বাজেট পাস আজ

কার্যকর কাল থেকে

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ বুধবার জাতীয় সংসদে পাস হবে। বাজেট পাসের পর আজই রাষ্ট্রপতি তাতে সম্মতি দেবেন। আগামীকাল ১ জুলাই নতুন অর্থবছর থেকে তা বাস্তবায়ন ?শুরু হবে।

গত ৩ জুন একাদশ জাতীয় সংসদে চলমান ত্রয়োদশ অধিবেশনে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন।

আজ সংসদে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবির বিপরীতে বিভিন্ন আসনের সংসদ সদস্যের ছাঁটাই প্রস্তাব নিষ্পত্তির পর ‘নির্দিষ্টকরণ বিল ২০২১’ পাসের মধ্য দিয়ে নতুন অর্থবছরের বাজেট পাস হবে।

বুধবার, ৩০ জুন ২০২১ , ১৬ আষাঢ় ১৪২৮ ১৮ জিলক্বদ ১৪৪২

বাজেট পাস আজ

কার্যকর কাল থেকে

নিজস্ব বার্তা পরিবেশক |

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ বুধবার জাতীয় সংসদে পাস হবে। বাজেট পাসের পর আজই রাষ্ট্রপতি তাতে সম্মতি দেবেন। আগামীকাল ১ জুলাই নতুন অর্থবছর থেকে তা বাস্তবায়ন ?শুরু হবে।

গত ৩ জুন একাদশ জাতীয় সংসদে চলমান ত্রয়োদশ অধিবেশনে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন।

আজ সংসদে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবির বিপরীতে বিভিন্ন আসনের সংসদ সদস্যের ছাঁটাই প্রস্তাব নিষ্পত্তির পর ‘নির্দিষ্টকরণ বিল ২০২১’ পাসের মধ্য দিয়ে নতুন অর্থবছরের বাজেট পাস হবে।