শ্রমিক কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা দিল বিএসআরএম ও ইডটকো

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের পাঁচ কোটি ১১ লাখ টাকা প্রদান করেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও মোবাইল অবকাঠামো নির্মাণ কোম্পানি ইডটকো বাংলাদেশ।

গত সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে বিএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত ও ইডটকোর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন নিজ নিজ কোম্পানির পক্ষে মোট পাঁচ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৭২১ টাকার চেক হস্তান্তর করেন।

বিএসআরএম তাদের ২০১৯-২০২০ অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ তিন কোটি পাঁচ লাখ ৯৬ হাজার ১৭৪ টাকা ও ইডটকো তাদের গত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ দুই কোটি চার লাখ ৬৭ হাজার ৫৪৭ টাকার চেক প্রদান করেছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি ও বহুজাতিক মিলে দুই শতাধিক কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। তহবিলে এ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৫৫৭ কোটি টাকা।

অন্যদিকে এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় ১৪ হাজার শ্রমিককে প্রায় ৫০ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

image
আরও খবর
সূচক বাড়লেও কমেছে লেনদেন
রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার
বিশ্বব্যাংকের ২৫৫০ কোটি টাকা ঋণ
রাইস ওয়াটার হাউজ কুপার্সকে পরামর্শক নিয়োগ দিল বেজা
দেশের ৩০টি স্থানে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৩৪৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
নগদের অনুমোদনের মেয়াদ তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
ঋণের তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
৭.৫% নগদ লভ্যাংশ এবং ২.৫% স্টক ডিভিডেন্ড ঘোষণা
ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ককে পূবালী ব্যাংকের অ্যাম্বুলেন্স উপহার
চট্টগ্রামে ‘মিঠাই’র ১০ বিক্রয় কেন্দ্র চালু
বিসিআইসি’র চেয়ারম্যান পদে শাহ্ মো. ইমদাদুল হকের যোগদান

বুধবার, ৩০ জুন ২০২১ , ১৬ আষাঢ় ১৪২৮ ১৮ জিলক্বদ ১৪৪২

শ্রমিক কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা দিল বিএসআরএম ও ইডটকো

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের পাঁচ কোটি ১১ লাখ টাকা প্রদান করেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও মোবাইল অবকাঠামো নির্মাণ কোম্পানি ইডটকো বাংলাদেশ।

গত সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে বিএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত ও ইডটকোর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন নিজ নিজ কোম্পানির পক্ষে মোট পাঁচ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৭২১ টাকার চেক হস্তান্তর করেন।

বিএসআরএম তাদের ২০১৯-২০২০ অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ তিন কোটি পাঁচ লাখ ৯৬ হাজার ১৭৪ টাকা ও ইডটকো তাদের গত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ দুই কোটি চার লাখ ৬৭ হাজার ৫৪৭ টাকার চেক প্রদান করেছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি ও বহুজাতিক মিলে দুই শতাধিক কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ প্রদান করছে। তহবিলে এ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৫৫৭ কোটি টাকা।

অন্যদিকে এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় ১৪ হাজার শ্রমিককে প্রায় ৫০ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।