২৪ ঘণ্টায় সড়কে ঝরলো ১০ প্রাণ

চট্টগ্রামে ৭, কুমিল্লায় ৩

পৃথক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও কুমিল্লায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে চট্টগ্রামের চারটি এলাকায় ৭ এবং কুমিল্লা সদর দক্ষিণে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৩ জন প্রাণ হারান। ব্যুরো ও জেলা বার্তা পরিবেশকের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। নগরের কর্ণফুলী. পাহাড়তলী, খুলশী ও ইপিজেড থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে কর্ণফুলীর কলেজ বাজার এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

সিএমপির কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির বাস, লোকাল বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গেলে দ্রুতগতির বিআরটিসি বাসটি উল্টোপথে চলে আসে। এতে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

অন্যদিকে নগরের পাহাড়তলী থানার রানী রাসমনি ঘাট এলাকায় শুক্রবার সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গোপাল দাশ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গোপাল দাশ দক্ষিণ কাট্টলী এলাকার হরিলাল দাশের ছেলে। চমেক সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে গাড়ির ধাক্কায় আহত গোপাল দাশকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের খুলশী থানার আখতারুজ্জামান ফ্লাইওভারে জিইসি অংশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ফ্লাইওভারের ইউনেস্কো সিটি সেন্টারের সামনের অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম হাটহাজারী উপজেলার ধলাই ইউনিয়নের কাজিরহাট এলাকার শাহ আলমের ছেলে।

নিহতের ভগ্নিপতি শহিদুল ইসলাম বলেন, তামিম হামজারবাগের বাসায় যাচ্ছিল। ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে তামিম গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক সূত্র জানায়, ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের ইপিজেড থানার স্টিলমিল বাজার খালপাড়ে বাসচাপায় রিকশারোহী নারী ও শিশুসহ এক পথচারী নিহত হয়েছেন। তারা হলেন- আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ বাসচালককে আটক করেছে।

ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্টিলমিল বাজারসংলগ্ন খালপাড় থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪) মারা যান। বাস ও চালককে আটক করা হয়েছে।

চালকসহ নিহত ৩

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ইউটার্ন করার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত মাহবুব নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে শুক্রবার দুপুরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের জোড়কানন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী প্রাইভেটকারটি হঠাৎ চট্টগ্রাম অভিমুখী লেন থেকে ঢাকা অভিমুখী লেনে ইউটার্ন করতে গেলে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে প্রাইভেটকারের ভেতরে থাকা ব্যক্তিদের মধ্যে ঘটনাস্থলে ২ জন এবং ঢাকায় নেয়ার পথে চালক মারা যান।

নিহতরা হচ্ছে, ঢাকার খিলগাঁও রামপুরা এলাকার আবদুল মজিদের ছেলে প্রাইভেটকার চালক বেলাল হোসেন (৩৫), একই এলাকার মোবারক হোসেনের ছেলে মোহাম্মদ মিরাজ (১৮) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার হামন্দী গ্রামের আলী হোসেনের ছেলে মোহাম্মদ ফখরুল আলম দুলাল (৫২)। অন্য আহত ব্যক্তি মাহবুবকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এ বিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, প্রাইভেটকার চালকের অসাবধানতায় ইউটার্ন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ঘটনার পর থেকে শ্যামলী বাসের চালক ও হেলপার পলাতক।

শনিবার, ১৯ জুন ২০২১ , ৫ আষাঢ় ১৪২৮ ৭ জিলকদ ১৪৪২

২৪ ঘণ্টায় সড়কে ঝরলো ১০ প্রাণ

চট্টগ্রামে ৭, কুমিল্লায় ৩

সংবাদ ডেস্ক

image

চট্টগ্রামের কলেজ বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই বাস -সংবাদ

পৃথক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও কুমিল্লায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে চট্টগ্রামের চারটি এলাকায় ৭ এবং কুমিল্লা সদর দক্ষিণে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৩ জন প্রাণ হারান। ব্যুরো ও জেলা বার্তা পরিবেশকের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। নগরের কর্ণফুলী. পাহাড়তলী, খুলশী ও ইপিজেড থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে কর্ণফুলীর কলেজ বাজার এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

সিএমপির কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির বাস, লোকাল বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গেলে দ্রুতগতির বিআরটিসি বাসটি উল্টোপথে চলে আসে। এতে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

অন্যদিকে নগরের পাহাড়তলী থানার রানী রাসমনি ঘাট এলাকায় শুক্রবার সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গোপাল দাশ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গোপাল দাশ দক্ষিণ কাট্টলী এলাকার হরিলাল দাশের ছেলে। চমেক সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে গাড়ির ধাক্কায় আহত গোপাল দাশকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের খুলশী থানার আখতারুজ্জামান ফ্লাইওভারে জিইসি অংশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ফ্লাইওভারের ইউনেস্কো সিটি সেন্টারের সামনের অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম হাটহাজারী উপজেলার ধলাই ইউনিয়নের কাজিরহাট এলাকার শাহ আলমের ছেলে।

নিহতের ভগ্নিপতি শহিদুল ইসলাম বলেন, তামিম হামজারবাগের বাসায় যাচ্ছিল। ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে তামিম গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক সূত্র জানায়, ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে নগরের ইপিজেড থানার স্টিলমিল বাজার খালপাড়ে বাসচাপায় রিকশারোহী নারী ও শিশুসহ এক পথচারী নিহত হয়েছেন। তারা হলেন- আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ বাসচালককে আটক করেছে।

ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্টিলমিল বাজারসংলগ্ন খালপাড় থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪) মারা যান। বাস ও চালককে আটক করা হয়েছে।

চালকসহ নিহত ৩

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ইউটার্ন করার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার চালকসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত মাহবুব নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে শুক্রবার দুপুরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের জোড়কানন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী প্রাইভেটকারটি হঠাৎ চট্টগ্রাম অভিমুখী লেন থেকে ঢাকা অভিমুখী লেনে ইউটার্ন করতে গেলে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে প্রাইভেটকারের ভেতরে থাকা ব্যক্তিদের মধ্যে ঘটনাস্থলে ২ জন এবং ঢাকায় নেয়ার পথে চালক মারা যান।

নিহতরা হচ্ছে, ঢাকার খিলগাঁও রামপুরা এলাকার আবদুল মজিদের ছেলে প্রাইভেটকার চালক বেলাল হোসেন (৩৫), একই এলাকার মোবারক হোসেনের ছেলে মোহাম্মদ মিরাজ (১৮) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার হামন্দী গ্রামের আলী হোসেনের ছেলে মোহাম্মদ ফখরুল আলম দুলাল (৫২)। অন্য আহত ব্যক্তি মাহবুবকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এ বিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, প্রাইভেটকার চালকের অসাবধানতায় ইউটার্ন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ঘটনার পর থেকে শ্যামলী বাসের চালক ও হেলপার পলাতক।