ডিজিটাল নিরাপত্তা মামলায় স্বামী গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফেসবুকে স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে স্ত্রীর দায়ের করা মামলায় বজলুর রহমান বিপ্লব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মৃত আমির চাঁন বেপারীর ছেলে বজলুর রহমান বিপ্লব তার প্রথম স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দিলে তিনি গত গত মঙ্গলবার কুলিয়ারচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা করেন। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের আসর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন ইয়াবা সেবনকারী এবং ২ বছরের পলাতক ওয়ারেন্টভুক্ত একজন আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আসামি বজলুর রহমান বিপ্লবও রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা রজু করা হয়।

বজলুর রহমানের স্ত্রী বলেন, সে প্রায় আমার উপর কারণে অকারণে নির্যাতন করতো। আমাকে ছাড়াও পর পর আরও ৪টি বিয়ে করেছে সে। এসব বিষয়ে প্রতিবাদ করলে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সে আমার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

শুক্রবার, ১৮ জুন ২০২১ , ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

ডিজিটাল নিরাপত্তা মামলায় স্বামী গ্রেপ্তার

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফেসবুকে স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে স্ত্রীর দায়ের করা মামলায় বজলুর রহমান বিপ্লব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মৃত আমির চাঁন বেপারীর ছেলে বজলুর রহমান বিপ্লব তার প্রথম স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দিলে তিনি গত গত মঙ্গলবার কুলিয়ারচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা করেন। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের আসর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন ইয়াবা সেবনকারী এবং ২ বছরের পলাতক ওয়ারেন্টভুক্ত একজন আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আসামি বজলুর রহমান বিপ্লবও রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা রজু করা হয়।

বজলুর রহমানের স্ত্রী বলেন, সে প্রায় আমার উপর কারণে অকারণে নির্যাতন করতো। আমাকে ছাড়াও পর পর আরও ৪টি বিয়ে করেছে সে। এসব বিষয়ে প্রতিবাদ করলে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সে আমার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।