করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৯০ কোটি টাকা সহায়তা দেবে সুইজারল্যান্ড

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় কমিউনিটিভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করতে বাংলাদেশকে অতিরিক্ত আরও ৯.৮ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ৯০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড। গতকাল সুইজারল্যান্ডের দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত এ তহবিলের মাধ্যমে সুইজারল্যান্ড স্থানীয় জনগোষ্ঠীকে করোনা বিস্তার রোধে সহযোগিতা এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতা জোরদার করতে চায়। আর এ লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারি সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করবে দেশটি।

বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের এপ্রিলে বাংলাদেশে মহামারী ছড়িয়ে পড়ার সময় থেকে এখন পর্যন্ত সুইজারল্যান্ড বাংলাদেশের ২০টিরও বেশি প্রকল্পে ১৭ মিলিয়ন সুইসফ্রাঙ্ক (১৬০ কোটি টাকা) সহায়তা বরাদ্দ দিয়েছে। এর মাধ্যমে সবচেয়ে নাজুক অবস্থার এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীগুলোর কাছে পৌঁছেছে তারা। পাশাপাশি সম্মুখসারিতে কাজ করা সংস্থাগুলোকে সহায়তা করেছে। এসব কার্যক্রম মহামারীর নেতিবাচক প্রভাব মোকাবিলায় সময়মতো কাজ করার ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সুইজারল্যান্ডের সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষকে স্বাস্থবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়েছে এবং প্রশিক্ষণ দেয়া হয়েছে। কোভিড-১৯ এর উন্নত চিকিৎসার জন্যে ১০ লাখ মানুষ টেলিমেডিসিন সেবা পেয়েছে। এক লাখ ৩০ হাজার বস্তিবাসী স্বাস্থ্যসামগ্রী পেয়েছে। ৮০ হাজার মানুষ হাত ধোয়ার সুবিধা পেয়েছে। এছাড়া, এক লাখ ১৫ হাজার মানুষ নগদ অর্থ সহায়তা এবং ৬০ হাজার মানুষ খাদ্য বা ভিটামিন পেয়েছে।

পাশাপাশি, যারা লিঙ্গ-ভিত্তিক সহিংসতার মুখোমুখি হয়েছেন, তাদের মানসিক ও আইনি সহায়তা দেয়ার জন্য চারটি হেল্পলাইন স্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, করোনার বৈশ্বিক এ সংকট থেকে মুক্তির মূল চাবিকাঠি হচ্ছে সবার জন্যে টিকা নিশ্চিত করা। এ লক্ষ্যে কোভ্যাক্সে আরও ৩০০ মিলিয়ন সুইসফ্রাঙ্ক জমা দেয়ার পাশাপাশি গতকাল ফেডারেল কাউন্সিল ৪০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুদান দিয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে আরও দ্রুত এবং আরও বেশি টিকা সরবরাহে সহায়তা করবে এটি।

শুক্রবার, ০২ জুলাই ২০২১ , ১৮ আষাঢ় ১৪২৮ ২০ জিলক্বদ ১৪৪২

করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৯০ কোটি টাকা সহায়তা দেবে সুইজারল্যান্ড

কূটনৈতিক বার্তা পরিবেশক

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় কমিউনিটিভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করতে বাংলাদেশকে অতিরিক্ত আরও ৯.৮ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ৯০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড। গতকাল সুইজারল্যান্ডের দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত এ তহবিলের মাধ্যমে সুইজারল্যান্ড স্থানীয় জনগোষ্ঠীকে করোনা বিস্তার রোধে সহযোগিতা এবং আর্থ-সামাজিক স্থিতিশীলতা জোরদার করতে চায়। আর এ লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারি সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করবে দেশটি।

বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের এপ্রিলে বাংলাদেশে মহামারী ছড়িয়ে পড়ার সময় থেকে এখন পর্যন্ত সুইজারল্যান্ড বাংলাদেশের ২০টিরও বেশি প্রকল্পে ১৭ মিলিয়ন সুইসফ্রাঙ্ক (১৬০ কোটি টাকা) সহায়তা বরাদ্দ দিয়েছে। এর মাধ্যমে সবচেয়ে নাজুক অবস্থার এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীগুলোর কাছে পৌঁছেছে তারা। পাশাপাশি সম্মুখসারিতে কাজ করা সংস্থাগুলোকে সহায়তা করেছে। এসব কার্যক্রম মহামারীর নেতিবাচক প্রভাব মোকাবিলায় সময়মতো কাজ করার ক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সুইজারল্যান্ডের সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষকে স্বাস্থবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়েছে এবং প্রশিক্ষণ দেয়া হয়েছে। কোভিড-১৯ এর উন্নত চিকিৎসার জন্যে ১০ লাখ মানুষ টেলিমেডিসিন সেবা পেয়েছে। এক লাখ ৩০ হাজার বস্তিবাসী স্বাস্থ্যসামগ্রী পেয়েছে। ৮০ হাজার মানুষ হাত ধোয়ার সুবিধা পেয়েছে। এছাড়া, এক লাখ ১৫ হাজার মানুষ নগদ অর্থ সহায়তা এবং ৬০ হাজার মানুষ খাদ্য বা ভিটামিন পেয়েছে।

পাশাপাশি, যারা লিঙ্গ-ভিত্তিক সহিংসতার মুখোমুখি হয়েছেন, তাদের মানসিক ও আইনি সহায়তা দেয়ার জন্য চারটি হেল্পলাইন স্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, করোনার বৈশ্বিক এ সংকট থেকে মুক্তির মূল চাবিকাঠি হচ্ছে সবার জন্যে টিকা নিশ্চিত করা। এ লক্ষ্যে কোভ্যাক্সে আরও ৩০০ মিলিয়ন সুইসফ্রাঙ্ক জমা দেয়ার পাশাপাশি গতকাল ফেডারেল কাউন্সিল ৪০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুদান দিয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে আরও দ্রুত এবং আরও বেশি টিকা সরবরাহে সহায়তা করবে এটি।