চুয়াডাঙ্গায় শনাক্তের হার ৯৩ শতাংশ

চুয়াডাঙ্গায় ৬৯টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯২ দশমিক ৭৫ শতাংশ। যশোর, ঝিনাইদহ, দিনাজপুরের পরিস্থিতিও উদ্বেগজনক। দিনাজপুর জেলায় শনাক্তের হার ৪৯ শতাংশ, রাজশাহীতে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে সংক্রমণ পরিস্থিতির মধ্যেই ২৪ জুন থেকে হোটেল জোন খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পাবনা, খাগড়াছড়ি, নওগাঁ, লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ের পরিস্থিতিও আশঙ্কাজনক। তবে টাঙ্গাইল, মুন্সীগঞ্জে লকডাউন যথাযথভাবে মানা হচ্ছে না।

চুয়াডাঙ্গায় শনাক্তের হার ৯৩ শতাংশ

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু এবং শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৯ জনে। ৬৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার বিবেচনায় ৯২.৭৫ শতাংশ। গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সকাল ৬টা থেকে জেলার জীবননগর উপজেলায় ৭ দিনের লকডাউন চলছে। এর আগে ২০ জুন চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউপিতে ও ১৫ জুন থেকে দামুড়হুদা উপজেলায় লকডাউন শুরু হয়। চুয়াডাঙ্গার দশনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকেপড়া আরও ১৯ জন বাংলাদেশি। এ নিয়ে ৩৫ দিনে দেশে ফিরলো ৯৫৩ জন।

যশোরে ১২১ জনের করোনা শনাক্ত

যশোর : যশোরে গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। বুধবার শনাক্তের হার ৩৫ শতাংশ। যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫৩ জন। করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও ৭ দিন।

ঝিনাইদহে আক্রান্ত ১১৭

ঝিনাইদহ : ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১শ’ ১৭ জন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ২শ’ ২৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ১শ’ ১৭ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬শ’ ৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ জন।

রাজশাহীতে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশন এলাকায় চলমান ‘সর্বাত্মক লকডাউন’-এর সময়সীমা বাড়িয়ে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। হাসপাতালে সেন্টাল অক্সিজেন সুবিধাসহ ৪৮ বেডের আরও একটি ওয়ার্ড মঙ্গলবার চালু করা হয়েছে। এ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে বেডের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৭টি। গতকাল সকাল ৬টা পর্যন্ত ৩৫৭ বেডের বিপরীতে মোট চিকিৎসাধীন রোগী আছেন ৪১০ জন। বাকিদের মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেড তৈরি করে রাখার ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪৫৭ নমুনা পরীক্ষা করে ১৫১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

যা আগের দিনের চেয়ে দশমিক ৪৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ০৫ শতাংশ। এর আগের দিন সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ। এ ছাড়াও গত রোববার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ১৯ শতাংশ এবং শনিবার ৪৬ দশমিক ৯৯ শতাংশ। শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে ৫৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৭৬ জনের।

চাঁপাইনবাবগঞ্জে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ২৫ দশমিক ৭৮ শতাংশ।

দিনাজপুরে শনাক্ত আরও ১৪১

দিনাজপুর : জেলায় সংক্রমণ ও মৃত্যু প্রতিদিন বেড়েই চলেছে। দিনাজপুরে গতকাল ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ।

কক্সবাজারে বাড়ছে সংক্রমণ : ২৪ জুন থেকে খুলছে হোটেল জোন!

কক্সবাজার : কক্সবাজারে বাড়ছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় আরও ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক আছে ২৯ জন। কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করে সংবাদকে জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ৫২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। ২৪ জুন থেকে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারের হোটেল-মোটেল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে পুরোপুরি বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র।

খুলনা বিভাগে ৩২ জনের মৃত্যু

খুলনা : এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে ৯০৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল ৯৯৮ জনের। ওই সময় মৃত্যু হয়েছিল ২৭ জনের। বিভাগে মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৮৭৮। মোট মৃত্যু হয়েছে ৮৯৬ জনের। সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৮৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৭ জন।

পাবনায় সংক্রমণ ১৬ শতাংশের উপরে

পাবনা : জেলায় সংক্রমণ ১৬.৪৪ শতাংশে পৌঁছেছে। জেলার ৯টি উপজেলার মধ্যে ঈশ্বরদী উপজেলায় করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হলেও কেপিআই জোন হওয়ায় ঈশ্বরদী নিয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগ এখনই কোন সিদ্ধান্ত নিতে পারছে না। এদিকে করোনা সংক্রমণ আকস্মিকভাবে বেড়ে গেলেও জেলার করোনা চিকিৎসা সেবার এখনও কোন অগ্রগতি হয়নি।

পাবনা জেলার সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় মতো ২৯২টি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করে ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ১৬.৪৪ শতাংশ বলে জানান সিভিল সার্জন যা পাবনার এ যাবত কালের সবচেয়ে বেশি সংক্রমণের রেকর্ড।

খাগড়াছড়িতে বাড়ছে সংক্রমণ

খাগড়াছড়ি : জেলায় আক্রান্তের হার ২৮.৫৭ শতাংশ দাঁড়িয়েছে। যা তার আগে ছিল প্রায় ১৪ শতাংশ।

বুধবার খাগড়াছড়িতে প্রাপ্ত ফলাফলের ১৩ জনের নমুনায় মিলেছে করোনা পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ হাজার ৮ জনে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারের নারী ও পুরুষ ওয়ার্ডে ২২ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৮ জন পজেটিভ শনাক্ত হয়েছে এবং ১৪ জন সন্দেহজনক।

নওগাঁয় আরও ৪ জনের মৃত্যু

নওগাঁ : জেলায় চলা বিশেষ বিধিনিষেধ শেষ দিন আজ। এর মধ্যেই করোনা শনাক্ত হয়েছে আরও ৫৩ জন। নতুন শনাক্তের হার ২১.৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়ালো ৩ হাজার ৭৩৬ জন। আর মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে।

লালমনিরহাটে শনিবার থেকে লকডাউন

লালমনিরহাট : জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এই অবস্থায় সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী শনিবার থেকে এই লকডাউন কার্যকর হবে।

জেলায় ৭ হাজার ৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ৬ হাজার ৮১৯ জনের ফলাফল পাওয়া গেছে। আক্রান্ত ১ হাজার ৩১১ জন। আক্রান্তের হার ১৯.২২।

ঠাকুরগাঁওয়ে কঠোর লকডাউন

ঠাকুরগাঁও : জেলায় বৃহস্পতিবার সকাল ৬টা থে?কে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

মুন্সীগঞ্জে লকডাউনে বাস-লঞ্চ ছাড়া সব কিছুই চলে

মুন্সীগঞ্জ : জেলায় লকডাউনের কোন প্রকার প্রভাব দেখা যায়নি। পূর্বের চেয়ে মানুষের চলাচল এবং অটো, মিশুক, বাজারের সব দোকানপাট খোলা অবস্থায় রয়েছে। দেদারছে যাত্রী নিয়ে চলছে মোটরচালিত অটো ও মিশুক। সরকারি-বেসরকারি সব অফিস খোলা।

টাঙ্গাইল ও এলেঙ্গায় লকডাউনের

মধ্যেই চলছে দূরপাল্লার বাস

টাঙ্গাইল : মাকের্ট, শপিংমল, ছোট-বড় দোকানসহ মাঝারি বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও লকডাউন উপেক্ষা করে টাঙ্গাইল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে স্থানীয় প্রশানের দেয়া লকডাউন প্রশ্নের মুখে পড়েছে।

টাঙ্গাইল পৌর শহরের নতুন বাস টার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহসহ বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাস ছেড়ে যায়। শহরের নতুন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিক গেইট, কুমুদিনী কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, নগরজলফৈ মোড়, ভিক্টোরিয়া রোড, নিরালা মোড়, শান্তিকুঞ্জ মোড়, বেবীস্ট্যান্ড, বটতলাসহ বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট রয়েছে। শহরে অবাধে মানুষকে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ , ১০ আষাঢ় ১৪২৮ ১২ জিলকদ ১৪৪২

চুয়াডাঙ্গায় শনাক্তের হার ৯৩ শতাংশ

সংবাদ ডেস্ক

image

লকডাউন এলাকা থেকে বিভিন্ন যানবাহনে ঢাকায় ঢুকছে সাধারণ মানুষ -সংবাদ

চুয়াডাঙ্গায় ৬৯টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯২ দশমিক ৭৫ শতাংশ। যশোর, ঝিনাইদহ, দিনাজপুরের পরিস্থিতিও উদ্বেগজনক। দিনাজপুর জেলায় শনাক্তের হার ৪৯ শতাংশ, রাজশাহীতে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে সংক্রমণ পরিস্থিতির মধ্যেই ২৪ জুন থেকে হোটেল জোন খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পাবনা, খাগড়াছড়ি, নওগাঁ, লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ের পরিস্থিতিও আশঙ্কাজনক। তবে টাঙ্গাইল, মুন্সীগঞ্জে লকডাউন যথাযথভাবে মানা হচ্ছে না।

চুয়াডাঙ্গায় শনাক্তের হার ৯৩ শতাংশ

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু এবং শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৯ জনে। ৬৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার বিবেচনায় ৯২.৭৫ শতাংশ। গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল সকাল ৬টা থেকে জেলার জীবননগর উপজেলায় ৭ দিনের লকডাউন চলছে। এর আগে ২০ জুন চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউপিতে ও ১৫ জুন থেকে দামুড়হুদা উপজেলায় লকডাউন শুরু হয়। চুয়াডাঙ্গার দশনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকেপড়া আরও ১৯ জন বাংলাদেশি। এ নিয়ে ৩৫ দিনে দেশে ফিরলো ৯৫৩ জন।

যশোরে ১২১ জনের করোনা শনাক্ত

যশোর : যশোরে গত ২৪ ঘণ্টায় ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। বুধবার শনাক্তের হার ৩৫ শতাংশ। যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫৩ জন। করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও ৭ দিন।

ঝিনাইদহে আক্রান্ত ১১৭

ঝিনাইদহ : ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১শ’ ১৭ জন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ২শ’ ২৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ১শ’ ১৭ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬শ’ ৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ জন।

রাজশাহীতে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশন এলাকায় চলমান ‘সর্বাত্মক লকডাউন’-এর সময়সীমা বাড়িয়ে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। হাসপাতালে সেন্টাল অক্সিজেন সুবিধাসহ ৪৮ বেডের আরও একটি ওয়ার্ড মঙ্গলবার চালু করা হয়েছে। এ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে বেডের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৭টি। গতকাল সকাল ৬টা পর্যন্ত ৩৫৭ বেডের বিপরীতে মোট চিকিৎসাধীন রোগী আছেন ৪১০ জন। বাকিদের মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেড তৈরি করে রাখার ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪৫৭ নমুনা পরীক্ষা করে ১৫১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

যা আগের দিনের চেয়ে দশমিক ৪৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ০৫ শতাংশ। এর আগের দিন সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ। এ ছাড়াও গত রোববার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ১৯ শতাংশ এবং শনিবার ৪৬ দশমিক ৯৯ শতাংশ। শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে ৫৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৭৬ জনের।

চাঁপাইনবাবগঞ্জে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ২৫ দশমিক ৭৮ শতাংশ।

দিনাজপুরে শনাক্ত আরও ১৪১

দিনাজপুর : জেলায় সংক্রমণ ও মৃত্যু প্রতিদিন বেড়েই চলেছে। দিনাজপুরে গতকাল ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ।

কক্সবাজারে বাড়ছে সংক্রমণ : ২৪ জুন থেকে খুলছে হোটেল জোন!

কক্সবাজার : কক্সবাজারে বাড়ছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় আরও ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক আছে ২৯ জন। কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করে সংবাদকে জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ৫২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। ২৪ জুন থেকে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারের হোটেল-মোটেল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে পুরোপুরি বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র।

খুলনা বিভাগে ৩২ জনের মৃত্যু

খুলনা : এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে ৯০৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল ৯৯৮ জনের। ওই সময় মৃত্যু হয়েছিল ২৭ জনের। বিভাগে মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৮৭৮। মোট মৃত্যু হয়েছে ৮৯৬ জনের। সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৮৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৭ জন।

পাবনায় সংক্রমণ ১৬ শতাংশের উপরে

পাবনা : জেলায় সংক্রমণ ১৬.৪৪ শতাংশে পৌঁছেছে। জেলার ৯টি উপজেলার মধ্যে ঈশ্বরদী উপজেলায় করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হলেও কেপিআই জোন হওয়ায় ঈশ্বরদী নিয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগ এখনই কোন সিদ্ধান্ত নিতে পারছে না। এদিকে করোনা সংক্রমণ আকস্মিকভাবে বেড়ে গেলেও জেলার করোনা চিকিৎসা সেবার এখনও কোন অগ্রগতি হয়নি।

পাবনা জেলার সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় মতো ২৯২টি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করে ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ১৬.৪৪ শতাংশ বলে জানান সিভিল সার্জন যা পাবনার এ যাবত কালের সবচেয়ে বেশি সংক্রমণের রেকর্ড।

খাগড়াছড়িতে বাড়ছে সংক্রমণ

খাগড়াছড়ি : জেলায় আক্রান্তের হার ২৮.৫৭ শতাংশ দাঁড়িয়েছে। যা তার আগে ছিল প্রায় ১৪ শতাংশ।

বুধবার খাগড়াছড়িতে প্রাপ্ত ফলাফলের ১৩ জনের নমুনায় মিলেছে করোনা পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ হাজার ৮ জনে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারের নারী ও পুরুষ ওয়ার্ডে ২২ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৮ জন পজেটিভ শনাক্ত হয়েছে এবং ১৪ জন সন্দেহজনক।

নওগাঁয় আরও ৪ জনের মৃত্যু

নওগাঁ : জেলায় চলা বিশেষ বিধিনিষেধ শেষ দিন আজ। এর মধ্যেই করোনা শনাক্ত হয়েছে আরও ৫৩ জন। নতুন শনাক্তের হার ২১.৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়ালো ৩ হাজার ৭৩৬ জন। আর মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে।

লালমনিরহাটে শনিবার থেকে লকডাউন

লালমনিরহাট : জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এই অবস্থায় সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী শনিবার থেকে এই লকডাউন কার্যকর হবে।

জেলায় ৭ হাজার ৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ৬ হাজার ৮১৯ জনের ফলাফল পাওয়া গেছে। আক্রান্ত ১ হাজার ৩১১ জন। আক্রান্তের হার ১৯.২২।

ঠাকুরগাঁওয়ে কঠোর লকডাউন

ঠাকুরগাঁও : জেলায় বৃহস্পতিবার সকাল ৬টা থে?কে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

মুন্সীগঞ্জে লকডাউনে বাস-লঞ্চ ছাড়া সব কিছুই চলে

মুন্সীগঞ্জ : জেলায় লকডাউনের কোন প্রকার প্রভাব দেখা যায়নি। পূর্বের চেয়ে মানুষের চলাচল এবং অটো, মিশুক, বাজারের সব দোকানপাট খোলা অবস্থায় রয়েছে। দেদারছে যাত্রী নিয়ে চলছে মোটরচালিত অটো ও মিশুক। সরকারি-বেসরকারি সব অফিস খোলা।

টাঙ্গাইল ও এলেঙ্গায় লকডাউনের

মধ্যেই চলছে দূরপাল্লার বাস

টাঙ্গাইল : মাকের্ট, শপিংমল, ছোট-বড় দোকানসহ মাঝারি বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও লকডাউন উপেক্ষা করে টাঙ্গাইল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে স্থানীয় প্রশানের দেয়া লকডাউন প্রশ্নের মুখে পড়েছে।

টাঙ্গাইল পৌর শহরের নতুন বাস টার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহসহ বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাস ছেড়ে যায়। শহরের নতুন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিক গেইট, কুমুদিনী কলেজ গেট, পুরাতন বাসস্ট্যান্ড, নগরজলফৈ মোড়, ভিক্টোরিয়া রোড, নিরালা মোড়, শান্তিকুঞ্জ মোড়, বেবীস্ট্যান্ড, বটতলাসহ বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট রয়েছে। শহরে অবাধে মানুষকে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।