আবারও ইথুন বাবুর সুরে আসিফ

আবারও আসছে ইথুন বাবু ও আসিফ আকবর জুটির গান। গানের শিরোনাম ‘একা’। ইথুন বাবুর কথা সুর ও সংগীতে গানটিতে আসিফ কণ্ঠ দিয়েছেন। জনপ্রিয় সুরকার ও গীতিকার ইথুন বাবুর ‘ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়’ গান দিয়েই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন আফিস আকবর। কিন্তু নিজেদের ভেতর অভিমানের কারণে প্রায় দুই দশক তাদের একসঙ্গে গান করতে দেখা যায়নি। তবে ২০১৯ সালে মান-অভিমান ভুলে এক হয়ে গেছেন তারা। ওই বছর ২৪ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় তাদের ‘চুপচাপ কষ্টগুলো’ শিরোনামের গান। গানের প্রকাশ উপলক্ষে একই তারিখে রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন গান প্রসঙ্গে আসিফ বলেন, “অনেকদিন পর শ্রদ্ধেয় ইথুন বাবু ভাইয়ের কথা, সুর ও সংগীতে ‘একা’ শিরোনামে চমৎকার একটা গান গাইলাম। আশা করি আমাদের এই প্রজেক্ট সবার ভালো লাগবে।”

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ , ১০ আষাঢ় ১৪২৮ ১২ জিলকদ ১৪৪২

আবারও ইথুন বাবুর সুরে আসিফ

বিনোদন প্রতিবেদক |

image

আবারও আসছে ইথুন বাবু ও আসিফ আকবর জুটির গান। গানের শিরোনাম ‘একা’। ইথুন বাবুর কথা সুর ও সংগীতে গানটিতে আসিফ কণ্ঠ দিয়েছেন। জনপ্রিয় সুরকার ও গীতিকার ইথুন বাবুর ‘ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়’ গান দিয়েই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন আফিস আকবর। কিন্তু নিজেদের ভেতর অভিমানের কারণে প্রায় দুই দশক তাদের একসঙ্গে গান করতে দেখা যায়নি। তবে ২০১৯ সালে মান-অভিমান ভুলে এক হয়ে গেছেন তারা। ওই বছর ২৪ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় তাদের ‘চুপচাপ কষ্টগুলো’ শিরোনামের গান। গানের প্রকাশ উপলক্ষে একই তারিখে রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন গান প্রসঙ্গে আসিফ বলেন, “অনেকদিন পর শ্রদ্ধেয় ইথুন বাবু ভাইয়ের কথা, সুর ও সংগীতে ‘একা’ শিরোনামে চমৎকার একটা গান গাইলাম। আশা করি আমাদের এই প্রজেক্ট সবার ভালো লাগবে।”