বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশর আইসিটি পেশাজীবীদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) গত ৪ মাসে সাইবার সিকিউরিটি, ডাটা সেন্টার ম্যানেজমেন্ট, ইথিকাল হ্যাকিং ও প্রকল্প ব্যবস্থাপনা বিষয়সমূহের ওপর বিভিন্ন প্রতিষ্ঠানে আইটি পেশায় কর্মরত বিসিএসের সর্বমোট ৮৮৭ (আটশত সাতাশি) জন সদস্যকে বিনামূল্যে ভার্চুয়াল প্রশিক্ষণ প্রদান করেছে। চতুর্থ শিল্পবিপ্লব তথা তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও দেশের আইটি পেশাজীবীদের বিভিন্ন খাতে পেশাগত যোগ্যতা ও দক্ষতা বিকাশে বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বর্তমান নির্বাহী কমিটি জানিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ (ভার্চুয়াল) অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কেএম আফতাব উল ইসলাম, পরিচালক, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ এবং ড. এম মোশাররফ হোসেন, চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএসের ট্রেজারার ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম।

সূচনা বক্তব্যে বিসিএসের জেনারেল সেক্রেটারি আবদুর রহমান খান জিহাদ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ডিজিটাল অবকাঠামো বিনির্মাণে আইসিটি ক্যাডার প্রতিষ্ঠার ব্যাপারে মন্ত্রীর কাছে জোরালো দাবি উত্থাপন করেন। ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. মুহাম্মদ নূরুল হুদা প্রশিক্ষণ রিপোর্ট উপস্থাপন করেন।

মোস্তাফা জব্বার তার বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির যুগোপযোগি প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে এই সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার উপর জোর দেন। এছাড়া কম্পিউটার প্রোগ্রামিং এর মৌলিক জ্ঞানের ভীত আরও সমৃদ্ধ করার জন্য শিশু কিশোরদের উপযোগী প্রশিক্ষণ আয়োজন করার ব্যাপারে দিকনির্দেশনা দেন।

টেলিকম ক্যাডারকে আরও শক্তিশালী করার পাশাপাশি আইসিটি ক্যাডার প্রতিষ্ঠার লক্ষ্যে মন্ত্রী কাজ করবেন বলে উল্লেখ্য করেন। সভার বিশেষ অতিথি এ. কে. এম. আফতাব উল ইসলাম আইসিটি শিল্প বিকাশে বিনিয়োগ বাড়ানোর উপর আলোকপাত ও আইটি পেশাজীবীদের জন্য বিসিএস এর এই প্রশিক্ষণ উদ্যোগকে সময়পোযোগী বলে অভিমত ব্যক্ত করেন। অপর বিশেষ অতিথি ড. এম মোশাররফ হোসেন তার বক্তব্যে অর্থনৈতিক উন্নয়নে আইসিটি সেক্টরের ভূমিকা তুলে ধরার পাশাপশি দেশের ইন্স্যুরেন্স খাতকে ডিজিটালাইজেশন করার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন অনুষ্ঠান সমাপনী বক্তব্যে ডিজিটাল বাংলাদেশকে সমৃদ্ধ করতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকে আরোও শক্তিশালী করার জন্য সভায় উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক) নজরুল ইসলাম ভূঁইয়া। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ২০ জুন ২০২১ , ৬ আষাঢ় ১৪২৮ ৮ জিলকদ ১৪৪২

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

image

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশর আইসিটি পেশাজীবীদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) গত ৪ মাসে সাইবার সিকিউরিটি, ডাটা সেন্টার ম্যানেজমেন্ট, ইথিকাল হ্যাকিং ও প্রকল্প ব্যবস্থাপনা বিষয়সমূহের ওপর বিভিন্ন প্রতিষ্ঠানে আইটি পেশায় কর্মরত বিসিএসের সর্বমোট ৮৮৭ (আটশত সাতাশি) জন সদস্যকে বিনামূল্যে ভার্চুয়াল প্রশিক্ষণ প্রদান করেছে। চতুর্থ শিল্পবিপ্লব তথা তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও দেশের আইটি পেশাজীবীদের বিভিন্ন খাতে পেশাগত যোগ্যতা ও দক্ষতা বিকাশে বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে বলে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বর্তমান নির্বাহী কমিটি জানিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ (ভার্চুয়াল) অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কেএম আফতাব উল ইসলাম, পরিচালক, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ এবং ড. এম মোশাররফ হোসেন, চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএসের ট্রেজারার ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম।

সূচনা বক্তব্যে বিসিএসের জেনারেল সেক্রেটারি আবদুর রহমান খান জিহাদ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ডিজিটাল অবকাঠামো বিনির্মাণে আইসিটি ক্যাডার প্রতিষ্ঠার ব্যাপারে মন্ত্রীর কাছে জোরালো দাবি উত্থাপন করেন। ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. মুহাম্মদ নূরুল হুদা প্রশিক্ষণ রিপোর্ট উপস্থাপন করেন।

মোস্তাফা জব্বার তার বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির যুগোপযোগি প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে এই সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার উপর জোর দেন। এছাড়া কম্পিউটার প্রোগ্রামিং এর মৌলিক জ্ঞানের ভীত আরও সমৃদ্ধ করার জন্য শিশু কিশোরদের উপযোগী প্রশিক্ষণ আয়োজন করার ব্যাপারে দিকনির্দেশনা দেন।

টেলিকম ক্যাডারকে আরও শক্তিশালী করার পাশাপাশি আইসিটি ক্যাডার প্রতিষ্ঠার লক্ষ্যে মন্ত্রী কাজ করবেন বলে উল্লেখ্য করেন। সভার বিশেষ অতিথি এ. কে. এম. আফতাব উল ইসলাম আইসিটি শিল্প বিকাশে বিনিয়োগ বাড়ানোর উপর আলোকপাত ও আইটি পেশাজীবীদের জন্য বিসিএস এর এই প্রশিক্ষণ উদ্যোগকে সময়পোযোগী বলে অভিমত ব্যক্ত করেন। অপর বিশেষ অতিথি ড. এম মোশাররফ হোসেন তার বক্তব্যে অর্থনৈতিক উন্নয়নে আইসিটি সেক্টরের ভূমিকা তুলে ধরার পাশাপশি দেশের ইন্স্যুরেন্স খাতকে ডিজিটালাইজেশন করার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন অনুষ্ঠান সমাপনী বক্তব্যে ডিজিটাল বাংলাদেশকে সমৃদ্ধ করতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকে আরোও শক্তিশালী করার জন্য সভায় উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান আরও বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক) নজরুল ইসলাম ভূঁইয়া। সংবাদ বিজ্ঞপ্তি।