শহীদের নতুন গান ‘বৃষ্টির মতো’

ব্যান্ড মিউজিক এক্সপ্রেস বাংলাদেশ ইউটিউব চ্যানেলে গতশুক্রবার (১১ জুন) প্রকাশিত হয় ‘এক জীবন’ খ্যাত সংগীতশিল্পী সৈয়দ শহীদের নতুন গান ‘বৃষ্টির মতো’ শিরোনামে। গানটির কথা ও সুর করেছেন নাহিদ হাসান। সংগীতায়োজন করেছেন রাজীব হোসাইন। ‘দুরবিন’ ব্যান্ডের ভোকাল শহীদ তার আগের গানগুলোর মতো ‘বৃষ্টির মতো’ গানটিও শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে বলে দাবি করেন।

গানটি প্রসঙ্গে শহীদ বলেন, ‘বর্ষা আমার প্রিয় ঋতু। বেশ কিছু দিন ধরেই ভাবছিলাম বৃষ্টি নিয়ে একটা গান গাইব। হয়ে হয়েও হচ্ছিল না। নাহিদের কথা-সুরে এই গানটি আমার ভীষণ পছন্দ হয়েছে। সে কারণে আগ্রহ নিয়ে অনেক যতেœর সঙ্গে কাজটি সম্পন্ন করেছি। আমার বিশ্বাস, বৃষ্টির দিনে এই গান শ্রোতাদের আলাদা ভালো লাগা এনে দেবে।’ একই প্রসঙ্গে নাহিদ হাসান বলেন, ‘শহীদ ভাইয়ের জন্য গান লেখা-সুর করা আমার জন্য আনন্দের ব্যাপার। আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে বৃষ্টির সঙ্গে ভালোবাসার সমন্বয় ঘটাতে। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।

বুধবার, ১৬ জুন ২০২১ , ২ আষাড় ১৪২৮ ৪ জিলকদ ১৪৪২

শহীদের নতুন গান ‘বৃষ্টির মতো’

বিনোদন প্রতিবেদক |

image

ব্যান্ড মিউজিক এক্সপ্রেস বাংলাদেশ ইউটিউব চ্যানেলে গতশুক্রবার (১১ জুন) প্রকাশিত হয় ‘এক জীবন’ খ্যাত সংগীতশিল্পী সৈয়দ শহীদের নতুন গান ‘বৃষ্টির মতো’ শিরোনামে। গানটির কথা ও সুর করেছেন নাহিদ হাসান। সংগীতায়োজন করেছেন রাজীব হোসাইন। ‘দুরবিন’ ব্যান্ডের ভোকাল শহীদ তার আগের গানগুলোর মতো ‘বৃষ্টির মতো’ গানটিও শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে বলে দাবি করেন।

গানটি প্রসঙ্গে শহীদ বলেন, ‘বর্ষা আমার প্রিয় ঋতু। বেশ কিছু দিন ধরেই ভাবছিলাম বৃষ্টি নিয়ে একটা গান গাইব। হয়ে হয়েও হচ্ছিল না। নাহিদের কথা-সুরে এই গানটি আমার ভীষণ পছন্দ হয়েছে। সে কারণে আগ্রহ নিয়ে অনেক যতেœর সঙ্গে কাজটি সম্পন্ন করেছি। আমার বিশ্বাস, বৃষ্টির দিনে এই গান শ্রোতাদের আলাদা ভালো লাগা এনে দেবে।’ একই প্রসঙ্গে নাহিদ হাসান বলেন, ‘শহীদ ভাইয়ের জন্য গান লেখা-সুর করা আমার জন্য আনন্দের ব্যাপার। আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে বৃষ্টির সঙ্গে ভালোবাসার সমন্বয় ঘটাতে। আশা করি শ্রোতারা গানটি পছন্দ করবেন।