ত্ব-হা নিখোঁজ রহস্য, নিজেই আত্মগোপনে ছিল : পুলিশ

নিখোঁজের ৮ দিন পর অবশেষে বহুল আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান গতকা লদুপুরে রংপুর নগরীর আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় অবস্থিত তার শ্বশুরবাড়িতে ফিরে এসেছেন। পুলিশ বলেছে, আদনান স্বেচ্ছায় আত্মগোপন করে গাইবান্ধার ত্রিমোহনীতে বন্ধুর বাসায় এতদিন অবস্থান করেছিল।

এদিকে বিকেল ৫টায় মহানগর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটান পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মারুফ হোসেন জানান, ইসলামী বক্তা তাদের জানিয়েছেন তিনি সেচ্ছায় আত্মগোপন করে গাইবান্ধার ত্রিমোহনীতে এক বন্ধুর বাসায় ছিলেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, ১০ জুন আদনান তার তিন সঙ্গীসহ ঢাকায় যাওয়ার পথে গাবতলীতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পরপরই ফোন বন্ধ করে দেন। এরপর তিনি সেখান থেকে বগুড়ায় আসেন, এরপর বগুড়ায় তার এক সহকারীকে নামিয়ে দিয়ে গাইবান্ধার ত্রিমোহনীতে তার এক বন্ধুর বাসায় এতদিন ছিলেন। তার সেচ্ছায় আত্মগোপন করে থাকার বিষয়টি ব্যক্তিগত বলে পুলিশকে জানিয়েছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, আপাতত আদনান ও তার সঙ্গী আমির হোসেন পুলিশ হেফাজতে থাকবে। এরপর আজ আদালতে জবানবন্দি গ্রহণ করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে কোতয়ালি থানার ওসি আবদুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল দুপুরে নিখোঁজ আদনান নগরীর আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় তার শশুড়বাড়িতে আসেন। খবর পেয়ে কোতয়ালি থানার ওসি আবদুর রশিদের নেতৃত্বে পুলিশ এসে আদনান ও তার সহকারী আমির হোসেনকে গাড়িতে তুলে সরাসরি নগরীর সেন্ট্রাল রোডস্থ মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান। তবে নিখোঁজ আদনানকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়নি।

উল্লেখ্য, গত ১০ জুন বিকেল চারটার দিকে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীসহ রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। তারপর সাভার থেকে তারা নিখোঁজ হন। স্বজনদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের সময় আবু ত্ব-হার সঙ্গে আবদুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির ছিলেন। তারাও নিখোঁজ রয়েছেন। ওই রাত থেকে সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে। নিখোঁজ হওয়ার পর রংপুর মহানগর কোতয়ালি থানায় আদনানের খোঁজ চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা আজেদা বেগম। এ ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

শনিবার, ১৯ জুন ২০২১ , ৫ আষাঢ় ১৪২৮ ৭ জিলকদ ১৪৪২

ত্ব-হা নিখোঁজ রহস্য, নিজেই আত্মগোপনে ছিল : পুলিশ

image

লিয়াকত আলী বাদল, রংপুর

নিখোঁজের ৮ দিন পর অবশেষে বহুল আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান গতকা লদুপুরে রংপুর নগরীর আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় অবস্থিত তার শ্বশুরবাড়িতে ফিরে এসেছেন। পুলিশ বলেছে, আদনান স্বেচ্ছায় আত্মগোপন করে গাইবান্ধার ত্রিমোহনীতে বন্ধুর বাসায় এতদিন অবস্থান করেছিল।

এদিকে বিকেল ৫টায় মহানগর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটান পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মারুফ হোসেন জানান, ইসলামী বক্তা তাদের জানিয়েছেন তিনি সেচ্ছায় আত্মগোপন করে গাইবান্ধার ত্রিমোহনীতে এক বন্ধুর বাসায় ছিলেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, ১০ জুন আদনান তার তিন সঙ্গীসহ ঢাকায় যাওয়ার পথে গাবতলীতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পরপরই ফোন বন্ধ করে দেন। এরপর তিনি সেখান থেকে বগুড়ায় আসেন, এরপর বগুড়ায় তার এক সহকারীকে নামিয়ে দিয়ে গাইবান্ধার ত্রিমোহনীতে তার এক বন্ধুর বাসায় এতদিন ছিলেন। তার সেচ্ছায় আত্মগোপন করে থাকার বিষয়টি ব্যক্তিগত বলে পুলিশকে জানিয়েছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, আপাতত আদনান ও তার সঙ্গী আমির হোসেন পুলিশ হেফাজতে থাকবে। এরপর আজ আদালতে জবানবন্দি গ্রহণ করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে কোতয়ালি থানার ওসি আবদুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল দুপুরে নিখোঁজ আদনান নগরীর আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় তার শশুড়বাড়িতে আসেন। খবর পেয়ে কোতয়ালি থানার ওসি আবদুর রশিদের নেতৃত্বে পুলিশ এসে আদনান ও তার সহকারী আমির হোসেনকে গাড়িতে তুলে সরাসরি নগরীর সেন্ট্রাল রোডস্থ মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান। তবে নিখোঁজ আদনানকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়নি।

উল্লেখ্য, গত ১০ জুন বিকেল চারটার দিকে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীসহ রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। তারপর সাভার থেকে তারা নিখোঁজ হন। স্বজনদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের সময় আবু ত্ব-হার সঙ্গে আবদুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির ছিলেন। তারাও নিখোঁজ রয়েছেন। ওই রাত থেকে সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে। নিখোঁজ হওয়ার পর রংপুর মহানগর কোতয়ালি থানায় আদনানের খোঁজ চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা আজেদা বেগম। এ ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।