বাজারে নতুন স্মার্টফোন ভিভো ভি ২১ই

স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশে উন্মেচন করল নতুন স্মার্টফোন ‘ভিভো ভি২১ই’। ভিভো বলছে, স্মার্টফোনটিতে এমন সব ফিচার যুক্ত করা হয়েছে, যার জন্য ভি২১ই হবে পেশাদার ফটোগ্রাফার ও ব্লগারদের আদর্শ সঙ্গী। গত ২৮ জুন থেকে ভিভো ভি২১ই দেশের বাজারে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটিতে রয়েছে এআই নাইট পোর্ট্রটেসহ ৪৪ মেগাপিক্সেল আই অটোফোকাস ক্যামেরা। ফলে রাতের ছবি তোলা এখন আর চ্যালেঞ্জিং হবে না। এতে রয়েছে লেটেস্ট সফটওয়্যার এবং অটো ফোকাস ফিচার। ভিভো ভি২১ই এর সামনে ও পেছনে রয়েছে ৪কে রেজ্যুলোশনের আল্ট্রা স্ট্যাবল ভিডিও সক্ষমতা।

স্মার্টফোনের অ্যাপারচার যত কম হয় ক্যামেরায় আলো ঢুকতে পারে তত বেশি। ভিভো ভি২১ই ফোনে এফ/২.০ অ্যাপারচারসহ শক্তিশালী ৪৪ মেগাপিক্সেল অটো ফোকাস রয়েছে। যাতে স্বল্প আলোতেও অনেক বেশি আলোকিত ও পরিস্কার ছবি উঠবে। এআই নাইট পোর্ট্রেইটে রয়েছে মাল্টিফ্রেম নয়েজ রিডাকশন অ্যালগরিদম। ফলে ভিডিও করার সময় চাইলেই একটি নির্দিষ্ট দূরত্বের অনাকাক্সিক্ষত শব্দ দূর করা যায়। ভিভো ভি২১ই এর পেছনের মেইন ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের।

এমোলেড ডিসপ্লে সমৃদ্ধ ফোনটি ৭.৩৮ মিলিমিটার পাতলা এবং ওজন ১৭১ গ্রাম। স্মার্টফোনটি এসেছে রোমান ব্ল্যাক এবং ডায়মন্ড ফ্লেয়ার এ দু’টি রঙে। ফোনটির প্রসেসর কোয়ালকম স্ল্যাপড্রাগন ৭২০জি। স্মার্টফোনটিতে রয়েছে ৮জিবি র‌্যাম যা অতিরিক্ত ৩জিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটির রম ১২৮ জিবি। ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জের সঙ্গে স্মার্টফোনটিতে রয়েছে আল্ট্রা গেমিং মোড। বাংলাদেশে ভিভো ভি২১ই এর দাম নির্ধারণ করা হয়েছে ২৬,৯৯০ টাকা।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ‘শক্তিশালী হার্ডওয়্যার ও অত্যাধুনিক সফটওয়্যারের সঙ্গে ভি২১ই এর মসৃণ ডিজাইন তরুণদের পারফেক্ট সঙ্গী হবে বলে আমরা আশা রাখি। স্মার্টফোনটি দিয়ে প্রতিবেশী দেশগুলো থেকে আমরা অপূর্ব সাড়া পেয়েছি। দারুণসব ফিচারের সঙ্গে তুলনামূলক কম দাম হওয়ায় বাংলাদেশেও ভিভো ভি২১ই জনপ্রিয়তা পাবে বলে আমাদের বিশ্বাস।’ সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ০২ জুলাই ২০২১ , ১৮ আষাঢ় ১৪২৮ ২০ জিলক্বদ ১৪৪২

বাজারে নতুন স্মার্টফোন ভিভো ভি ২১ই

image

স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশে উন্মেচন করল নতুন স্মার্টফোন ‘ভিভো ভি২১ই’। ভিভো বলছে, স্মার্টফোনটিতে এমন সব ফিচার যুক্ত করা হয়েছে, যার জন্য ভি২১ই হবে পেশাদার ফটোগ্রাফার ও ব্লগারদের আদর্শ সঙ্গী। গত ২৮ জুন থেকে ভিভো ভি২১ই দেশের বাজারে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটিতে রয়েছে এআই নাইট পোর্ট্রটেসহ ৪৪ মেগাপিক্সেল আই অটোফোকাস ক্যামেরা। ফলে রাতের ছবি তোলা এখন আর চ্যালেঞ্জিং হবে না। এতে রয়েছে লেটেস্ট সফটওয়্যার এবং অটো ফোকাস ফিচার। ভিভো ভি২১ই এর সামনে ও পেছনে রয়েছে ৪কে রেজ্যুলোশনের আল্ট্রা স্ট্যাবল ভিডিও সক্ষমতা।

স্মার্টফোনের অ্যাপারচার যত কম হয় ক্যামেরায় আলো ঢুকতে পারে তত বেশি। ভিভো ভি২১ই ফোনে এফ/২.০ অ্যাপারচারসহ শক্তিশালী ৪৪ মেগাপিক্সেল অটো ফোকাস রয়েছে। যাতে স্বল্প আলোতেও অনেক বেশি আলোকিত ও পরিস্কার ছবি উঠবে। এআই নাইট পোর্ট্রেইটে রয়েছে মাল্টিফ্রেম নয়েজ রিডাকশন অ্যালগরিদম। ফলে ভিডিও করার সময় চাইলেই একটি নির্দিষ্ট দূরত্বের অনাকাক্সিক্ষত শব্দ দূর করা যায়। ভিভো ভি২১ই এর পেছনের মেইন ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের।

এমোলেড ডিসপ্লে সমৃদ্ধ ফোনটি ৭.৩৮ মিলিমিটার পাতলা এবং ওজন ১৭১ গ্রাম। স্মার্টফোনটি এসেছে রোমান ব্ল্যাক এবং ডায়মন্ড ফ্লেয়ার এ দু’টি রঙে। ফোনটির প্রসেসর কোয়ালকম স্ল্যাপড্রাগন ৭২০জি। স্মার্টফোনটিতে রয়েছে ৮জিবি র‌্যাম যা অতিরিক্ত ৩জিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটির রম ১২৮ জিবি। ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জের সঙ্গে স্মার্টফোনটিতে রয়েছে আল্ট্রা গেমিং মোড। বাংলাদেশে ভিভো ভি২১ই এর দাম নির্ধারণ করা হয়েছে ২৬,৯৯০ টাকা।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, ‘শক্তিশালী হার্ডওয়্যার ও অত্যাধুনিক সফটওয়্যারের সঙ্গে ভি২১ই এর মসৃণ ডিজাইন তরুণদের পারফেক্ট সঙ্গী হবে বলে আমরা আশা রাখি। স্মার্টফোনটি দিয়ে প্রতিবেশী দেশগুলো থেকে আমরা অপূর্ব সাড়া পেয়েছি। দারুণসব ফিচারের সঙ্গে তুলনামূলক কম দাম হওয়ায় বাংলাদেশেও ভিভো ভি২১ই জনপ্রিয়তা পাবে বলে আমাদের বিশ্বাস।’ সংবাদ বিজ্ঞপ্তি।