অনুপ্রবেশকালে তামাবিল সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, তামাবিল স্থলবন্দরের পিছনের ১২৭৫/৬ঝ সাব পিলারের পাশ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল বিওপির নায়েক সুবেদার মো. সুরুজ আলীর নেতৃত্বে একদল বিজিবি তামাবিল স্থলবন্দরের পেছনে অবস্থান নেয়।

গত সোমবার রাত ১০টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে ওই নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে প্রবেশকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি জোয়ানরা ওই নাইজেরিয়ান নাগরিককে ধাওয়া করে আটক করে। ধৃত নাইজেরিয়ান নাগরিকের নাম অনিবুচুকভু স্টেনলি ইগভু (৩২)। পাসপোর্ট নম্বর-অ১০৩৪২৮৫৫। পরে বিজিবি রাত ১টায় নাইজেরিয়ান নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা তামাবিল সীমান্তে ওই নাইজেরিয়ান নাগরিককে আটক করে রাত ১টায় গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

বুধবার, ৩০ জুন ২০২১ , ১৬ আষাঢ় ১৪২৮ ১৮ জিলক্বদ ১৪৪২

অনুপ্রবেশকালে তামাবিল সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

সানী আহমদ, গোয়াইনঘাট (সিলেট)

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, তামাবিল স্থলবন্দরের পিছনের ১২৭৫/৬ঝ সাব পিলারের পাশ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল বিওপির নায়েক সুবেদার মো. সুরুজ আলীর নেতৃত্বে একদল বিজিবি তামাবিল স্থলবন্দরের পেছনে অবস্থান নেয়।

গত সোমবার রাত ১০টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে ওই নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে প্রবেশকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি জোয়ানরা ওই নাইজেরিয়ান নাগরিককে ধাওয়া করে আটক করে। ধৃত নাইজেরিয়ান নাগরিকের নাম অনিবুচুকভু স্টেনলি ইগভু (৩২)। পাসপোর্ট নম্বর-অ১০৩৪২৮৫৫। পরে বিজিবি রাত ১টায় নাইজেরিয়ান নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা তামাবিল সীমান্তে ওই নাইজেরিয়ান নাগরিককে আটক করে রাত ১টায় গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।