কক্সবাজারে মাদকসহ ২ এনজিও কর্মী আটক

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবা, বিদেশী মদ ও নগদ টাকা নিয়ে ২ এনজিও কর্মী আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা। গত বুধবার সকাল সাড়ে ১১টায় বহির্গমন লাউঞ্জের ভেতর বসার জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজার বিমানবন্দরে দাযিত্বরত ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের ভিতর সিভিল এভিয়েশনের বসার জায়গার পাশে অভিযান চালিয়ে ২০৮ ইয়াবা, ১টি স্কচস হুইস্কি ও নগদ দেড় লাখ টাকাসহ ঢাকা গাজীপুরের কালিয়াকৈর থানার মোল্যা পাড়া চান্দরার বাবুল মিয়ার মেয়ে এলিজা আক্তার (২৩) এবং টাঙ্গাইল জেলা সদরের রেজি:পাড়ার গোপাল চন্দ্র সাহার পুত্র পার্থ প্রতিম সাহা (৩৬) কে আটক করা হয়। সেই সাথে পার্থ প্রতিমের পাসপোর্ট জব্দ করা হয়। আটক দুইজনই একটি এনজিওতে কর্মরত রয়েছে বলে সূত্র জানায়।

শুক্রবার, ২৫ জুন ২০২১ , ১১ আষাঢ় ১৪২৮ ১৩ জিলকদ ১৪৪২

কক্সবাজারে মাদকসহ ২ এনজিও কর্মী আটক

প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবা, বিদেশী মদ ও নগদ টাকা নিয়ে ২ এনজিও কর্মী আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা। গত বুধবার সকাল সাড়ে ১১টায় বহির্গমন লাউঞ্জের ভেতর বসার জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজার বিমানবন্দরে দাযিত্বরত ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের ভিতর সিভিল এভিয়েশনের বসার জায়গার পাশে অভিযান চালিয়ে ২০৮ ইয়াবা, ১টি স্কচস হুইস্কি ও নগদ দেড় লাখ টাকাসহ ঢাকা গাজীপুরের কালিয়াকৈর থানার মোল্যা পাড়া চান্দরার বাবুল মিয়ার মেয়ে এলিজা আক্তার (২৩) এবং টাঙ্গাইল জেলা সদরের রেজি:পাড়ার গোপাল চন্দ্র সাহার পুত্র পার্থ প্রতিম সাহা (৩৬) কে আটক করা হয়। সেই সাথে পার্থ প্রতিমের পাসপোর্ট জব্দ করা হয়। আটক দুইজনই একটি এনজিওতে কর্মরত রয়েছে বলে সূত্র জানায়।