বাল্যবিয়ে : আরেক মহামারী

এক বছরের বেশি সময় ধরে আমাদের শোক-তাপ, দুঃখ- দুর্দশার কেন্দ্রবিন্দুতে করোনা। কিন্তু এই মহামারির আড়ালে দেশে চলছে বাল্যবিবাহের মতো আরেক মহামারি। দিন দিন যা চক্রবৃদ্ধি হারে বাড়ছে।

আইন অনুযায়ী ছেলেদের বিয়ের বয়স ২১ বছর আর মেয়েদের ১৮। কিন্তু কে মানছে এ আইন। বাল্য বিবাহ দেশে পুরোনো ব্যামো হলেও বর্তমানে তা মহামারির আকার নিয়েছে। করোনায় এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বন্ধ থাকার কারণ করোনা নিয়ন্ত্রণে আনা কিন্তু এই সুযোগে চলছে বাল্য বিবাহের ধুম। বিশেষ করে গ্রাম অঞ্চলে চলছে করোনা উপেক্ষা করে বাল্য বিবাহের ধুম। কোথাও ঘরোয়া ভাবে আবার কোথাও ধুমধাম ভাবেই হচ্ছে বিয়ে। বাল্য বিবাহের স্বিকার হচ্ছে ১২-১৬ বছরের মেয়েরা, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা।

বাল্য বিবাহ রুখতে আমাদের আরো বেশি তৎপর হওয়া জরুরি। সরকারি ও বেসরকারিভাবে সবারই সজাগ থাকতে হবে বাল্য বিবাহ রুখতে কারণ একটি দেশ পিছিয়ে পড়তে বাল্য বিবাহের মতো মহামরিই যথেষ্ট।

বিশাল সাহা

বুধবার, ১৬ জুন ২০২১ , ২ আষাড় ১৪২৮ ৪ জিলকদ ১৪৪২

বাল্যবিয়ে : আরেক মহামারী

এক বছরের বেশি সময় ধরে আমাদের শোক-তাপ, দুঃখ- দুর্দশার কেন্দ্রবিন্দুতে করোনা। কিন্তু এই মহামারির আড়ালে দেশে চলছে বাল্যবিবাহের মতো আরেক মহামারি। দিন দিন যা চক্রবৃদ্ধি হারে বাড়ছে।

আইন অনুযায়ী ছেলেদের বিয়ের বয়স ২১ বছর আর মেয়েদের ১৮। কিন্তু কে মানছে এ আইন। বাল্য বিবাহ দেশে পুরোনো ব্যামো হলেও বর্তমানে তা মহামারির আকার নিয়েছে। করোনায় এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বন্ধ থাকার কারণ করোনা নিয়ন্ত্রণে আনা কিন্তু এই সুযোগে চলছে বাল্য বিবাহের ধুম। বিশেষ করে গ্রাম অঞ্চলে চলছে করোনা উপেক্ষা করে বাল্য বিবাহের ধুম। কোথাও ঘরোয়া ভাবে আবার কোথাও ধুমধাম ভাবেই হচ্ছে বিয়ে। বাল্য বিবাহের স্বিকার হচ্ছে ১২-১৬ বছরের মেয়েরা, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা।

বাল্য বিবাহ রুখতে আমাদের আরো বেশি তৎপর হওয়া জরুরি। সরকারি ও বেসরকারিভাবে সবারই সজাগ থাকতে হবে বাল্য বিবাহ রুখতে কারণ একটি দেশ পিছিয়ে পড়তে বাল্য বিবাহের মতো মহামরিই যথেষ্ট।

বিশাল সাহা