চালের দাম বাড়ার কোন কারণ নেই : বাণিজ্যমন্ত্রী

সারাদেশে চালের দাম বৃদ্ধির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, এখন চালের মূল্য বৃদ্ধি পাওয়ার কোন কারণ দেখছি না। এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তার পরেও খাদ্য মন্ত্রণালয় পুরো বিষয়টি মনিটরিং করছে। চালের দাম যেন কোন চক্রের কারসাজির কারণে না বাড়ে সে দিকটি দেখা হচ্ছে। তিনি গতকাল রংপুর নগরীর নবদীগঞ্জে হিমাগার মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তিস্তা নদী খনন করার পর নদীর দু’ধারে বিস্তীর্ণ এলাকা তৈরি হবে সেখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপন করা হবে।

এর মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, শুধু সয়াবিন তেল ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অনেকটাই স্বাভাবিক রয়েছে।

শুক্রবার, ১৮ জুন ২০২১ , ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

চালের দাম বাড়ার কোন কারণ নেই : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

সারাদেশে চালের দাম বৃদ্ধির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, এখন চালের মূল্য বৃদ্ধি পাওয়ার কোন কারণ দেখছি না। এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তার পরেও খাদ্য মন্ত্রণালয় পুরো বিষয়টি মনিটরিং করছে। চালের দাম যেন কোন চক্রের কারসাজির কারণে না বাড়ে সে দিকটি দেখা হচ্ছে। তিনি গতকাল রংপুর নগরীর নবদীগঞ্জে হিমাগার মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তিস্তা নদী খনন করার পর নদীর দু’ধারে বিস্তীর্ণ এলাকা তৈরি হবে সেখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপন করা হবে।

এর মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, শুধু সয়াবিন তেল ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অনেকটাই স্বাভাবিক রয়েছে।