শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণার ৪ দাবি

ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণাসহ ৪ দফা দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল দুপুরে এ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহীদ মিনার, হাইকোর্ট মোড়, প্রেসক্লাব মোড় ঘুরে সচিবালয়ের সম্মুখে আসলে পুলিশ বাধা দেয়। ছাত্র ইউনিয়ন সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল এবং সদস্য এবি তাহসিন স্মারকলিপি নিয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করেন। শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে না থাকায় তাঁর হয়ে স্মারকলিপি গ্রহণ করেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. আব্দুল আলীম খান। তাদের দাবি সমূহ : নির্দিষ্ট সময়ের মধ্যে সব শিক্ষার্থীদের বিনামূল্যে করোনার টিকা নিশ্চত করা ও রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া, শিক্ষা সংকট মোকাবেলায় শিক্ষাবৃত্তি প্রদান করা, সব শিক্ষার্থীকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া এবং করোনাকালে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ফি মওকুফ করা।

এর আগে দুপুরে এসব দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। কেন্দ্রীয় সভাপতি মোঃ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সংসদের সদস্য ও কেন্দ্রীয় সংসদের কোষাধক্ষ্য শামীম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলাম শিশির, সদস্য জিকে সাদিক এবং মানিকগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ।

সভাপতির বক্তব্যে মোঃ ফয়েজ উল্লাহ বলেন, “বিগত প্রায় ১৬ মাস ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু এই ১৬ মাসে শিক্ষামন্ত্রণালয় থেকে কোন ধরনের রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। বিগত ১৬ মাসে প্রায় ১৫২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর দায় শিক্ষামন্ত্রীর। এই শিক্ষামন্ত্রী ব্যর্থ। শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। অবলিম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে হবে।”

image

শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ ৪ দফা দাবিতে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করার আগে গতকাল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করে -সংবাদ

আরও খবর
ইউপি নির্বাচন : সংঘর্ষ, গুলি, বোমা ৩ জন নিহত
মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি গ্রেপ্তার
দুর্নীতির কারণে বিদ্যুতের দাম আড়াই গুণ বেশি
দেশে দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমেছে : তথ্যমন্ত্রী
অমানবিক উচ্ছেদ ও সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে দাবিপত্র
বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে
নারায়ণগঞ্জে সরকারি খালে অপ্রয়োজনীয় কালভার্ট নির্মাণ
থেমে নেই কিশোর গ্যাং-এর অপরাধ
চীনা প্রবাসী শিক্ষার্থীদের তিন দফা দাবি

মঙ্গলবার, ২২ জুন ২০২১ , ৮ আষাঢ় ১৪২৮ ১০ জিলকদ ১৪৪২

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণার ৪ দাবি

ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি

image

শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ ৪ দফা দাবিতে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করার আগে গতকাল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করে -সংবাদ

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণাসহ ৪ দফা দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল দুপুরে এ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহীদ মিনার, হাইকোর্ট মোড়, প্রেসক্লাব মোড় ঘুরে সচিবালয়ের সম্মুখে আসলে পুলিশ বাধা দেয়। ছাত্র ইউনিয়ন সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল এবং সদস্য এবি তাহসিন স্মারকলিপি নিয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করেন। শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে না থাকায় তাঁর হয়ে স্মারকলিপি গ্রহণ করেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. আব্দুল আলীম খান। তাদের দাবি সমূহ : নির্দিষ্ট সময়ের মধ্যে সব শিক্ষার্থীদের বিনামূল্যে করোনার টিকা নিশ্চত করা ও রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া, শিক্ষা সংকট মোকাবেলায় শিক্ষাবৃত্তি প্রদান করা, সব শিক্ষার্থীকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া এবং করোনাকালে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ফি মওকুফ করা।

এর আগে দুপুরে এসব দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। কেন্দ্রীয় সভাপতি মোঃ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সংসদের সদস্য ও কেন্দ্রীয় সংসদের কোষাধক্ষ্য শামীম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা, ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলাম শিশির, সদস্য জিকে সাদিক এবং মানিকগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ।

সভাপতির বক্তব্যে মোঃ ফয়েজ উল্লাহ বলেন, “বিগত প্রায় ১৬ মাস ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু এই ১৬ মাসে শিক্ষামন্ত্রণালয় থেকে কোন ধরনের রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। বিগত ১৬ মাসে প্রায় ১৫২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর দায় শিক্ষামন্ত্রীর। এই শিক্ষামন্ত্রী ব্যর্থ। শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। অবলিম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে হবে।”