হবিগঞ্জে করোনার নমুনা সংগ্রহ কেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নমুনা সংগ্রহ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। যেখানে র‌্যাপিড অ্যান্টিজেন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে তার পাশের রুমে চলছে হাসপাতালের নিয়মিত প্যাথলজি বিভাগের কাজ।

করোনা পরীক্ষা ও প্যাথলজি বিভাগে আসা রোগীরা রিপোর্ট নেয়ার অপেক্ষায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ও বসে থাকছে। এখানেই কোন স্বাস্থ্যবিধি নেই। নারী-পুরুষের জন্য পর্যন্ত আলাদা কোন লাইন নেই। রোগী ও ন্থানীয়দের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছাড়াও জিন এক্সপার্ট মেশিনে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে।

হাসপাতালে করোনা পরীক্ষার জন্য আসা পইল গ্রামের ব্যবসায়ী আবুল কালাম বলেন, করোনা টেস্ট করতে এসে দেখি মানুষের ভিড়। এরমধ্যে কিভাবে টেস্ট করাব সেটাই ভেবে পাচ্ছি না।

রিচি গ্রামের জহুর ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ টেস্টের লোক না বাড়ালে এত ভিড়ের মধ্যে টেস্ট করা সম্ভব নয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ , ১৭ আষাঢ় ১৪২৮ ১৯ জিলক্বদ ১৪৪২

হবিগঞ্জে করোনার নমুনা সংগ্রহ কেন্দ্রে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নমুনা সংগ্রহ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। যেখানে র‌্যাপিড অ্যান্টিজেন করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে তার পাশের রুমে চলছে হাসপাতালের নিয়মিত প্যাথলজি বিভাগের কাজ।

করোনা পরীক্ষা ও প্যাথলজি বিভাগে আসা রোগীরা রিপোর্ট নেয়ার অপেক্ষায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ও বসে থাকছে। এখানেই কোন স্বাস্থ্যবিধি নেই। নারী-পুরুষের জন্য পর্যন্ত আলাদা কোন লাইন নেই। রোগী ও ন্থানীয়দের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ছাড়াও জিন এক্সপার্ট মেশিনে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে।

হাসপাতালে করোনা পরীক্ষার জন্য আসা পইল গ্রামের ব্যবসায়ী আবুল কালাম বলেন, করোনা টেস্ট করতে এসে দেখি মানুষের ভিড়। এরমধ্যে কিভাবে টেস্ট করাব সেটাই ভেবে পাচ্ছি না।

রিচি গ্রামের জহুর ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ টেস্টের লোক না বাড়ালে এত ভিড়ের মধ্যে টেস্ট করা সম্ভব নয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।