বিএনপির দুর্নীতিবিরোধী বক্তব্য ভূতের মুখে রাম নাম : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা বিএনপির মুখে দুর্নীতিবিরোধী বক্তব্য ‘ভূতের মুখে রাম নাম’ ছাড়া আর কিছুই না। গতকাল রাজধানীতে নিজের সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দুর্নীতিবাজরা আ’লীগের

মনোনয়ন পাবেন না

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী শূন্যসহিষ্ণুতা নীতিতে অটল। মন্ত্রী, এমপি (সংসদ সদস্য), ব্যবসায়ী, আমলা যারাই দুর্নীতির সঙ্গে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত কোন মনোনয়ন প্রত্যাশী আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে কোনভাবেই মনোনয়ন পাবেন না। তিনি আরও বলেন, দুদক স্বাধীনভাবে তদন্তের মাধ্যমে কাজ করছে। দলীয় অনেক এমপিরও সাজা হয়েছে, কেউই রেহাই পাচ্ছেন না। দলীয় পরিচয়ের অনেকেই দুর্নীতির অভিযোগে জেলে আছেন। দুদকের মতে, তথ্য-প্রমাণের অভাবে অনেক মামলা এগোচ্ছে না।

অন্ধকারে ঢিল না ছুড়ে প্রমাণ দিন

ঢালাওভাবে অভিযোগ না করে এবং অন্ধকারে ঢিল না ছুড়ে সুস্পষ্ট তথ্য-প্রমাণ দিতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দুর্নীতি করে যারা দেশ-বিদেশে অর্থ পাচার করেছে বা সম্পদ গড়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনের অপপ্রয়োগ হবে না

সাংবাদিকদের বিরুদ্ধে কোনভাবেই ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হবে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার গণমাধ্যমবান্ধব সরকার। করোনাকালে মিডিয়াকর্মীদের বন্ধু ও স্বজন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পাশে দাঁড়িয়েছেন। দেশের গণমাধ্যমকর্মীদের স্বার্থের বিপক্ষে কোন কাজ শেখ হাসিনা সরকার করেনি, করবেও না।

রেকর্ড সাংবাদিক হত্যা

বিএনপির আমলে

বিএনপির শাসনামলে সাংবাদিক হত্যা ও নির্যাতনের রেকর্ড গড়েছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসনামলে সাংবাদিকদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও আনা হয়েছিল। গণমাধ্যমের সেই শত্রু এবং নির্যাতনকারী বিএনপি সাংবাদিকদের বন্ধু সেজেছে। তাদের মুখোশ সবার জানা। বিভিন্ন পেশায় কর্মরতদের উস্কানি দিয়ে বিদ্যমান স্থিতিশীলতা নষ্ট করতে চায় বিএনপি।

আরও খবর
সুন্দরবনের আয়তন বাড়ছে : প্রধানমন্ত্রী
বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সংসদে
পুলিশের শূন্য পদে নিয়োগ শীঘ্রই : স্বরাষ্ট্রমন্ত্রী
নিবন্ধন ছাড়া ডে-কেয়ার চালালে জেল-জরিমানা
অর্থ পাচারকারী কারা অর্থমন্ত্রী জানেন জাপা এমপি
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্রুত জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান
সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচন বন্ধ : সিইসি
গোপনে বেড বাড়ি নিয়ে যেতে ধরা পড়েন জনতার হাতে চিকিৎসক
বোমা হামলার ২০ বছর, বিচার হয়নি
১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস : মির্জা ফখরুল
সিএএর সঙ্গে সম্পর্ক নেই নাগরিকত্ব আইনের
চার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মিছিল, পুলিশের বাধা

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ , ৩ আষাড় ১৪২৮ ৫ জিলকদ ১৪৪২

বিএনপির দুর্নীতিবিরোধী বক্তব্য ভূতের মুখে রাম নাম : কাদের

নিজস্ব বার্তা পরিবেশক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা বিএনপির মুখে দুর্নীতিবিরোধী বক্তব্য ‘ভূতের মুখে রাম নাম’ ছাড়া আর কিছুই না। গতকাল রাজধানীতে নিজের সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দুর্নীতিবাজরা আ’লীগের

মনোনয়ন পাবেন না

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী শূন্যসহিষ্ণুতা নীতিতে অটল। মন্ত্রী, এমপি (সংসদ সদস্য), ব্যবসায়ী, আমলা যারাই দুর্নীতির সঙ্গে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত কোন মনোনয়ন প্রত্যাশী আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে কোনভাবেই মনোনয়ন পাবেন না। তিনি আরও বলেন, দুদক স্বাধীনভাবে তদন্তের মাধ্যমে কাজ করছে। দলীয় অনেক এমপিরও সাজা হয়েছে, কেউই রেহাই পাচ্ছেন না। দলীয় পরিচয়ের অনেকেই দুর্নীতির অভিযোগে জেলে আছেন। দুদকের মতে, তথ্য-প্রমাণের অভাবে অনেক মামলা এগোচ্ছে না।

অন্ধকারে ঢিল না ছুড়ে প্রমাণ দিন

ঢালাওভাবে অভিযোগ না করে এবং অন্ধকারে ঢিল না ছুড়ে সুস্পষ্ট তথ্য-প্রমাণ দিতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দুর্নীতি করে যারা দেশ-বিদেশে অর্থ পাচার করেছে বা সম্পদ গড়েছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনের অপপ্রয়োগ হবে না

সাংবাদিকদের বিরুদ্ধে কোনভাবেই ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হবে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার গণমাধ্যমবান্ধব সরকার। করোনাকালে মিডিয়াকর্মীদের বন্ধু ও স্বজন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পাশে দাঁড়িয়েছেন। দেশের গণমাধ্যমকর্মীদের স্বার্থের বিপক্ষে কোন কাজ শেখ হাসিনা সরকার করেনি, করবেও না।

রেকর্ড সাংবাদিক হত্যা

বিএনপির আমলে

বিএনপির শাসনামলে সাংবাদিক হত্যা ও নির্যাতনের রেকর্ড গড়েছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসনামলে সাংবাদিকদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও আনা হয়েছিল। গণমাধ্যমের সেই শত্রু এবং নির্যাতনকারী বিএনপি সাংবাদিকদের বন্ধু সেজেছে। তাদের মুখোশ সবার জানা। বিভিন্ন পেশায় কর্মরতদের উস্কানি দিয়ে বিদ্যমান স্থিতিশীলতা নষ্ট করতে চায় বিএনপি।