ত্রাণ চাই না, বাঁধ চাই

প্রতি বছর ঝড়-জলোচ্ছ্বাস-বন্যায় সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয় উপকূলীয় অঞ্চলগুলো। কোন প্রাকৃতিক দুর্যোগ হলে অল্পকিছু ত্রাণ দিয়ে লোক দেখানো সাহায্য করা হয়। এভাবেই চলছে বছরের পর বছর। অথচ স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করলে প্রতি বছর ত্রাণ দিতে হয় না। তাছাড়া উপকূলবাসীরাও ত্রাণ চায় না, টেকসই বাঁধ চায়।

উপকূলীয় নদ-নদীর ভাঙনপ্রবণ অঞ্চল চিহ্নিত করে বাঁধ নির্মাণ এবং পুরনো বাঁধ সংস্কার করা জরুরি। ক্ষেত্রবিশেষে ছয় থেকে সর্বোচ্চ ১০ মিটার পর্যন্ত বাঁধ উঁচু করতে হবে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিমাপ করা হলেও এখন জলবায়ু পরিবর্তনের কারণে নদীর গতিপ্রকৃতি, ঝড়-জলোচ্ছ্বাসের প্রকৃতিও পরিবর্তিত হচ্ছে। এসব বিষয় বিবেচনায় রেখে উপকূলীয় অঞ্চল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কারে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংরক্ষিত ও সমৃদ্ধ উপকূল গড়ে উঠলে মানুষের জীবনমানের উন্নতি হবে।

শাকিবুল হাসান

বুধবার, ৩০ জুন ২০২১ , ১৬ আষাঢ় ১৪২৮ ১৮ জিলক্বদ ১৪৪২

ত্রাণ চাই না, বাঁধ চাই

image

প্রতি বছর ঝড়-জলোচ্ছ্বাস-বন্যায় সবচেয়ে ক্ষতির সম্মুখীন হয় উপকূলীয় অঞ্চলগুলো। কোন প্রাকৃতিক দুর্যোগ হলে অল্পকিছু ত্রাণ দিয়ে লোক দেখানো সাহায্য করা হয়। এভাবেই চলছে বছরের পর বছর। অথচ স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করলে প্রতি বছর ত্রাণ দিতে হয় না। তাছাড়া উপকূলবাসীরাও ত্রাণ চায় না, টেকসই বাঁধ চায়।

উপকূলীয় নদ-নদীর ভাঙনপ্রবণ অঞ্চল চিহ্নিত করে বাঁধ নির্মাণ এবং পুরনো বাঁধ সংস্কার করা জরুরি। ক্ষেত্রবিশেষে ছয় থেকে সর্বোচ্চ ১০ মিটার পর্যন্ত বাঁধ উঁচু করতে হবে।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিমাপ করা হলেও এখন জলবায়ু পরিবর্তনের কারণে নদীর গতিপ্রকৃতি, ঝড়-জলোচ্ছ্বাসের প্রকৃতিও পরিবর্তিত হচ্ছে। এসব বিষয় বিবেচনায় রেখে উপকূলীয় অঞ্চল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কারে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংরক্ষিত ও সমৃদ্ধ উপকূল গড়ে উঠলে মানুষের জীবনমানের উন্নতি হবে।

শাকিবুল হাসান