৬ জেলায় করোনায় মৃত্যু ১৬ শনাক্ত ১১২

রামেকে মৃত্যু ১০

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা কমছে না। সেইসঙ্গে রোগীর সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে। এ হাসপাতালের করোনা ইউনিটে গত শনিবার থেকে রোরবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য নয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।

চুয়াডাঙ্গায় মৃত্যু ১ শনাক্ত ৫৯

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং করোনা উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে গত রোববার রাতে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে । শনাক্তের হার ৫০ শতাংশ।

জেলায় নতুন ৫৯ জন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ১৫ জন, দামুড়হুদা উপজেলায় ৯ জন ও জীবননগর উপজেলায় ১৭ জন রয়েছেন। জেলার জীবননগর পৌরসভার থানা পাড়ার দোস্ত মহাম্মদের ছেলে সুমন (৩৭) করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার রাত ৮টার দিকে মৃত্যুবরণ করেন।

ঠাকুরগাঁওয়ে মৃত্যু ৩

নিজস্ব বার্তা পরিবেশক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯ জনে। অপরদিকে ১৬৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৭ জন। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪১০ জনে।

কিশোরগঞ্জে মৃত্যু ১, শনাক্ত ৪১

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে আরও একজনের করোনায় মৃত্যু হলো। নতুন আক্রান্ত হয়েছেন ৪১ জন, যাদের ২৯ জনই সদরের। আর সুস্থ হয়েছেন ১২ জন। সদরের রশিদাবাদ এলাকার শিব্বির আহমেদ (৬৮) নামে এক রোগি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুর ২টায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃত্যু হলো ৮৭ জনের। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষায় নতুন ৩৭টি আর পুরনো রোগীদের ৮টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষায় ২টি পজিটিভ হয়েছে। আর জেলা সদরের জেনারেল হাসপাতাল এবং পাকুন্দিয়া ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২টি পজিটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৯ জন, তাড়াইলে ৪ জন, বাজিতপুরে ৩ জন, করিমগঞ্জে ২ জন, আর পাকুন্দিয়া, কুলিয়ারচর এবং ভৈরবে একজন করে।

মহেশপুরে মৃত্যু ১

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান আশিক করোনায় আক্রন্ত হয়ে এর মৃত্যুবরণ করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার নাটিমা গ্রামের মৃত বাকের উদ্দিনের ছেলে।

নবাবগঞ্জে নতুন শনাক্ত ১২

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৬৬ জন। মোট সুস্থ হয়েছে ৯৭৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ গতকাল সকালে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার, ২২ জুন ২০২১ , ৮ আষাঢ় ১৪২৮ ১০ জিলকদ ১৪৪২

৬ জেলায় করোনায় মৃত্যু ১৬ শনাক্ত ১১২

রামেকে মৃত্যু ১০

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা কমছে না। সেইসঙ্গে রোগীর সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে। এ হাসপাতালের করোনা ইউনিটে গত শনিবার থেকে রোরবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য নয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।

চুয়াডাঙ্গায় মৃত্যু ১ শনাক্ত ৫৯

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং করোনা উপসর্গ নিয়ে একজন মৃত্যুবরণ করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে গত রোববার রাতে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে । শনাক্তের হার ৫০ শতাংশ।

জেলায় নতুন ৫৯ জন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ১৫ জন, দামুড়হুদা উপজেলায় ৯ জন ও জীবননগর উপজেলায় ১৭ জন রয়েছেন। জেলার জীবননগর পৌরসভার থানা পাড়ার দোস্ত মহাম্মদের ছেলে সুমন (৩৭) করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার রাত ৮টার দিকে মৃত্যুবরণ করেন।

ঠাকুরগাঁওয়ে মৃত্যু ৩

নিজস্ব বার্তা পরিবেশক, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯ জনে। অপরদিকে ১৬৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৭ জন। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪১০ জনে।

কিশোরগঞ্জে মৃত্যু ১, শনাক্ত ৪১

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে আরও একজনের করোনায় মৃত্যু হলো। নতুন আক্রান্ত হয়েছেন ৪১ জন, যাদের ২৯ জনই সদরের। আর সুস্থ হয়েছেন ১২ জন। সদরের রশিদাবাদ এলাকার শিব্বির আহমেদ (৬৮) নামে এক রোগি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুর ২টায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃত্যু হলো ৮৭ জনের। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষায় নতুন ৩৭টি আর পুরনো রোগীদের ৮টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষায় ২টি পজিটিভ হয়েছে। আর জেলা সদরের জেনারেল হাসপাতাল এবং পাকুন্দিয়া ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২টি পজিটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৯ জন, তাড়াইলে ৪ জন, বাজিতপুরে ৩ জন, করিমগঞ্জে ২ জন, আর পাকুন্দিয়া, কুলিয়ারচর এবং ভৈরবে একজন করে।

মহেশপুরে মৃত্যু ১

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান আশিক করোনায় আক্রন্ত হয়ে এর মৃত্যুবরণ করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার নাটিমা গ্রামের মৃত বাকের উদ্দিনের ছেলে।

নবাবগঞ্জে নতুন শনাক্ত ১২

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ৬৬ জন। মোট সুস্থ হয়েছে ৯৭৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ গতকাল সকালে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।