এমপি পদ ফিরে পাচ্ছেন না পাপুল

কুয়েতের আদালতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। গতকাল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পাপুলের বোনের আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

হাইকোর্টে ওই রিট খারিজের পর আপিল বিভাগে আবেদন করেছিলেন পাপুলের বোন নুরুন্নাহার বেগম ও নির্বাচনে মনোনয়নপত্রের প্রস্তাবক শাহাদাত হোসেন।

এছাড়া নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ওই আসনের বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আবুল খায়ের ভুঁইয়ার আবেদনের ওপর আজ নো-অর্ডার আদেশ দিয়েছে আপিল বিভাগ। এর ফলে ওই আসনে আগামী ২১ জুন নির্বাচন হতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে পাপুলের বোন ও প্রস্তাবক শাহাদাত হোসেনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। বিএনপি নেতা আবুল খায়ের ভুঁইয়ার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে, গত ৮ জুন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ পাপুলের এমপি পদ বাতিলের বিরুদ্ধে আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে ওই আসনের নির্বাচন স্থগিতের আবেদনও খারিজ করে দেয় আদালত। গত মার্চ মাসে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়ের জারি করা প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছিল। রিটে সংসদ সচিবালয়ের সচিব ও নির্বাচন কমিশনকে রিটে বিবাদী করা হয়।

শুক্রবার, ১৮ জুন ২০২১ , ৪ আষাড় ১৪২৮ ৬ জিলকদ ১৪৪২

আপিল খারিজ

এমপি পদ ফিরে পাচ্ছেন না পাপুল

নিজস্ব বার্তা পরিবেশক

কুয়েতের আদালতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। গতকাল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পাপুলের বোনের আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

হাইকোর্টে ওই রিট খারিজের পর আপিল বিভাগে আবেদন করেছিলেন পাপুলের বোন নুরুন্নাহার বেগম ও নির্বাচনে মনোনয়নপত্রের প্রস্তাবক শাহাদাত হোসেন।

এছাড়া নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ওই আসনের বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আবুল খায়ের ভুঁইয়ার আবেদনের ওপর আজ নো-অর্ডার আদেশ দিয়েছে আপিল বিভাগ। এর ফলে ওই আসনে আগামী ২১ জুন নির্বাচন হতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে পাপুলের বোন ও প্রস্তাবক শাহাদাত হোসেনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। বিএনপি নেতা আবুল খায়ের ভুঁইয়ার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে, গত ৮ জুন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ পাপুলের এমপি পদ বাতিলের বিরুদ্ধে আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে ওই আসনের নির্বাচন স্থগিতের আবেদনও খারিজ করে দেয় আদালত। গত মার্চ মাসে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়ের জারি করা প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছিল। রিটে সংসদ সচিবালয়ের সচিব ও নির্বাচন কমিশনকে রিটে বিবাদী করা হয়।