আলীয়াবাদ-রেজতপুর সেতু যেন মরণ ফাঁদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলীয়াবাদ-রেজতপুর-গোপালপুর-শাহবাজপুর-নাছিরাবাদ রাস্তার রেজতপুর গ্রামের সংযোগ সেতুটি ভেঙ্গে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ভাঙ্গা সেতু দিয়ে আলীয়াবাদ, রেজেতপুর, গোপালপুর, শ্রীরামপুর, সাহেবনগর, সাদেকপুর, আইতলা, নাছিরাবাদ, শাহবাজপুর, মানিকনগরসহ ১১টি গ্রামের জনসাধারণ চলাচল করে। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি সংস্কার বা মেরামতের জন্য কর্তৃপক্ষের উদ্যোগ নেই। রেজতপুর গ্রামের বাসিন্দারা বলেন, ‘সেতুটি দিয়ে প্রতিদিন শত শত অটোরিক্সা সিএনজি পাওয়ার টিলার, ভ্যানসহ হাজার হাজার মানুষ চলাচল করছে, ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় যাত্রীরা আতঙ্কে ব্রিজটি অতিক্রম করতে হচ্ছে বিশেষ করে শিশু-কিশোরদের। তারা আসা-যাওয়ার পথে ব্রিজের ভাঙ্গা অংশের ওপর দাঁড়িয়ে থাকে। গাড়ি চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে। কয়েকদিন আগে ব্রিজের ভাঙ্গা অংশ থেকে পরে গিয়ে দুজন পথচারী আহত হয়। দুঃখের বিষয় বেশ কিছুদিন ধরে এটি ভাঙ্গা অবস্থায় রয়েছে। অথচ এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃশ্যমান কোন উদ্যোগ নেই।

image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : আলীয়াবাদ-নাছিরাবাদ রাস্তার রেজতপুর এলাকার ভাঙা সেতু -সংবাদ

আরও খবর
ট্যাংক স্থাপন হলেও নিবন্ধন সংকটে অক্সিজেন বঞ্চিত রোগী
পাঁচ জেলায় করোনায় মৃত্যু ১৮ শনাক্ত ২৯৩
রাজশাহীতে ৩০ স্থানে বসছে করোনা প্রতিরোধক বুথ
করোনায় ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ মালিক-শ্রমিকদের সহায়তা প্রদান
রাজশাহীতে প্রতিদিন লাগছে ৮ হাজার লিটার অক্সিজেন
পদ্মায় চীনা প্রকৌশলী ৪ দিন ধরে নিখোঁজ
গোয়ালন্দে বিদ্যুতে গৃহবধূর মৃত্যু
জাজিরায় প্রতিবন্ধী ধর্ষিত গ্রেপ্তার ১
দুপচাঁচিয়ায় ডুবে শিশুর মৃত্যু
ডাক্তারসহ জনবল সংকটে সেবাবঞ্চিত রোগীরা
নিম্নমানের ইটে ওয়াশ প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন প্রকৌশলী
বাড়িতে ঠাঁই না পেয়ে স্ত্রীসহ আমবাগানে করোনা রোগী

রবিবার, ২৭ জুন ২০২১ , ১৩ আষাঢ় ১৪২৮ ১৫ জিলক্বদ ১৪৪২

আলীয়াবাদ-রেজতপুর সেতু যেন মরণ ফাঁদ

প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : আলীয়াবাদ-নাছিরাবাদ রাস্তার রেজতপুর এলাকার ভাঙা সেতু -সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলীয়াবাদ-রেজতপুর-গোপালপুর-শাহবাজপুর-নাছিরাবাদ রাস্তার রেজতপুর গ্রামের সংযোগ সেতুটি ভেঙ্গে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ভাঙ্গা সেতু দিয়ে আলীয়াবাদ, রেজেতপুর, গোপালপুর, শ্রীরামপুর, সাহেবনগর, সাদেকপুর, আইতলা, নাছিরাবাদ, শাহবাজপুর, মানিকনগরসহ ১১টি গ্রামের জনসাধারণ চলাচল করে। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি সংস্কার বা মেরামতের জন্য কর্তৃপক্ষের উদ্যোগ নেই। রেজতপুর গ্রামের বাসিন্দারা বলেন, ‘সেতুটি দিয়ে প্রতিদিন শত শত অটোরিক্সা সিএনজি পাওয়ার টিলার, ভ্যানসহ হাজার হাজার মানুষ চলাচল করছে, ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় যাত্রীরা আতঙ্কে ব্রিজটি অতিক্রম করতে হচ্ছে বিশেষ করে শিশু-কিশোরদের। তারা আসা-যাওয়ার পথে ব্রিজের ভাঙ্গা অংশের ওপর দাঁড়িয়ে থাকে। গাড়ি চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে। কয়েকদিন আগে ব্রিজের ভাঙ্গা অংশ থেকে পরে গিয়ে দুজন পথচারী আহত হয়। দুঃখের বিষয় বেশ কিছুদিন ধরে এটি ভাঙ্গা অবস্থায় রয়েছে। অথচ এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃশ্যমান কোন উদ্যোগ নেই।