যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বাটলার কাউন্টিতে ঝড়োহাওয়ার কারণে ১৮টি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে ৯ জনই শিশু। বিবিসি

বাটলার কাউন্টির করোনের ওয়েন গারলক জানিয়েছেন, নিহত শিশুদের বয়স নয় মাস থেকে শুরু করে ১৭ বছর পর্যন্ত। ক্রান্তীয় ঝড় ক্লদেতে আলাবামার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আচমকা বন্যার সঙ্গে টর্নেডোর আঘাতে ডজন ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে। বাটলার কাউন্টি করোনার গারলক বলছেন, দুর্ঘটনায় নিজের গাড়িতে এক ব্যক্তি ও তার নয় মাসের কন্যাশিশু নিহত হয়েছে। নিহতদের বাকি আটজন শিশু। তারা তাল্লাপুসা কাউন্টি গার্লস র‌্যাঞ্চের একটি গাড়িতে ছিল। প্রতিষ্ঠানটি অনাথ, অবহেলিত ও নির্যাতিত কন্যাশিশুদের লালন-পালন করে থাকে। নিহত এই আট শিশুর মধ্যে সবচেয়ে ছোটটির বয়স চার বছর। অলাভজনক এই সংস্থাটির প্রধান নির্বাহী মাইকেল স্মিথ জানিয়েছেন, সমুদ্র সৈকতে অবকাশযাপন শেষে ফেরার পথে র‌্যাঞ্চটির ১৫ আসনের মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে, র‌্যাঞ্চের পরিচালক ক্যান্ডিস গালি গাড়িটি চালাচ্ছিলেন, তিনি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন।

মঙ্গলবার, ২২ জুন ২০২১ , ৮ আষাঢ় ১৪২৮ ১০ জিলকদ ১৪৪২

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

image

আলাবামা অঙ্গরাজ্যে ঝড়োহাওয়ায় ১৮টি গাড়ির সংঘর্ষ হয় -বিবিসি

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বাটলার কাউন্টিতে ঝড়োহাওয়ার কারণে ১৮টি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে ৯ জনই শিশু। বিবিসি

বাটলার কাউন্টির করোনের ওয়েন গারলক জানিয়েছেন, নিহত শিশুদের বয়স নয় মাস থেকে শুরু করে ১৭ বছর পর্যন্ত। ক্রান্তীয় ঝড় ক্লদেতে আলাবামার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আচমকা বন্যার সঙ্গে টর্নেডোর আঘাতে ডজন ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে। বাটলার কাউন্টি করোনার গারলক বলছেন, দুর্ঘটনায় নিজের গাড়িতে এক ব্যক্তি ও তার নয় মাসের কন্যাশিশু নিহত হয়েছে। নিহতদের বাকি আটজন শিশু। তারা তাল্লাপুসা কাউন্টি গার্লস র‌্যাঞ্চের একটি গাড়িতে ছিল। প্রতিষ্ঠানটি অনাথ, অবহেলিত ও নির্যাতিত কন্যাশিশুদের লালন-পালন করে থাকে। নিহত এই আট শিশুর মধ্যে সবচেয়ে ছোটটির বয়স চার বছর। অলাভজনক এই সংস্থাটির প্রধান নির্বাহী মাইকেল স্মিথ জানিয়েছেন, সমুদ্র সৈকতে অবকাশযাপন শেষে ফেরার পথে র‌্যাঞ্চটির ১৫ আসনের মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে, র‌্যাঞ্চের পরিচালক ক্যান্ডিস গালি গাড়িটি চালাচ্ছিলেন, তিনি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন।