সূচক বাড়লেও কমেছে লেনদেন

সর্বাত্মক লকডাউন আতঙ্কে আগের দিন ব্যাপক পতন হলেও সোমবার (২৮ জুন) উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে চারশত কোটি টাকা কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬.৬৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ২৯৪.৮০ পয়েন্টে এবং দুই হাজার ১৭৬.৬৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার যা আগের দিন থেকে ৪১১ কোটি ৬৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩১টির বা ৬২.১০ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৮টির বা ২৯.০৩ শতাংশের এবং ৩৩টির বা ৮.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৩৯.৭৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টির দর বেড়েছে, কমেছে ১০৮টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানির ১০৫ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ৩৭০টি শেয়ার ৯৮ বার হাত বদলের মাধ্যমে ১০৫ কোটি ৭৯ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৮ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ৬ লাখ ১০ হাজার টাকার জেনেক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ১৮ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৩ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ১ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১ লাখ ১১ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২ কোটি ৪৫ লাখ ৮ হাজার টাকার, বিকন ফার্মার ৮ লাখ ৮৯ হাজার টাকার, বেক্সিমকোর ৩৫ লাখ ৭৯ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৪ লাখ ১৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৭ লাখ ৪০ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৬ লাখ ৩০ হাজার টাকার, দেশ গার্মেন্টসের ২৫ লাখ ৯৫ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ৭ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৯৫ লাখ টাকার, এস্কয়ার নিটের ৩০ লাখ ১৭ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ২৮ লাখ ৭৩ হাজার টাকার, গ্রামীণফোনের ১৯ লাখ ৯ হাজার টাকার, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৬২ হাজার টাকার, আইসিবির ৭১ লাখ ১৫ হাজার টাকার, আইএফআইসির ১৬ লাখ ১৬ হাজার টাকার, ইনডেক্স অ্যাগ্রোর ২৭ লাখ ১৩ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ২০ লাখ ৪৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩১ লাখ ৬৫ হাজার টাকার, ম্যারিকোর ১৭ লাখ ৬০ হাজার টাকার, মেট্রো স্পিংয়ের ৫ লাখ ৭ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ৮ লাখ ৬৩ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৫১ লাখ ১০ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৫ লাখ ৩৯ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৯ লাখ ৪৭ হাজার টাকার, আরএকে সিরামিকের ৬ লাখ ৬ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৭ লাখ ৭৫ হাজার টাকার, রূপালী লাইফের ৫ লাখ ৭৬ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২৫ লাখ ২০ হাজার টাকার, সী পার্লের ১২ লাখ ১৮ হাজার টাকার, সিলকো ফার্মার ২ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৬০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার টাকার এবং তাওফিকা ফুডের ৫ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৬২.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন সোনালী পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত রোববার লেনদেন শেষে সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৭.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১৭.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৯.৭০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী পেপার ডিএসইর টপটের গেইনার তালিকায় শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৭৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.৬৮ শতাংশ, এটলাস বাংলাদেশের ৯.৫৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.১৬ শতাংশ, ন্যাশনাল টি’র ৮.৬৫ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ৮.৫৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৮টির বা ২৯.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সাফকো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত রোববার লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৮.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাফকো স্পিনিং ডিএসইর টপটের লুজার তালিকায় শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইলের ৮.৫৭ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৭.৮০ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৬.৯২ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৬.৩২ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৬.২৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.২০ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.৯৪ শতাংশ, আর্গন ডেনিমসের ৪.৯৪ শতাংশ এবং ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর ৪.৯২ শতাংশ কমেছে।

মঙ্গলবার, ২৯ জুন ২০২১ , ১৫ আষাঢ় ১৪২৮ ১৭ জিলক্বদ ১৪৪২

সূচক বাড়লেও কমেছে লেনদেন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

সর্বাত্মক লকডাউন আতঙ্কে আগের দিন ব্যাপক পতন হলেও সোমবার (২৮ জুন) উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে চারশত কোটি টাকা কমেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬.৬৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ২৯৪.৮০ পয়েন্টে এবং দুই হাজার ১৭৬.৬৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার যা আগের দিন থেকে ৪১১ কোটি ৬৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩১টির বা ৬২.১০ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৮টির বা ২৯.০৩ শতাংশের এবং ৩৩টির বা ৮.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৩৯.৭৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টির দর বেড়েছে, কমেছে ১০৮টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানির ১০৫ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ৩৭০টি শেয়ার ৯৮ বার হাত বদলের মাধ্যমে ১০৫ কোটি ৭৯ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৮ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ৬ লাখ ১০ হাজার টাকার জেনেক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ১৮ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৩ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ১ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১ লাখ ১১ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২ কোটি ৪৫ লাখ ৮ হাজার টাকার, বিকন ফার্মার ৮ লাখ ৮৯ হাজার টাকার, বেক্সিমকোর ৩৫ লাখ ৭৯ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৪ লাখ ১৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৭ লাখ ৪০ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৬ লাখ ৩০ হাজার টাকার, দেশ গার্মেন্টসের ২৫ লাখ ৯৫ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ৭ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৯৫ লাখ টাকার, এস্কয়ার নিটের ৩০ লাখ ১৭ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ২৮ লাখ ৭৩ হাজার টাকার, গ্রামীণফোনের ১৯ লাখ ৯ হাজার টাকার, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৬২ হাজার টাকার, আইসিবির ৭১ লাখ ১৫ হাজার টাকার, আইএফআইসির ১৬ লাখ ১৬ হাজার টাকার, ইনডেক্স অ্যাগ্রোর ২৭ লাখ ১৩ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ২০ লাখ ৪৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩১ লাখ ৬৫ হাজার টাকার, ম্যারিকোর ১৭ লাখ ৬০ হাজার টাকার, মেট্রো স্পিংয়ের ৫ লাখ ৭ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ৮ লাখ ৬৩ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৫১ লাখ ১০ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৫ লাখ ৩৯ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৯ লাখ ৪৭ হাজার টাকার, আরএকে সিরামিকের ৬ লাখ ৬ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ৭ লাখ ৭৫ হাজার টাকার, রূপালী লাইফের ৫ লাখ ৭৬ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২৫ লাখ ২০ হাজার টাকার, সী পার্লের ১২ লাখ ১৮ হাজার টাকার, সিলকো ফার্মার ২ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৬০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার টাকার এবং তাওফিকা ফুডের ৫ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৬২.১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন সোনালী পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত রোববার লেনদেন শেষে সোনালী পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৭.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১৭.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৯.৭০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী পেপার ডিএসইর টপটের গেইনার তালিকায় শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৭৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.৬৮ শতাংশ, এটলাস বাংলাদেশের ৯.৫৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.১৬ শতাংশ, ন্যাশনাল টি’র ৮.৬৫ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ৮.৫৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৮টির বা ২৯.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সাফকো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। গত রোববার লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৮.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাফকো স্পিনিং ডিএসইর টপটের লুজার তালিকায় শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইলের ৮.৫৭ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৭.৮০ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৬.৯২ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৬.৩২ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৬.২৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.২০ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.৯৪ শতাংশ, আর্গন ডেনিমসের ৪.৯৪ শতাংশ এবং ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর ৪.৯২ শতাংশ কমেছে।