ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে আল্টিমেটাম সিপিবির

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত আগামী সাতদিনের মধ্যে প্রত্যাহার না হলে শ্রমিকরা সব বন্ধ করে দেবে বলে আল্টিমেটাম দিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সমাবেশে সেলিম এ কথা বলেন।

উল্লেখ্য, যেসব রিকশা ও ভ্যান আগে প্যাডেল দিয়ে চলত কিন্তু বর্তমানে ইঞ্জিন লাগিয়ে চালানো হচ্ছে, সেগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ইজি বাইকও নিয়ন্ত্রণ করা হচ্ছে, যা ক্রমান্বয়ে বন্ধ করে দেয়া হবে।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, স্বাধীনতার (যুদ্ধের) সময় ‘কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না’ এই স্লোগান দিতাম। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের একই স্লোগান দিতে হয়। ৫০ বছরেও আমরা স্বাধীনতার প্রকৃত রূপ দেখতে পাই নাই। সরকার গরিব মানুষের কথা না ভেবে শুধু গুলশান-বনানীর মানুষের কথা ভাবে।’

তিনি অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষের মুখে অন্নের যোগান দিতে সরকার ব্যর্থ। রিকশাচালকরা নিজ উদ্যোগে জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছে। সরকার আজ তাদের রুটি-রুজির অধিকার কেড়ে নিয়ে সর্বশান্ত করে পথে বসাচ্ছে।

সিপিবি সভাপতি বলেন, ‘মানুষ একবিংশ শতাব্দীতে এসে পশুর মতো শ্রম দিতে পারে না। সরকার প্রয়োজনে ব্যাটারি রিকশার প্রয়োজনীয় আধুনিকায়ন ও পরিবর্তন করে লাইসেন্স দিতে পারে। অবিলম্বে ব্যাটারি রিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত এবং রিকশাচালকদের ওপর চলমান জুলুম প্রত্যাহার করতে হবে।

রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম নাদিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, সংগঠনের কেন্দ্রীয় নেতা মঞ্জুর মঈন, অনিক রায়, জাহিদ প্রমুখ। সমাবেশ থেকে ২৫ জুন (শুক্রবার) থানা, উপজেলা ও অঞ্চলে শ্রমিক সমাবেশ, ২৭ জুন জেলা পর্যায়ে শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি পেশ, ২৭ জুন (রোববার) ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও খবর
আওয়ামী লীগ গঠনের উদ্দেশ্য পূরণ হয়েছে : তোফায়েল
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টিকা কিনতে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
সিদ্ধান্ত যথার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, তবে আলোচনা চান সিইসি
ভারতের সেরা পাঁচ রপ্তানি দেশের তালিকায় বাংলাদেশ
সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা দখল ও দূষণমুক্ত রাখা হবে মেয়র আতিক
আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের
মাদকবিরোধী অভিযানে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ
বৃষ্টির কারণে এডিস মশার উপদ্রব বাড়ছে
মাকে বাঁচাতে গিয়ে বাবার অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ছেলে
মামলার রায় ও পর্যবেক্ষণে ‘অসঙ্গতি’, রাষ্ট্রপক্ষের আপিল দাবি

বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ , ১০ আষাঢ় ১৪২৮ ১২ জিলকদ ১৪৪২

ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে আল্টিমেটাম সিপিবির

নিজস্ব বার্তা পরিবেশক

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত আগামী সাতদিনের মধ্যে প্রত্যাহার না হলে শ্রমিকরা সব বন্ধ করে দেবে বলে আল্টিমেটাম দিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সমাবেশে সেলিম এ কথা বলেন।

উল্লেখ্য, যেসব রিকশা ও ভ্যান আগে প্যাডেল দিয়ে চলত কিন্তু বর্তমানে ইঞ্জিন লাগিয়ে চালানো হচ্ছে, সেগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ইজি বাইকও নিয়ন্ত্রণ করা হচ্ছে, যা ক্রমান্বয়ে বন্ধ করে দেয়া হবে।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, স্বাধীনতার (যুদ্ধের) সময় ‘কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না’ এই স্লোগান দিতাম। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের একই স্লোগান দিতে হয়। ৫০ বছরেও আমরা স্বাধীনতার প্রকৃত রূপ দেখতে পাই নাই। সরকার গরিব মানুষের কথা না ভেবে শুধু গুলশান-বনানীর মানুষের কথা ভাবে।’

তিনি অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষের মুখে অন্নের যোগান দিতে সরকার ব্যর্থ। রিকশাচালকরা নিজ উদ্যোগে জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছে। সরকার আজ তাদের রুটি-রুজির অধিকার কেড়ে নিয়ে সর্বশান্ত করে পথে বসাচ্ছে।

সিপিবি সভাপতি বলেন, ‘মানুষ একবিংশ শতাব্দীতে এসে পশুর মতো শ্রম দিতে পারে না। সরকার প্রয়োজনে ব্যাটারি রিকশার প্রয়োজনীয় আধুনিকায়ন ও পরিবর্তন করে লাইসেন্স দিতে পারে। অবিলম্বে ব্যাটারি রিকশা নিষিদ্ধের সিদ্ধান্ত এবং রিকশাচালকদের ওপর চলমান জুলুম প্রত্যাহার করতে হবে।

রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম নাদিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, সংগঠনের কেন্দ্রীয় নেতা মঞ্জুর মঈন, অনিক রায়, জাহিদ প্রমুখ। সমাবেশ থেকে ২৫ জুন (শুক্রবার) থানা, উপজেলা ও অঞ্চলে শ্রমিক সমাবেশ, ২৭ জুন জেলা পর্যায়ে শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি পেশ, ২৭ জুন (রোববার) ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়।