অভি চৌধুরীর জন্মদিনে সাংস্কৃতিক আড্ডা

স্বাস্থ্যবিধি মেনে গত ১৮ জুন সন্ধ্যায় কাকরাইলের আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিআরএ এবং ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি সাংস্কৃতিক সংগঠক অভি চৌধুরীর জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়। সঙ্গে ছিল গান, নাচ, আবৃত্তি ও ফ্যাশন শো।

‘শান্তির জন্য প্রয়োজন সংস্কৃতি’- বিষয়ক আলোচনায় অংশ নেন টিভি, চলচ্চিত্র, সংগীত, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের গুণী ব্যক্তিরা। অতিথিদের অনুভূতি জ্ঞাপনের শুরুতেই আয়োজক কমিটির পক্ষ থেকে অভি চৌধুরীকে ক্রেস্ট ও লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে ছিল মিতিন খান, মারিয়া ও শিমু আহমেদের নাচ, ইশরাত শিউলীর আবৃত্তি এবং অভি চৌধুরীর একক অভিনয়। সবশেষে ছিল সিআইডি কর্মকর্তা সুলতানা চৌধুরীর কোরিওগ্রাফিতে মনোজ্ঞ ফ্যাশন শো। সাংস্কৃতিক পর্বে অংশ নেন ফকির মিলন, কন্ঠশিল্পী তৃপ্তি ও তার মেয়ে, বাউল সুধীর মন্ডল, সারেগামা খ্যাত ত্বাবীব ফাইরুজ রোদশী, জেরিন আক্তার, তাবাসসুম, নাজমুল হক প্রমুখ। এ আনন্দঘন আয়োজনে উপস্থিত ছিলেন নানা পর্যায়ের গুণী মানুষজন।

সোমবার, ২১ জুন ২০২১ , ৭ আষাঢ় ১৪২৮ ৯ জিলকদ ১৪৪২

অভি চৌধুরীর জন্মদিনে সাংস্কৃতিক আড্ডা

বিনোদন প্রতিবেদক |

image

স্বাস্থ্যবিধি মেনে গত ১৮ জুন সন্ধ্যায় কাকরাইলের আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিআরএ এবং ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি সাংস্কৃতিক সংগঠক অভি চৌধুরীর জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আড্ডার আয়োজন করা হয়। সঙ্গে ছিল গান, নাচ, আবৃত্তি ও ফ্যাশন শো।

‘শান্তির জন্য প্রয়োজন সংস্কৃতি’- বিষয়ক আলোচনায় অংশ নেন টিভি, চলচ্চিত্র, সংগীত, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের গুণী ব্যক্তিরা। অতিথিদের অনুভূতি জ্ঞাপনের শুরুতেই আয়োজক কমিটির পক্ষ থেকে অভি চৌধুরীকে ক্রেস্ট ও লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে ছিল মিতিন খান, মারিয়া ও শিমু আহমেদের নাচ, ইশরাত শিউলীর আবৃত্তি এবং অভি চৌধুরীর একক অভিনয়। সবশেষে ছিল সিআইডি কর্মকর্তা সুলতানা চৌধুরীর কোরিওগ্রাফিতে মনোজ্ঞ ফ্যাশন শো। সাংস্কৃতিক পর্বে অংশ নেন ফকির মিলন, কন্ঠশিল্পী তৃপ্তি ও তার মেয়ে, বাউল সুধীর মন্ডল, সারেগামা খ্যাত ত্বাবীব ফাইরুজ রোদশী, জেরিন আক্তার, তাবাসসুম, নাজমুল হক প্রমুখ। এ আনন্দঘন আয়োজনে উপস্থিত ছিলেন নানা পর্যায়ের গুণী মানুষজন।