ভালো থাকুক সব বাবা

‘বাবা শুধু ব্যক্তি নন, সম্পর্কের নামও নন, এই মানুষটির সঙ্গে জড়িয়ে আছে বিশাল পৃথিবীর একরাশ ভালোবাসা। বাবা শব্দটি যেন সকল আবদারের এক অফুরন্ত ভা-ার। স্নেহ, ভালোবাসা, ভয় সংমিশ্রিত আবেগ। পৃথিবীর প্রত্যেক বাবাই তার সন্তানের কাছে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। যার অক্লান্ত পরিশ্রম, অনিঃশেষ ভালোবাসা প্রতিটি সন্তানের এগিয়ে চলার প্রত্যয়। পৃথিবীর প্রত্যেক বাবাকে জানাই বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসা।

চলার পথে বাবা একটি ছায়া, একটি শক্তি। তারা সারা জীবন কষ্ট করলেও সন্তানদের কোন অভাব বুঝতে দেন না। সন্তানের হাসিমুখটা দেখার জন্য তারা পৃথিবীর সব কিছুই করতে পারে। বৃদ্ধ বয়সে আমরা অনেকে তাদের সঙ্গে খারাপ আচরণ করি। অনেক সময় তাদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। তখনও তারা প্রতিবাদ করে না, অভিশাপ দেয় না।

প্রত্যেক বছরের জুন মাসের তৃতীয় রোববার ‘বিশ্ব বাবা দিবস’ পালন করা হয়। শুধু একটি দিবসই নয় সব দিবসই হোক বাবাদের জন্য। বছরের প্রতিটি দিনই আমরা বাবাকে ভালোবাসবো, শ্রদ্ধা করবো। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।

রিয়াদ হোসেন

বুধবার, ২৩ জুন ২০২১ , ৯ আষাঢ় ১৪২৮ ১১ জিলকদ ১৪৪২

ভালো থাকুক সব বাবা

‘বাবা শুধু ব্যক্তি নন, সম্পর্কের নামও নন, এই মানুষটির সঙ্গে জড়িয়ে আছে বিশাল পৃথিবীর একরাশ ভালোবাসা। বাবা শব্দটি যেন সকল আবদারের এক অফুরন্ত ভা-ার। স্নেহ, ভালোবাসা, ভয় সংমিশ্রিত আবেগ। পৃথিবীর প্রত্যেক বাবাই তার সন্তানের কাছে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। যার অক্লান্ত পরিশ্রম, অনিঃশেষ ভালোবাসা প্রতিটি সন্তানের এগিয়ে চলার প্রত্যয়। পৃথিবীর প্রত্যেক বাবাকে জানাই বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসা।

চলার পথে বাবা একটি ছায়া, একটি শক্তি। তারা সারা জীবন কষ্ট করলেও সন্তানদের কোন অভাব বুঝতে দেন না। সন্তানের হাসিমুখটা দেখার জন্য তারা পৃথিবীর সব কিছুই করতে পারে। বৃদ্ধ বয়সে আমরা অনেকে তাদের সঙ্গে খারাপ আচরণ করি। অনেক সময় তাদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। তখনও তারা প্রতিবাদ করে না, অভিশাপ দেয় না।

প্রত্যেক বছরের জুন মাসের তৃতীয় রোববার ‘বিশ্ব বাবা দিবস’ পালন করা হয়। শুধু একটি দিবসই নয় সব দিবসই হোক বাবাদের জন্য। বছরের প্রতিটি দিনই আমরা বাবাকে ভালোবাসবো, শ্রদ্ধা করবো। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।

রিয়াদ হোসেন