জনসম্মুখে ধূমপান

ধূমপান স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনি সমাজের জন্যেও ক্ষতিকর। বর্তমানে জনসমক্ষে অনেকেকে ধূমপান করেতে দেখা যায়। আমাদের দেশে যেখানে সেখানে ধূমপান করলে আর্থিক জারিমানার আইন রয়েছে। কিন্তু এ আইনের প্রয়োগ তেমন একটা দেখা যায় না। তাই ধূমপানরোধে জনসচেতনাতার পাশাপাশি আইনের যথাযত প্রয়োগ করতে হবে।

মেহেদী হাসান

বুধবার, ১৬ জুন ২০২১ , ২ আষাড় ১৪২৮ ৪ জিলকদ ১৪৪২

জনসম্মুখে ধূমপান

ধূমপান স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনি সমাজের জন্যেও ক্ষতিকর। বর্তমানে জনসমক্ষে অনেকেকে ধূমপান করেতে দেখা যায়। আমাদের দেশে যেখানে সেখানে ধূমপান করলে আর্থিক জারিমানার আইন রয়েছে। কিন্তু এ আইনের প্রয়োগ তেমন একটা দেখা যায় না। তাই ধূমপানরোধে জনসচেতনাতার পাশাপাশি আইনের যথাযত প্রয়োগ করতে হবে।

মেহেদী হাসান