একক নাটক ‘অ্যাংরি বার্ড’

নির্মিত হলো একক নাটক ‘অ্যাংরি বার্ড’ তরুণ প্রজন্মের অভিনেতা হৃদয় আহাম্মেদ শান্ত, পরিচালক মহিন চৌধুরী ও সিরাজুল ইসলাম প্রায় এক বছর পরে দর্শকদের মাঝে হাজির হতে যাচ্ছেন ‘অ্যাংরি বার্ড’ নাটক নিয়ে। নাকটি শুটিং ঢাকার রাজধানীর মোহাম্মদপুর এর আশে পাশের ভিবিন্ন জায়গায় লোকেশনে ধানমন্ডি লেক শুটিং করা হয়। পরিচালক মহিন চৌধুরী জানান খুব শিগ্রই নাটকটি S2S Multimedia ইউটিউভ চ্যানেলে প্রচার করা হবে, আশা করি সবাই নাটকটি দেখে মজা পাবেন। নাটকটি নিয়ে হৃদয় আহাম্মেদ শান্ত জানান, প্রায় এক বছর পরে পরিচালক মহিন চৌধুরীর সঙ্গে নাটকের

কাজ করলাম, আশা করি খুব ভালো কিছু পেতে যাচ্ছেন দর্শকরা, সবাই আমার পাশে থাকবেন যেনো সব সময় নতুন নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। নাটকটিতে হৃদয় আহাম্মেদ শান্তর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী স্মৃতি ইসলাম ও মাহাবুবা জাহান। নাটকটিতে সহকারী পরিচালক হিসেবে ছিলেন ইমতিয়াজ আরিয়ান ও তানভীর, নাটকটির গল্প লিখেছেন আহাম্মদ হৃদয়। নাটকটির বিষয় নিয়ে অভিনেত্রী স্মৃতি গণমাধ্যমকে বললে, ‘হৃদয় আহাম্মেদ শান্তর সঙ্গে নাটকের কাজটি করে আমার কাছে খুব ভালো লাগছে এবং শান্ত ভাই একজন মজার মানুষ, আশা করি ভালো কিছু আসবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার, ২২ জুন ২০২১ , ৮ আষাঢ় ১৪২৮ ১০ জিলকদ ১৪৪২

একক নাটক ‘অ্যাংরি বার্ড’

বিনোদন প্রতিবেদক |

image

নির্মিত হলো একক নাটক ‘অ্যাংরি বার্ড’ তরুণ প্রজন্মের অভিনেতা হৃদয় আহাম্মেদ শান্ত, পরিচালক মহিন চৌধুরী ও সিরাজুল ইসলাম প্রায় এক বছর পরে দর্শকদের মাঝে হাজির হতে যাচ্ছেন ‘অ্যাংরি বার্ড’ নাটক নিয়ে। নাকটি শুটিং ঢাকার রাজধানীর মোহাম্মদপুর এর আশে পাশের ভিবিন্ন জায়গায় লোকেশনে ধানমন্ডি লেক শুটিং করা হয়। পরিচালক মহিন চৌধুরী জানান খুব শিগ্রই নাটকটি S2S Multimedia ইউটিউভ চ্যানেলে প্রচার করা হবে, আশা করি সবাই নাটকটি দেখে মজা পাবেন। নাটকটি নিয়ে হৃদয় আহাম্মেদ শান্ত জানান, প্রায় এক বছর পরে পরিচালক মহিন চৌধুরীর সঙ্গে নাটকের

কাজ করলাম, আশা করি খুব ভালো কিছু পেতে যাচ্ছেন দর্শকরা, সবাই আমার পাশে থাকবেন যেনো সব সময় নতুন নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। নাটকটিতে হৃদয় আহাম্মেদ শান্তর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী স্মৃতি ইসলাম ও মাহাবুবা জাহান। নাটকটিতে সহকারী পরিচালক হিসেবে ছিলেন ইমতিয়াজ আরিয়ান ও তানভীর, নাটকটির গল্প লিখেছেন আহাম্মদ হৃদয়। নাটকটির বিষয় নিয়ে অভিনেত্রী স্মৃতি গণমাধ্যমকে বললে, ‘হৃদয় আহাম্মেদ শান্তর সঙ্গে নাটকের কাজটি করে আমার কাছে খুব ভালো লাগছে এবং শান্ত ভাই একজন মজার মানুষ, আশা করি ভালো কিছু আসবে ইনশাআল্লাহ।