মহামারীতেও আইপিডিসির ঈর্ষণীয় সাফল্য

করোনা মহামারীর মধ্যেও ২০২১-এর প্রথম প্রান্তিক পর্যন্ত আইপিডিসির কাস্টমার ডিপোজিট গত পাঁচ বছরে ৯.২ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মমিনুল ইসলাম। তিনি বলেন, এই বৃদ্ধির অন্যতম কারণ হলো প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্ভাবনী ডিপোজিট ক্যাম্পেইন।

সম্প্রতি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রথম প্রান্তিকের আর্থিক চিত্রের উল্লেখযোগ্য অংশ প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত ‘ইনভেস্টরস মিট’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ভবিষ্যৎ কাজের মানদ- নির্ধারণ এবং আগামীর প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে আয়োজিত অধিবেশনে বিনিয়োগকারী, সাংবাদিক, দেশ-বিদেশের শিল্প বিশেষজ্ঞরা অংশ নেন।

এ সময় মমিনুল ইসলাম বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকের আয় ২০১৬ সালের একই সময়ের তুলনায় ৬.৪ গুণ বৃদ্ধি পেয়েছে এবং এর শ্রেণীকৃত ঋণের অনুপাত রয়েছে দশমিক ৯৫ শতাংশ, যা তালিকাভুক্ত ডাইভারসিফাইড এনবিএফআইগুলোর মধ্যে এই খাতে এখনও সর্বনিম্ন। তিনি বলেন, মহামারীর দ্বিতীয় ওয়েভ সত্ত্বেও আইপিডিসি গত বছরের একই সময়ের তুলনায় নিজস্ব পারফরম্যান্সকে ছাড়িয়ে গেছে। এটি ১৬ দশমিক ৭৮ শতাংশ মূলধন পর্যাপ্ততা অনুপাতসহ একটি শক্তিশালী মূলধন ভিত্তি বজায় রেখেছে। আইপিডিসির সিইও বলেন, শক্তিশালী প্রশাসন ও নেতৃত্বের কারণে মহামারীর দ্বিতীয় ওয়েভের মধ্যেও এগিয়ে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের মতো আইপিডিসিও তার দক্ষ করপোরেট পরিচালনা, সক্রিয় পরিকল্পনা এবং গ্রাহক, কর্মচারী এবং কমিউনিটির প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে পারফরম্যান্স অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ , ১৭ আষাঢ় ১৪২৮ ১৯ জিলক্বদ ১৪৪২

মহামারীতেও আইপিডিসির ঈর্ষণীয় সাফল্য

অর্থনৈতিক বার্তা পরিবেশক

করোনা মহামারীর মধ্যেও ২০২১-এর প্রথম প্রান্তিক পর্যন্ত আইপিডিসির কাস্টমার ডিপোজিট গত পাঁচ বছরে ৯.২ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মমিনুল ইসলাম। তিনি বলেন, এই বৃদ্ধির অন্যতম কারণ হলো প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্ভাবনী ডিপোজিট ক্যাম্পেইন।

সম্প্রতি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রথম প্রান্তিকের আর্থিক চিত্রের উল্লেখযোগ্য অংশ প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত ‘ইনভেস্টরস মিট’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ভবিষ্যৎ কাজের মানদ- নির্ধারণ এবং আগামীর প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে আয়োজিত অধিবেশনে বিনিয়োগকারী, সাংবাদিক, দেশ-বিদেশের শিল্প বিশেষজ্ঞরা অংশ নেন।

এ সময় মমিনুল ইসলাম বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকের আয় ২০১৬ সালের একই সময়ের তুলনায় ৬.৪ গুণ বৃদ্ধি পেয়েছে এবং এর শ্রেণীকৃত ঋণের অনুপাত রয়েছে দশমিক ৯৫ শতাংশ, যা তালিকাভুক্ত ডাইভারসিফাইড এনবিএফআইগুলোর মধ্যে এই খাতে এখনও সর্বনিম্ন। তিনি বলেন, মহামারীর দ্বিতীয় ওয়েভ সত্ত্বেও আইপিডিসি গত বছরের একই সময়ের তুলনায় নিজস্ব পারফরম্যান্সকে ছাড়িয়ে গেছে। এটি ১৬ দশমিক ৭৮ শতাংশ মূলধন পর্যাপ্ততা অনুপাতসহ একটি শক্তিশালী মূলধন ভিত্তি বজায় রেখেছে। আইপিডিসির সিইও বলেন, শক্তিশালী প্রশাসন ও নেতৃত্বের কারণে মহামারীর দ্বিতীয় ওয়েভের মধ্যেও এগিয়ে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের মতো আইপিডিসিও তার দক্ষ করপোরেট পরিচালনা, সক্রিয় পরিকল্পনা এবং গ্রাহক, কর্মচারী এবং কমিউনিটির প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে পারফরম্যান্স অব্যাহত রেখেছে।