ঈদের নাটক ‘ঘর জামাই থাকতে চাই’

লিটু সাখাওয়াত এর রচনায় এবকং সঞ্জীব দাসের পরিচালনায় নির্মিত হল ঈদের নাটক ‘ঘর জামাই থাকতে চাই’। তালুকদার মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, তানিন তানহা, জাভেদ মিন্টু, অপু আহমেদ, রফিক, মুনিয়া আলম, সায়েল তালুকদার, ফারজানা জয়া, রানিশা। নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদুল আযহায় নাটকটি প্রচার হবে।

নাটকের গল্পে দেখা যাবে, ‘চল্লিশ বছর বয়সী মাজেদের বিয়ে হচ্ছে না বলে সে বাধ্য হয়ে ‘ঘর জামাই থাকতে চাই’ শিরোনামে পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপিয়েছে। ছাপাবেনাই বা কেন? মাজেদের ইহজগতে কেউ নেই। কিছু জমি-জায়গা আছে আর আছে একটা চ্যালা সাগর। সাগরকে সে ছোটভাই’র মতো জানে। কিন্তু সাগর একটু ধুরন্দর ধরনের। মাজেদকে ভাঙানোই তার মূল কাজ। সেই সাগরের বুদ্ধিতে মাজেদ ঘর জামাই থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে চলতে থাকে নানা ঘটনা’

শনিবার, ১৯ জুন ২০২১ , ৫ আষাঢ় ১৪২৮ ৭ জিলকদ ১৪৪২

ঈদের নাটক ‘ঘর জামাই থাকতে চাই’

বিনোদন প্রতিবেদক |

image

লিটু সাখাওয়াত এর রচনায় এবকং সঞ্জীব দাসের পরিচালনায় নির্মিত হল ঈদের নাটক ‘ঘর জামাই থাকতে চাই’। তালুকদার মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, তানিন তানহা, জাভেদ মিন্টু, অপু আহমেদ, রফিক, মুনিয়া আলম, সায়েল তালুকদার, ফারজানা জয়া, রানিশা। নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদুল আযহায় নাটকটি প্রচার হবে।

নাটকের গল্পে দেখা যাবে, ‘চল্লিশ বছর বয়সী মাজেদের বিয়ে হচ্ছে না বলে সে বাধ্য হয়ে ‘ঘর জামাই থাকতে চাই’ শিরোনামে পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপিয়েছে। ছাপাবেনাই বা কেন? মাজেদের ইহজগতে কেউ নেই। কিছু জমি-জায়গা আছে আর আছে একটা চ্যালা সাগর। সাগরকে সে ছোটভাই’র মতো জানে। কিন্তু সাগর একটু ধুরন্দর ধরনের। মাজেদকে ভাঙানোই তার মূল কাজ। সেই সাগরের বুদ্ধিতে মাজেদ ঘর জামাই থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে চলতে থাকে নানা ঘটনা’