ভবিষ্যতের কাণ্ডারি

একটি দেশের ভবিষ্যৎ আজকের শিশু। শিশুদের কোমল হৃদয়ে রয়েছে হাজারো সুপ্ত প্রতিভা, দেশ গড়ার ইচ্ছা। কিন্তু সব শিশু প্রতিভার বিকাশ বা বহিঃপ্রকাশ ঘটাতে পারে না। শিশুশ্রম নিয়ে আমাদের লেখা এবং প্রতিবাদ বিশেষ দিনের পরে থেমে যায়।

বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। এদেশের অধিকাংশ মানুষের আয় খুবই সীমিত। দেখা যায় যে বয়সে একটা শিশুকে খেলার ছলে কলম পেন্সিল ধরানো শেখানোর কথা, সেখানে দুমুঠো খাবার জোগানোর জন্যে দরিদ্র ঘরের শিশুরা কাজের দিকে ঝুঁকে পড়ে। পড়ালেখা করতে চাইলেও করতে পারে না, পরিবারের অর্থের যোগানদাতা হওয়াটাই মুখ্য বিষয়।

ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে অনেক সময় অঙ্গহানি হয় শিুশুদের। এরপর সারা জীবন তাকে দুঃখ-দুর্দশায় পর করতে হয়। যেই শিশুটি হতে পারত দেশের ভবিষ্যৎ, সে তখন হয়ে যায় দেশের জন্য বোঝ।

তাই শিশুশ্রম রুখতে হবে, শিশুদের জন্যে সুযোগ বাড়াতে হবে। পরিবারের সবার জন্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যেনো দেশের শিশুরা পড়ালেখার সুযোগ পায়। তাদের সবার জন্য বিশেষ বৃত্ত, ডে মিল চালুসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যাতে দরিদ্র পরিবারের শিশুরা অকালে ঝরে না যায়।

আহাদ মোহাম্মাদ তাহমিদ দ্বীপ

বুধবার, ১৬ জুন ২০২১ , ২ আষাড় ১৪২৮ ৪ জিলকদ ১৪৪২

ভবিষ্যতের কাণ্ডারি

একটি দেশের ভবিষ্যৎ আজকের শিশু। শিশুদের কোমল হৃদয়ে রয়েছে হাজারো সুপ্ত প্রতিভা, দেশ গড়ার ইচ্ছা। কিন্তু সব শিশু প্রতিভার বিকাশ বা বহিঃপ্রকাশ ঘটাতে পারে না। শিশুশ্রম নিয়ে আমাদের লেখা এবং প্রতিবাদ বিশেষ দিনের পরে থেমে যায়।

বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। এদেশের অধিকাংশ মানুষের আয় খুবই সীমিত। দেখা যায় যে বয়সে একটা শিশুকে খেলার ছলে কলম পেন্সিল ধরানো শেখানোর কথা, সেখানে দুমুঠো খাবার জোগানোর জন্যে দরিদ্র ঘরের শিশুরা কাজের দিকে ঝুঁকে পড়ে। পড়ালেখা করতে চাইলেও করতে পারে না, পরিবারের অর্থের যোগানদাতা হওয়াটাই মুখ্য বিষয়।

ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে অনেক সময় অঙ্গহানি হয় শিুশুদের। এরপর সারা জীবন তাকে দুঃখ-দুর্দশায় পর করতে হয়। যেই শিশুটি হতে পারত দেশের ভবিষ্যৎ, সে তখন হয়ে যায় দেশের জন্য বোঝ।

তাই শিশুশ্রম রুখতে হবে, শিশুদের জন্যে সুযোগ বাড়াতে হবে। পরিবারের সবার জন্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যেনো দেশের শিশুরা পড়ালেখার সুযোগ পায়। তাদের সবার জন্য বিশেষ বৃত্ত, ডে মিল চালুসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যাতে দরিদ্র পরিবারের শিশুরা অকালে ঝরে না যায়।

আহাদ মোহাম্মাদ তাহমিদ দ্বীপ