‘ডার্কলি রোস্টেড কফি’ নাটকে চঞ্চল-ফারিয়া

এজাজ মুন্নার পরিচালনায় চঞ্চল চৌধুরী সর্বশেষ ‘শহরালী’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ধারাবাহিকের পর আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য ‘ডার্কলি রোস্টেড কফি’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনাও করেছেন এজাজ মুন্না। এই নাটকে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে গত ৩০ জুন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এই নাটকটির গল্প খুব পরিচ্ছন্ন একটি গল্প। মুন্না ভাইয়ের তো আসলে দীর্ঘদিনের লেখালেখি এবং নির্মাণের অভিজ্ঞতা। তো সেই জায়গা থেকে তিনি একটি মানসম্পন্ন নাটক নির্মাণ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। মুন্না ভাই খুব কম কাজ করেন। কিন্তু যা করেন তা ভীষণ যতœ নিয়ে করেন।’ নাটকটিতে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত ফারিয়া। ফারিয়া বলেন, ‘মিডিয়াতে কাজ শুরু করার পর থেকেই শ্রদ্ধেয় এজাজ মুন্না ভাইয়ের নাম শুনে আসছি। অবশেষে মুন্না ভাইয়ের হপয়মড় কাজ করার সুযোগ হলো আমার। আর আমার অভিনয় জীবনের প্রথম কো-আর্টিস্ট প্রিয় চঞ্চল ভাই। তার সঙ্গে কাজ করতে সবময়ই ভীষণ ভালো লাগে। কারণ তিনি অনেক অনেক বেশি সহযোগিতা করেন।’ এজাজ মুন্না জানান আসছে ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে। এদিকে চঞ্চল চৌধুরী এরইমধ্যে দীপু হাজরার পরিচালনায় শেষ করেছেন সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘মোঘল ফ্যামিলি’র কাজ। ফারিয়া এরই মধ্যে শেষ করেছেন রবিউল সিকদারের ‘সত্যি প্রেমের মিথ্যে গল্প’ নাটকের কাজ।

শুক্রবার, ০২ জুলাই ২০২১ , ১৮ আষাঢ় ১৪২৮ ২০ জিলক্বদ ১৪৪২

‘ডার্কলি রোস্টেড কফি’ নাটকে চঞ্চল-ফারিয়া

বিনোদন প্রতিবেদক |

image

এজাজ মুন্নার পরিচালনায় চঞ্চল চৌধুরী সর্বশেষ ‘শহরালী’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ধারাবাহিকের পর আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য ‘ডার্কলি রোস্টেড কফি’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনাও করেছেন এজাজ মুন্না। এই নাটকে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে গত ৩০ জুন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এই নাটকটির গল্প খুব পরিচ্ছন্ন একটি গল্প। মুন্না ভাইয়ের তো আসলে দীর্ঘদিনের লেখালেখি এবং নির্মাণের অভিজ্ঞতা। তো সেই জায়গা থেকে তিনি একটি মানসম্পন্ন নাটক নির্মাণ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। মুন্না ভাই খুব কম কাজ করেন। কিন্তু যা করেন তা ভীষণ যতœ নিয়ে করেন।’ নাটকটিতে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত ফারিয়া। ফারিয়া বলেন, ‘মিডিয়াতে কাজ শুরু করার পর থেকেই শ্রদ্ধেয় এজাজ মুন্না ভাইয়ের নাম শুনে আসছি। অবশেষে মুন্না ভাইয়ের হপয়মড় কাজ করার সুযোগ হলো আমার। আর আমার অভিনয় জীবনের প্রথম কো-আর্টিস্ট প্রিয় চঞ্চল ভাই। তার সঙ্গে কাজ করতে সবময়ই ভীষণ ভালো লাগে। কারণ তিনি অনেক অনেক বেশি সহযোগিতা করেন।’ এজাজ মুন্না জানান আসছে ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে। এদিকে চঞ্চল চৌধুরী এরইমধ্যে দীপু হাজরার পরিচালনায় শেষ করেছেন সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘মোঘল ফ্যামিলি’র কাজ। ফারিয়া এরই মধ্যে শেষ করেছেন রবিউল সিকদারের ‘সত্যি প্রেমের মিথ্যে গল্প’ নাটকের কাজ।