সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিন খরচ সরকার থেকে দেয়া হচ্ছে

সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মী যারা দেশে আসার পর আবার কাজে ফিরে যাচ্ছেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন খরচের একটা অংশ ২৫০০০ টাকা করে দেয়া শুরু হয়েছে। তবে কিছু রিক্রটিং এজেন্সি এই টাকার জন্য আবেদন করেছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের দৃর্ষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কোন রিক্রুটিং এজেন্সিকে এই টাকা দেয়া হচ্ছে না। শুধু সৌদি আরবে কোয়ারেন্টিনে থাকা প্রবাসী ব্যক্তির ব্যাংক একাউন্ট যাচাই করে ২৫০০০ টাকা করে দেয়া হচ্ছে। বিদেশ থেকে যারা দেশে আসে তাদের জন্য কুইক রেসপন্স টিম করতে যাচ্ছি। প্রবাস থেকে আসা নির্যাতিতা মহিলাদের সহযোগিতা করা হবে।’ জানান মন্ত্রী ইমরান আহমেদ।

গতকাল সৌদি আরবে হোটেল কোয়ারেন্টিন থাকা প্রবাসীকর্মীদের বেশ কয়েকজন স্বজনদের মাঝে ২৫০০০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

প্রবাসী কর্মীদের টিকা দেয়া প্রসঙ্গে মন্ত্রী জানান, টিকার সংকট রয়েছে। তবে তারা চেষ্টা করছেন প্রবাসী কর্মীদের টিকা দেয়ার। সৌদিতেও টিকা নিয়ে সমস্যা আছে। ভ্যাকসিন নিয়ে আর্ন্তজাতিক রাজনীতি চলছে।

কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিদেশগামী যাত্রীরা ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসছেন টিকা নেয়ার জন্য। এ বিষয়ে অনুষ্ঠানে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার এই ধরনের কোন বিজ্ঞপ্তি দেয়নি। বি’বাড়িয়ার সিভিল সার্জন কিভাবে এ ধরনের বিজ্ঞপ্তি দিল। এটা আশ্চর্যজন ব্যাপার। যারা লকডাউনের মধ্যে ঢাকায় এসেছে উনারা তো এখানে আসার কথা নয়। এজন্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের দায়ভার নিতে হবে।

মন্ত্রী জানান, প্রবাসীদের কল্যাণে ৭০০ কোটি টাকা ঋণ বিতরণের কাজ চলছে। শীঘ্রই ২০০ কোটি টাকা বিতরণ হয়ে যাবে।

দেশে ফেরার পর প্রবাসীদের আর্থিকভাবে সাবলম্বী করতে এজন্য বর্তমান সরকার এ টাকা দিচ্ছে বলে জানান তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. মুনিরুছ সালেহীন।

image

প্রবাসী কল্যাণ ভবনে গতকাল প্রবাসীদের কোয়ারেন্টিনের আর্থিক সহায়তা চেক বিতরণ করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী -সংবাদ

আরও খবর
নতুন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিনের দায়িত্ব গ্রহণ
রুট পারমিট নেই, চলছে বাস, ১ জুলাই থেকে অভিযান চলবে
ঢাকা বিশ্ববিদ্যালয় বাজেট ঘোষণা এক দশকে সর্বনিম্ন
অধ্যাপক সেলিমের বিপুল সম্পদের উৎসের তদন্তে দুদক
দেশে-বিদেশে সরকারের প্রশংসায় বিএনপি কষ্ট পায় : কাদের
পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী
অপারেশন অর্ধেক করে প্রসূতি ফেলে চলে গেল চিকিৎসক
ঢাকার চারপাশে হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্টে তল্লাশি
আত্মসমর্পণের পর কারাগারে স্বপন
নারী ও শিশু পাচারে জড়িতরা ছাড় পাবে না
হেফাজতের তা-বে গ্রেপ্তার মুফতি বশিরউল্লাহর স্বীকারোক্তি

শুক্রবার, ২৫ জুন ২০২১ , ১১ আষাঢ় ১৪২৮ ১৩ জিলকদ ১৪৪২

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিন খরচ সরকার থেকে দেয়া হচ্ছে

নিজস্ব বার্তা পরিবেশক |

image

প্রবাসী কল্যাণ ভবনে গতকাল প্রবাসীদের কোয়ারেন্টিনের আর্থিক সহায়তা চেক বিতরণ করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী -সংবাদ

সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মী যারা দেশে আসার পর আবার কাজে ফিরে যাচ্ছেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন খরচের একটা অংশ ২৫০০০ টাকা করে দেয়া শুরু হয়েছে। তবে কিছু রিক্রটিং এজেন্সি এই টাকার জন্য আবেদন করেছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের দৃর্ষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কোন রিক্রুটিং এজেন্সিকে এই টাকা দেয়া হচ্ছে না। শুধু সৌদি আরবে কোয়ারেন্টিনে থাকা প্রবাসী ব্যক্তির ব্যাংক একাউন্ট যাচাই করে ২৫০০০ টাকা করে দেয়া হচ্ছে। বিদেশ থেকে যারা দেশে আসে তাদের জন্য কুইক রেসপন্স টিম করতে যাচ্ছি। প্রবাস থেকে আসা নির্যাতিতা মহিলাদের সহযোগিতা করা হবে।’ জানান মন্ত্রী ইমরান আহমেদ।

গতকাল সৌদি আরবে হোটেল কোয়ারেন্টিন থাকা প্রবাসীকর্মীদের বেশ কয়েকজন স্বজনদের মাঝে ২৫০০০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

প্রবাসী কর্মীদের টিকা দেয়া প্রসঙ্গে মন্ত্রী জানান, টিকার সংকট রয়েছে। তবে তারা চেষ্টা করছেন প্রবাসী কর্মীদের টিকা দেয়ার। সৌদিতেও টিকা নিয়ে সমস্যা আছে। ভ্যাকসিন নিয়ে আর্ন্তজাতিক রাজনীতি চলছে।

কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিদেশগামী যাত্রীরা ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসছেন টিকা নেয়ার জন্য। এ বিষয়ে অনুষ্ঠানে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার এই ধরনের কোন বিজ্ঞপ্তি দেয়নি। বি’বাড়িয়ার সিভিল সার্জন কিভাবে এ ধরনের বিজ্ঞপ্তি দিল। এটা আশ্চর্যজন ব্যাপার। যারা লকডাউনের মধ্যে ঢাকায় এসেছে উনারা তো এখানে আসার কথা নয়। এজন্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের দায়ভার নিতে হবে।

মন্ত্রী জানান, প্রবাসীদের কল্যাণে ৭০০ কোটি টাকা ঋণ বিতরণের কাজ চলছে। শীঘ্রই ২০০ কোটি টাকা বিতরণ হয়ে যাবে।

দেশে ফেরার পর প্রবাসীদের আর্থিকভাবে সাবলম্বী করতে এজন্য বর্তমান সরকার এ টাকা দিচ্ছে বলে জানান তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ড. মুনিরুছ সালেহীন।