বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ভিয়েতনাম

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বিটুবি ম্যাচ-মেকিং, ক্রেতা-বিক্রেতা’র সম্মেলন ও বাণিজ্য মেলা আয়োজন, পণ্য ও সেবা প্রদানের কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে যৌথ গবেষণা পরিচালনায় একযোগে কাজ করার লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশস্থ ভিয়েতনাম দূতাবাস গতকাল সহযোগিতা স্মারক স্বাক্ষর করে।

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই স্মারকে স্বাক্ষর করেন। এছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে ভিয়েতনাম দূতাবাস ঢাকা চেম্বার কার্যলায়ে ‘ভিয়েতনাম ডেস্ক’ স্থাপন করবে।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘বর্তমানে দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার, তবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে বের করতে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দু’দেশের বাণিজ্যের আরও বৃদ্ধি করা সম্ভব। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে সরকার নানাবিধ সুবিধা প্রদান করছে, যেগুলো গ্রহণের মাধ্যমে বাংলাদেশে ভিয়েতনামের বিনিয়োগ বৃদ্ধিতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। এছাড়াও বাংলাদেশে কৃষি, খাদ্য-প্রক্রিয়াজাতকরণ, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিক্স, চামড়া, পাট, হালকা প্রকৌশল এবং হ্যান্ডিক্রাফট প্রভৃতি শিল্পে বিনিয়োগের জন্য ভিয়েতনামের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন স্বাক্ষরিত সহযোগিতা স্মারকের কার্যকর বাস্তবায়নের উপর জোরারোপ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে দু’দেশের উদ্যোক্তাদের যোগাযোগ আরও সুদৃঢ় করতে হবে। রাষ্ট্রদূত আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বেশ কিছু সম্ভাবনাময় খাত রয়েছে, যেখানে দু’দেশের উদ্যোক্তারা যৌথভাবে কাজ করতে পারে।’

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি এনকে মবিন এবং সহ-সভাপতি মনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

সোমবার, ২১ জুন ২০২১ , ৭ আষাঢ় ১৪২৮ ৯ জিলকদ ১৪৪২

বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ভিয়েতনাম

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বিটুবি ম্যাচ-মেকিং, ক্রেতা-বিক্রেতা’র সম্মেলন ও বাণিজ্য মেলা আয়োজন, পণ্য ও সেবা প্রদানের কার্যক্রমের আওতা বৃদ্ধি এবং বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে যৌথ গবেষণা পরিচালনায় একযোগে কাজ করার লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশস্থ ভিয়েতনাম দূতাবাস গতকাল সহযোগিতা স্মারক স্বাক্ষর করে।

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই স্মারকে স্বাক্ষর করেন। এছাড়াও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে ভিয়েতনাম দূতাবাস ঢাকা চেম্বার কার্যলায়ে ‘ভিয়েতনাম ডেস্ক’ স্থাপন করবে।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘বর্তমানে দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার, তবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে বের করতে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দু’দেশের বাণিজ্যের আরও বৃদ্ধি করা সম্ভব। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে সরকার নানাবিধ সুবিধা প্রদান করছে, যেগুলো গ্রহণের মাধ্যমে বাংলাদেশে ভিয়েতনামের বিনিয়োগ বৃদ্ধিতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। এছাড়াও বাংলাদেশে কৃষি, খাদ্য-প্রক্রিয়াজাতকরণ, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিক্স, চামড়া, পাট, হালকা প্রকৌশল এবং হ্যান্ডিক্রাফট প্রভৃতি শিল্পে বিনিয়োগের জন্য ভিয়েতনামের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন স্বাক্ষরিত সহযোগিতা স্মারকের কার্যকর বাস্তবায়নের উপর জোরারোপ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে দু’দেশের উদ্যোক্তাদের যোগাযোগ আরও সুদৃঢ় করতে হবে। রাষ্ট্রদূত আরও বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বেশ কিছু সম্ভাবনাময় খাত রয়েছে, যেখানে দু’দেশের উদ্যোক্তারা যৌথভাবে কাজ করতে পারে।’

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি এনকে মবিন এবং সহ-সভাপতি মনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।