ময়মনসিংহে কিশোর গ্যাং : আটক ৪

ময়মনসিংহ রঘুরামপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী ৪ সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র, নগদ টাকা, ব্যাংকের চেক বই ও বিভিন্ন ধরনের সরঞ্জামসহ আটক করেছে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপ উপ-গ্রুপ সৃষ্টি করে এলাকায় আধিপত্ত বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ চালিয়ে আসছিল। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল সদরের রঘুরাপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতিকালে এদের অস্ত্রসহ আটক করে। গ্রেফতারকৃতরা হলো- মিজানুর রহমান (৪০), সবুজ মণ্ডল (৩৪), মোঃ শামিম (২১) এবং মোঃ হানিফ (১৯)। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা এলাকায় ছিনতাইয়ে প্রস্তুতি নিচ্ছিল। তারা দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় দলে-উপদলে বিভক্ত কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে ছিনতাই, দস্যুতা এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ , ১০ আষাঢ় ১৪২৮ ১২ জিলকদ ১৪৪২

ময়মনসিংহে কিশোর গ্যাং : আটক ৪

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ময়মনসিংহ রঘুরামপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী ৪ সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র, নগদ টাকা, ব্যাংকের চেক বই ও বিভিন্ন ধরনের সরঞ্জামসহ আটক করেছে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপ উপ-গ্রুপ সৃষ্টি করে এলাকায় আধিপত্ত বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ চালিয়ে আসছিল। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল সদরের রঘুরাপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতিকালে এদের অস্ত্রসহ আটক করে। গ্রেফতারকৃতরা হলো- মিজানুর রহমান (৪০), সবুজ মণ্ডল (৩৪), মোঃ শামিম (২১) এবং মোঃ হানিফ (১৯)। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা এলাকায় ছিনতাইয়ে প্রস্তুতি নিচ্ছিল। তারা দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় দলে-উপদলে বিভক্ত কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে ছিনতাই, দস্যুতা এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিল।