ফের শেয়ারবাজারে বড় পতন

সূচক লেনদেন শেয়ারদর সবই কমেছে

গতকালও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। লেনদেনের শুরুতে কিছুটা উত্থানে হলেও শেষ পর্যন্ত সব সূচক ও অধিকাংশ কোম্পানির লেনদেন ও শেয়ারদর কমেছে। তবে বড় পতন হলেও লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়ে দুই হাজার কোটি টাকার ঘরেই হয়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ০৩৫.৮৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৯১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৭.৩৯ পয়েন্টে এবং ২ হাজার ১৮৮.৮৩ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ২৯ কোটি ৫০ লাখ টাকার। যা আগের দিন থেকে ১১ কোটি ৯৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৩৩টির বা ৩৫.৭৫ শতাংশের, শেয়ারদর কমেছে ২১৭টির বা ৫৮.৩৫ শতাংশের এবং ২২টির বা ৫.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮০.৬৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২০টির দর বেড়েছে, কমেছে ১৮১টির আর ১৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির ১১৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৮৮২টি শেয়ার ১২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১৪ কোটি ২২ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩০ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে এসিআইয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকার মালেক স্পিনিংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৯১ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৫.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন মুন্নু সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১১.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২২.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মুন্নু সিরামিক ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৯.৭২ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.২১ শতাংশ, ফার কেমিক্যালের ৭.৮৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.০৮ শতাংশ, সমতা লেদারের ৭.০১ শতাংশ, সী পার্লের ৬.৯৩ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৬.৭৫ শতাংশ এবং ফু-ওয়াং ফুডের শেয়ার দর ৬.৪৫ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৭টির বা ৫৮.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮২.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬৪.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭.৯০ টাকা বা ৯.৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে পাইওনিয়ার ইন্স্যুরেন্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.৮১ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.০৯ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.৮৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৮.৭৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৫৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮.৫৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮.৫০ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮.২০ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৯৩ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ , ১০ আষাঢ় ১৪২৮ ১২ জিলকদ ১৪৪২

ফের শেয়ারবাজারে বড় পতন

সূচক লেনদেন শেয়ারদর সবই কমেছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

গতকালও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। লেনদেনের শুরুতে কিছুটা উত্থানে হলেও শেষ পর্যন্ত সব সূচক ও অধিকাংশ কোম্পানির লেনদেন ও শেয়ারদর কমেছে। তবে বড় পতন হলেও লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়ে দুই হাজার কোটি টাকার ঘরেই হয়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ০৩৫.৮৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৯১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৭.৩৯ পয়েন্টে এবং ২ হাজার ১৮৮.৮৩ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ২৯ কোটি ৫০ লাখ টাকার। যা আগের দিন থেকে ১১ কোটি ৯৪ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৩৩টির বা ৩৫.৭৫ শতাংশের, শেয়ারদর কমেছে ২১৭টির বা ৫৮.৩৫ শতাংশের এবং ২২টির বা ৫.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮০.৬৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২০টির দর বেড়েছে, কমেছে ১৮১টির আর ১৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির ১১৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৮৮২টি শেয়ার ১২০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১৪ কোটি ২২ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩০ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে এসিআইয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকার মালেক স্পিনিংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৯১ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির বা ৩৫.৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন মুন্নু সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১১.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২২.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মুন্নু সিরামিক ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৯.৭২ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.২১ শতাংশ, ফার কেমিক্যালের ৭.৮৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭.০৮ শতাংশ, সমতা লেদারের ৭.০১ শতাংশ, সী পার্লের ৬.৯৩ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৬.৭৫ শতাংশ এবং ফু-ওয়াং ফুডের শেয়ার দর ৬.৪৫ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৭টির বা ৫৮.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত মঙ্গলবার লেনদেন শেষে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮২.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬৪.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭.৯০ টাকা বা ৯.৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে পাইওনিয়ার ইন্স্যুরেন্স ডিএসইর টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ৯.৮১ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৯.০৯ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.৮৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৮.৭৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৫৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮.৫৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৮.৫০ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮.২০ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৯৩ শতাংশ কমেছে।