বাজারে ই-সফটের মেম্বারস ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘ইন্সট্রাই’

মেম্বারভিত্তিক অর্গানাইজেশন যেমন প্রফেশনাল এসোসিয়েশন, ট্রেড বডি, চ্যারিটি অর্গানাইজেশন, এডুকেশনাল সেন্টার, ক্লাব, ওয়েলনেস এন্ড বিউটি সেন্টার, স্পোর্টস লিগ, জিম অ্যান্ড ফিটনেস সেন্টার ইত্যাদি অর্গানাইজেশনকে সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালনা করার জন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ই-সফট বাজারে এনেছে মেম্বারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার “ইন্সট্রাই”। এই সফটওয়্যারটির ফিচারগুলোর মধ্যে অন্যতম অলাইন মেম্বার রেজিস্ট্রেশন, অনলাইন মেম্বারস ফি কালেকশন, মেম্বার ড্যাশ বোর্ড, সেমিনার অর্গানাইজড, অটো সার্টিফিকেট জেনারেট, পেমেন্ট সিস্টেম, অটো ইনভয়েস, ডাটা এনালাইটিক্স ইত্যাদি। একইসঙ্গে এই সফটওয়্যার এ ব্যবহার করা হয়েছে মেশিন লার্নিং সিস্টেম যার মাধ্যমে ব্যবহারকারী প্রতিষ্ঠান যাবতীয় রিপোর্ট ও এনালাইটিক্যাল ডাটা খুব সহজেই পেয়ে যাবে। বর্তমানে ইন্সট্রাই সফটওয়্যারটি ভার্শন ১.০ আছে এবং সফটওয়্যারটি যেকেউ চাইলে অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল অ্যাপস হিসেবেও ব্যবহার করতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ২৭ জুন ২০২১ , ১৩ আষাঢ় ১৪২৮ ১৫ জিলক্বদ ১৪৪২

বাজারে ই-সফটের মেম্বারস ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘ইন্সট্রাই’

image

মেম্বারভিত্তিক অর্গানাইজেশন যেমন প্রফেশনাল এসোসিয়েশন, ট্রেড বডি, চ্যারিটি অর্গানাইজেশন, এডুকেশনাল সেন্টার, ক্লাব, ওয়েলনেস এন্ড বিউটি সেন্টার, স্পোর্টস লিগ, জিম অ্যান্ড ফিটনেস সেন্টার ইত্যাদি অর্গানাইজেশনকে সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালনা করার জন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ই-সফট বাজারে এনেছে মেম্বারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার “ইন্সট্রাই”। এই সফটওয়্যারটির ফিচারগুলোর মধ্যে অন্যতম অলাইন মেম্বার রেজিস্ট্রেশন, অনলাইন মেম্বারস ফি কালেকশন, মেম্বার ড্যাশ বোর্ড, সেমিনার অর্গানাইজড, অটো সার্টিফিকেট জেনারেট, পেমেন্ট সিস্টেম, অটো ইনভয়েস, ডাটা এনালাইটিক্স ইত্যাদি। একইসঙ্গে এই সফটওয়্যার এ ব্যবহার করা হয়েছে মেশিন লার্নিং সিস্টেম যার মাধ্যমে ব্যবহারকারী প্রতিষ্ঠান যাবতীয় রিপোর্ট ও এনালাইটিক্যাল ডাটা খুব সহজেই পেয়ে যাবে। বর্তমানে ইন্সট্রাই সফটওয়্যারটি ভার্শন ১.০ আছে এবং সফটওয়্যারটি যেকেউ চাইলে অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল অ্যাপস হিসেবেও ব্যবহার করতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তি।