দেশজুড়ে করোনা আতঙ্ক : ঢিলেঢালা স্বাস্থ্যবিধি

সিরাজগঞ্জে মৃত্যু ১, শনাক্ত ৪৯

সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় জনমনে আতস্ক দেখা দিয়েছে। গতকাল সকালে করোনা আক্রান্ত এক ব্যক্তি বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। থার নাম বলরাম সাহা (৮০ )। তিনি জেলার শাহজাদপুর উপজেলার শাহপাড়া গ্রামের প্রয়াত মতিলাল সাহার ছেলে।

গতকাল জেলা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ২১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা ধরা পরে । এ নিয়ে জেলায় ৪১৪১ জনের নমুনা সংগ্রহ করে মোট ১১৬ জনের করোনা শনাক্ত করা হয়।

ময়মনসিংহে মৃত্যু ১, শনাক্ত ৫৭

করোনায় ময়মনসিংহে আরও একজনের মৃত্যু। ময়মনসিংহে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রশসানের তৎপরতাও কমে গেছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানান য়ায়, বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া পিসিআর ল্যাবে ৪৮৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫৭ জন আক্রান্ত হয়েছে। গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় গফরগাঁও উপজেলার একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৮৩ জন।

ঈশ্বরদীতে শনাক্ত ১৭৩

ঈশ্বরদী ২১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত তিনদিনে ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিষয়টি নিশ্চিত করেছে। ২৩ জুন ঈশ্বরদীতে ৫৪৪ জনের করোনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ এ আসমা খান জানান, ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সরকারি ল্যাবে ১১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ২২ জুন ঈশ্বরদীতে ৫৫ জন করোনায় আক্রান্ত হয়। ওই দিন ৬১৫ জনের করোনা পরীক্ষা করে ৫৫ জনের পজিটিভ ফলাফল এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সরকারি ল্যাবে পরীক্ষায় ১১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার মাধ্যমে আরও ৪৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

২১ জুন ঈশ্বরদীতে ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬০৯ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের ফলাফল পজিটিভ এসেছে।

২৪ ঘণ্টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করে সরকারি ল্যাবে পরীক্ষায় ৩০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার মাধ্যমে আরো ৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় করোনায় আক্রান্তরা বেশিরভাগই রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র প্রকল্প ও ইপিজেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

ঝালকাঠিতে শনাক্ত ১১

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় গত বুধবার করোনাভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগ ৬৪৫৯ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৪৭৬ জনের পজিটিভ ও ৪৪৪৬ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৪ জনের মৃত্যু হয়েছে ও ১৩১৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ১১৪ জন হোম ও ৩ জন হাসপাতাল আইসোলেশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন।

ডোমারে শনাক্ত ৮

নীলফামারীর ডোমারে একদিনে ৮ জনের শরীরে করোনা শনাক্ত। তারা হচ্ছেন-বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবশ গ্রামের গোপাল রায়, কল্যান রায়, বোড়াগাড়ী বাজারস্থ সুকুমার, মেডিকেল পাড়ার মালেক, হলদিয়াবন এলাকার মোজাম্মেল ও তার স্ত্রী এবং গোমনাতি ইউনিয়নের আব্দুস সাত্তার, খালেদা। গত বুধবার (২৩জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রায়হান বারী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জে শনাক্ত ৪৭

কিশোরগঞ্জে গত বুধবার নতুন ৪৭ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বুধবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৬১টি নমুনা পরীক্ষায় নতুন ৪৪টি এবং পুরনো রোগীদের ১৫টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবের পরীক্ষায় ৬১টি নমুনাই পজিটিভ হয়েছে। অন্যদিকে জেলা শহরের জেনারেল হাসপাতাল এবং পাকুন্দিয়া, ভৈরব ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৭টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় নতুন ৩টি ও পুরনো রোগীদের ২টি নমুনা পজিটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩৪ জন, পাকুন্দিয়া ও ইটনায় ৩ জন করে, তাড়াইল, কটিয়াদী ও ভৈরবে ২ জন করে, আর হোসেনপুরে একজন ছিলেন ৪১৫ জন।

বাগেরহাটে শনাক্ত ৪২

করোনাভাইরাসে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন সংক্রমিত হয়েছেন। গত বুধবার সারাদিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন পজিটিভ হন। যার শতকরা হার ৩৪.৪২%। এদিকে গত এক সপ্তাহ ধরে বাগেরহাট জেলায় করোনা সংক্রমিত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কঠোরবিধি নিষেধ জারি করেছে। যা চলবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

হরিরামপুরে শনাক্ত ২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্রে জানা যায়, ৫ জন করোনা উপসর্গ নিয়ে টেস্ট করান, বুধবার (২৩ জুন) সন্ধ্যায় প্রাপ্ত ফলাফলে নতুন করে ২ জন শনাক্ত হয়েছে। উপজেলায় মোট ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। মোট ১৫৩ জন সুস্থ ও হয়েছেন। এছাড়া, শনাক্তদের মধ্যে ৬ জন বাড়িতে থেকে এবং ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার, ২৫ জুন ২০২১ , ১১ আষাঢ় ১৪২৮ ১৩ জিলকদ ১৪৪২

দেশজুড়ে করোনা আতঙ্ক : ঢিলেঢালা স্বাস্থ্যবিধি

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা), জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি, প্রতিনিধি, ডোমার (নীলফামারী), জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ, প্রতিনিধি, বাগেরহাট, হরিরামপুর (মানিকগঞ্জ)

সিরাজগঞ্জে মৃত্যু ১, শনাক্ত ৪৯

সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় জনমনে আতস্ক দেখা দিয়েছে। গতকাল সকালে করোনা আক্রান্ত এক ব্যক্তি বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। থার নাম বলরাম সাহা (৮০ )। তিনি জেলার শাহজাদপুর উপজেলার শাহপাড়া গ্রামের প্রয়াত মতিলাল সাহার ছেলে।

গতকাল জেলা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ২১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা ধরা পরে । এ নিয়ে জেলায় ৪১৪১ জনের নমুনা সংগ্রহ করে মোট ১১৬ জনের করোনা শনাক্ত করা হয়।

ময়মনসিংহে মৃত্যু ১, শনাক্ত ৫৭

করোনায় ময়মনসিংহে আরও একজনের মৃত্যু। ময়মনসিংহে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রশসানের তৎপরতাও কমে গেছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানান য়ায়, বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া পিসিআর ল্যাবে ৪৮৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫৭ জন আক্রান্ত হয়েছে। গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় গফরগাঁও উপজেলার একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৮৩ জন।

ঈশ্বরদীতে শনাক্ত ১৭৩

ঈশ্বরদী ২১ জুন থেকে ২৩ জুন পর্যন্ত তিনদিনে ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিষয়টি নিশ্চিত করেছে। ২৩ জুন ঈশ্বরদীতে ৫৪৪ জনের করোনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ এ আসমা খান জানান, ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সরকারি ল্যাবে ১১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ২২ জুন ঈশ্বরদীতে ৫৫ জন করোনায় আক্রান্ত হয়। ওই দিন ৬১৫ জনের করোনা পরীক্ষা করে ৫৫ জনের পজিটিভ ফলাফল এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সরকারি ল্যাবে পরীক্ষায় ১১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার মাধ্যমে আরও ৪৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

২১ জুন ঈশ্বরদীতে ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬০৯ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের ফলাফল পজিটিভ এসেছে।

২৪ ঘণ্টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করে সরকারি ল্যাবে পরীক্ষায় ৩০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার মাধ্যমে আরো ৪১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় করোনায় আক্রান্তরা বেশিরভাগই রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র প্রকল্প ও ইপিজেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

ঝালকাঠিতে শনাক্ত ১১

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় গত বুধবার করোনাভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগ ৬৪৫৯ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৪৭৬ জনের পজিটিভ ও ৪৪৪৬ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৪ জনের মৃত্যু হয়েছে ও ১৩১৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ১১৪ জন হোম ও ৩ জন হাসপাতাল আইসোলেশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন।

ডোমারে শনাক্ত ৮

নীলফামারীর ডোমারে একদিনে ৮ জনের শরীরে করোনা শনাক্ত। তারা হচ্ছেন-বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবশ গ্রামের গোপাল রায়, কল্যান রায়, বোড়াগাড়ী বাজারস্থ সুকুমার, মেডিকেল পাড়ার মালেক, হলদিয়াবন এলাকার মোজাম্মেল ও তার স্ত্রী এবং গোমনাতি ইউনিয়নের আব্দুস সাত্তার, খালেদা। গত বুধবার (২৩জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রায়হান বারী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জে শনাক্ত ৪৭

কিশোরগঞ্জে গত বুধবার নতুন ৪৭ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বুধবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৬১টি নমুনা পরীক্ষায় নতুন ৪৪টি এবং পুরনো রোগীদের ১৫টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবের পরীক্ষায় ৬১টি নমুনাই পজিটিভ হয়েছে। অন্যদিকে জেলা শহরের জেনারেল হাসপাতাল এবং পাকুন্দিয়া, ভৈরব ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৭টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় নতুন ৩টি ও পুরনো রোগীদের ২টি নমুনা পজিটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩৪ জন, পাকুন্দিয়া ও ইটনায় ৩ জন করে, তাড়াইল, কটিয়াদী ও ভৈরবে ২ জন করে, আর হোসেনপুরে একজন ছিলেন ৪১৫ জন।

বাগেরহাটে শনাক্ত ৪২

করোনাভাইরাসে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন সংক্রমিত হয়েছেন। গত বুধবার সারাদিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন পজিটিভ হন। যার শতকরা হার ৩৪.৪২%। এদিকে গত এক সপ্তাহ ধরে বাগেরহাট জেলায় করোনা সংক্রমিত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কঠোরবিধি নিষেধ জারি করেছে। যা চলবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

হরিরামপুরে শনাক্ত ২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্রে জানা যায়, ৫ জন করোনা উপসর্গ নিয়ে টেস্ট করান, বুধবার (২৩ জুন) সন্ধ্যায় প্রাপ্ত ফলাফলে নতুন করে ২ জন শনাক্ত হয়েছে। উপজেলায় মোট ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। মোট ১৫৩ জন সুস্থ ও হয়েছেন। এছাড়া, শনাক্তদের মধ্যে ৬ জন বাড়িতে থেকে এবং ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।