সটের ৫.৩৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.১৭ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৫.১৭ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ৫ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৪.৮৪ শতাংশ, গোল্ডেন সনের ৪.৭৯ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪.৭৬ শতাংশ কমেছে।

ইনডেক্স অ্যাগ্রো ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে, কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। ডিএসইকে এমন তথ্য জানানোর ঠিক পরের দিন অর্থাৎ গতকালই ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে।

গত রোববার লেনদেন শেষে ইনডেক্স অ্যাগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১১০.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২১.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনডেক্স অ্যাগ্রো ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৭৯ শতাংশ, কপারটেকের ৯.৭ শতাংশ, লুব-রেফের ৯.৭০ শতাংশ, এস আলমের ৯.৬০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৩৩ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৮.৮২ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর ৮.৯ শতাংশ বেড়েছে।