পাঁচ জেলায় করোনায় নতুন শনাক্ত ১৩৫

ঠাকুরগাঁয়ে ৪৭

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ৯৩টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৫৭ জনে। ইতোমধ্যে ১ হাজার ৬২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন মোট ৫৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় বৃস্পতিবার হতে জেলায় ৭ দিনের কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এ সময় সকল প্রকার পশুর হাট নিষিদ্ধ করা হয়েছে। বিকেল ৫ টা হতে পরদিন সকাল পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে। সীমান্ত দিয়ে যাতে অন্য দেশের লোকজন জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিজিবি টহল বাড়ানো হয়েছে। বিধি নিষেধ লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে ৫২

বাগেরহাট জেলায় করোনায় মারা গেছেন আরো ১ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫২ জন। গত বুধবার একদিনে ১০৭ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ১ হাজার ৩০০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আর দ্বিতীয় ঢেউয়ে মোট মারা গেছেন ৩৯ জন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমাউন কবির বৃহস্পতিবার সকালে জানান, বুধবার একদিনে ১৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

কিশোরগঞ্জে ২৩

কিশোরগঞ্জে গত বুধবার নতুন ২৩ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরেই ১৯ জন। এছাড়া কটিয়াদীতে ৩ জন এবং করিমগঞ্জে একজন। এ দিন জেলায় সুস্থ হওয়া ১৪ জনই সদরের। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বুধবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ২২টি আর পুরনো রোগিদের ১০টি নমুনা পজিটিভ হয়েছে।

ঝালকাঠিতে ৭

ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে মঙ্গলবার ২৪ ঘণ্টায় আরও ৭ জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ৬১৭৫ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৪০২ জন পজিটিভ ও ৪২৪১ জন নেগিটিভ রিপোর্ট এসেছে। ১২৯৫ জন সুস্থ হয়েছে ও ৩১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭৩ জন হোম ও ৩জন হাসপাতালের আইসোলেশনে রয়েছে। সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এই তথ্য প্রদান করেছেন।

নবাবগঞ্জে ৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৪৭ জন। মোট সুস্থ হয়েছে ৯৭৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৯ জন। গতকাল নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার, ১৮ জুন ২০২১ , ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

পাঁচ জেলায় করোনায় নতুন শনাক্ত ১৩৫

নিজস্ব বার্তা পরিবেশক, ঠাকুরগাঁও , প্রতিনিধি, বাগেরহাট, জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ, ঝালকাঠি, প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঠাকুরগাঁয়ে ৪৭

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ৯৩টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৫৭ জনে। ইতোমধ্যে ১ হাজার ৬২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন মোট ৫৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় বৃস্পতিবার হতে জেলায় ৭ দিনের কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এ সময় সকল প্রকার পশুর হাট নিষিদ্ধ করা হয়েছে। বিকেল ৫ টা হতে পরদিন সকাল পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে। সীমান্ত দিয়ে যাতে অন্য দেশের লোকজন জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিজিবি টহল বাড়ানো হয়েছে। বিধি নিষেধ লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে ৫২

বাগেরহাট জেলায় করোনায় মারা গেছেন আরো ১ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫২ জন। গত বুধবার একদিনে ১০৭ জনের নমুনা পরীক্ষায় ৫২ জন করোনা পজেটিভ হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ১ হাজার ৩০০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আর দ্বিতীয় ঢেউয়ে মোট মারা গেছেন ৩৯ জন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমাউন কবির বৃহস্পতিবার সকালে জানান, বুধবার একদিনে ১৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

কিশোরগঞ্জে ২৩

কিশোরগঞ্জে গত বুধবার নতুন ২৩ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরেই ১৯ জন। এছাড়া কটিয়াদীতে ৩ জন এবং করিমগঞ্জে একজন। এ দিন জেলায় সুস্থ হওয়া ১৪ জনই সদরের। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বুধবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ২২টি আর পুরনো রোগিদের ১০টি নমুনা পজিটিভ হয়েছে।

ঝালকাঠিতে ৭

ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে মঙ্গলবার ২৪ ঘণ্টায় আরও ৭ জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ৬১৭৫ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৪০২ জন পজিটিভ ও ৪২৪১ জন নেগিটিভ রিপোর্ট এসেছে। ১২৯৫ জন সুস্থ হয়েছে ও ৩১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৭৩ জন হোম ও ৩জন হাসপাতালের আইসোলেশনে রয়েছে। সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এই তথ্য প্রদান করেছেন।

নবাবগঞ্জে ৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৪৭ জন। মোট সুস্থ হয়েছে ৯৭৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৯ জন। গতকাল নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।