১২ জেলায় করোনায় মৃত্যু ১৭ শনাক্ত ৪৯৫

চুয়াডাঙ্গায় মৃত্যু

৭, শনাক্ত ৯৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাছাড়া ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ ৪ ও উপসর্গ নিয়ে ৩ জন মৃত্যু বরণ করেছেন। করোনা পজিটিভে মারা যাওয়া ৪ জন হচ্ছেন (১) চুয়াডাঙ্গা জ্বীনতলা মল্লিকপাড়ার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান(৭০), (২)চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় গ্রামের আহমদ আলীর স্ত্রী রিতা(৪৫) , (৩) চুয়াডাঙ্গা পলাশ পাড়ার রড ও সিমেন্ট ব্যবসায়ী একরামুল হক (৫০) ও (৪) তার আত্মীয় চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ধুতুরহাট গ্রামের মোস্তাফিজুর রহমান টুটুল (৩৮)। একরামুল হক ও মোস্তাফিজুর রহমান টুটুল ২ জনই ঢাকার মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম।

চাঁপাইয়ে মৃত্যু

৪, শনাক্ত ৪০

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরটিপিসিআর ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২২ ও নাচোলে ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭.০৫ শতাংশ। আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৭৪ জনের নমুনা পরীক্ষা ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১২, শিবগঞ্জে ৩, গোমস্তাপুরে ১ ও নাচোলে ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.৭৭ শতাংশ। মোট গড় সনাক্তের হার ১৫.৩৮ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।

বাগেরহাটে মৃত্যু

১, শনাক্ত ৯২

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও ১ জন। ১৭০ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণের হার ৫৪ শতাংশ। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৯৮ জনে। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট মারা গেলেন ৮৮ জন। শুক্রবার সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ১৭০ জনের নমুনা পরিক্ষায় আরো ৯২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে।

সোনাগাজীতে

মৃত্যু ২

প্রতিনিধি, ফেনী

ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণে ২ ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন আবু তাহের (৭০) ও রুহুল আমিন (৭৫)। এদিকে জেলায় নতুন করে আরও ৫৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। জানা যায়, সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের (৭০) অতিরিক্ত শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। এদিকে চরছান্দিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিন (৭৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়।

ঝালকাঠিতে মৃত্যু

১, শনাক্ত ৬৪

জেলা বার্তা পরিবেশ, ঝালকাঠি

ঝালকাঠিতে করোনায় ভাইরাসে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ জনের মৃত্যু হয়েছে এবং রেকর্ড সংখ্যক ৬৪জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠি শহরের টিএন্ডটি সড়কের আব্দুল লতিফ (৭৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে মৃত্যু রবণ করেছে। জেলায় এ পর্যন্ত ৬৮৭৬জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে এদের মধ্যে ১৭১৫ জন আক্রান্ত, নেগেটিভ ৪৬৯৪জনের রিপোর্ট এসেছে। ১৩৬৮জন সুস্থ্য হয়েছে ও ৩৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩২৪ জন হোম ও ১৮ জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

কিশোরগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ৯৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনার তান্ডব ক্রমশ বেড়েই চলেছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এর আগের ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করেছেন, তাতে দেখা গেছে, জেলায় নতুন ৯৬ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরেই ৫৪ জন। ওই সময়ে সুস্থ হওয়া ৩৫ জনই সদরের। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকাল ১১টার দিকে বাজিতপুরের জ্ঞানপুরের আবেদ আলী (৫২) নামে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৮৯ জনের করোনায় মৃত্যু হলো। সিভিল সার্জন জানিয়েছেন, বৃহস্পতিবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৯১টি, পুরনো রোগিদের ১৬টি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ৩ জনের নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ হয়েছে।

পঞ্চগড়ের

মৃত্যু এক

জলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের ৪ দিন পর আনিসুর রহমান জুয়েল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন। বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাজিউর রহমান রাজু করোনা আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া মাস্টারপাড়া গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যায়। মৃত আনিসুর রহমান জুয়েল সাকোয়া মাস্টার পাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

দশমিনায়

শনাক্ত ১০

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় করোনা ভাইরাসে ১০ জন আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলায় গত ২৪ ঘণ্টায় মোট ১৮ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০ জনের করোনা পজিটিভ আসে। সকলেই যার যার বাসায় চিকিৎসাধীন আছেন। বর্তমানে দশমিনা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

নবাবগঞ্জে শনাক্ত ২৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১ শত ৭৮ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ৩০ জুন ঢাকায় পাঠানো ৪৩ জনের নমুনা থেকে নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ২৩ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মির্জাগঞ্জে শনাক্ত ৫

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

মির্জাগঞ্জে গত ৭২ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। এ নিয়ে মির্জাগঞ্জে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১ জন। গত বৃহস্পতিবার মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, মির্জাগঞ্জে নতুন করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তরা হলেন- উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের আফরোজা বেগম (৬২), পশ্চিম সুবিদখালী গ্রামের মো.ছগির হোসেন (৩৭), মির্জাগঞ্জ গ্রামের মো.সুলতান খান (২৪), পূর্ব সুবিদখালী গ্রামের রাসেল গাজী (৩৪)ও কাকড়াবুনিয়া গ্রামের ইসরাত জাহান (২৫)।

তিনি আরো জানান, মির্জাগঞ্জে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২৫ জনের। শনাক্ত হয়েছে ১০১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৯৫ জন। হোম আইসোলেশনে আছেন ৫জন। মারা গেছেন ১জন।

সোনারগাঁয়ে

শনাক্ত ২৩

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাভাবিকভাবে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মাত্র ৩৭ জনের পরিক্ষায় ২৩ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় ৬২ শতাংশ।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার সকালে পাওয়া তথ্যে জানা যায় ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা গাণিতিক হারে ৬২ শতাংশ। আক্রান্তদের সকলেই প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। নতুন আক্রান্তরা সাদীপুর, পিরোজপুর, মোগরাপাড়া, শম্ভুপূরা, সনমান্দী, বারদী ইউপি, মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট ও সোনারগাঁও পৌরসভাধীন আমিনপুর এলাকার। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪৬ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং জাতীয় গাইডলাইনের স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা লাভ করেছেন ১২০০ জন।

সিরাজগঞ্জে

শনাক্ত ৬৮

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে আরো ৬৮ জনের শরীরে করোনা সংক্রমন ধরা পড়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিলো ১৯৮ জনের। আক্রান্তের হার ৩৪ দশমিক ৩৪ ভাগ। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে করোনা সংক্রান্ত ১৯ জন চিকিৎসাধীন আছে। শুক্রবার নতুন আক্রান্ত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর ৩২ জন, কামারখন্দে ২ জন, রায়গঞ্জে ৮ জন, বেলকুচিতে ৫ জন, উল্লাপাড়ায় ১ জন , চৌহালীতে ৩ জন, তাড়াশে ৭ জন, কাজিপুরে ১০ জন।

শনিবার, ০৩ জুলাই ২০২১ , ১৯ আষাঢ় ১৪২৮ ২১ জিলক্বদ ১৪৪২

১২ জেলায় করোনায় মৃত্যু ১৭ শনাক্ত ৪৯৫

চুয়াডাঙ্গায় মৃত্যু

৭, শনাক্ত ৯৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাছাড়া ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ ৪ ও উপসর্গ নিয়ে ৩ জন মৃত্যু বরণ করেছেন। করোনা পজিটিভে মারা যাওয়া ৪ জন হচ্ছেন (১) চুয়াডাঙ্গা জ্বীনতলা মল্লিকপাড়ার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান(৭০), (২)চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় গ্রামের আহমদ আলীর স্ত্রী রিতা(৪৫) , (৩) চুয়াডাঙ্গা পলাশ পাড়ার রড ও সিমেন্ট ব্যবসায়ী একরামুল হক (৫০) ও (৪) তার আত্মীয় চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ধুতুরহাট গ্রামের মোস্তাফিজুর রহমান টুটুল (৩৮)। একরামুল হক ও মোস্তাফিজুর রহমান টুটুল ২ জনই ঢাকার মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম।

চাঁপাইয়ে মৃত্যু

৪, শনাক্ত ৪০

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরটিপিসিআর ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ২২ ও নাচোলে ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭.০৫ শতাংশ। আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৭৪ জনের নমুনা পরীক্ষা ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১২, শিবগঞ্জে ৩, গোমস্তাপুরে ১ ও নাচোলে ১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.৭৭ শতাংশ। মোট গড় সনাক্তের হার ১৫.৩৮ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১ ও রাজশাহী মেডিকেল হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।

বাগেরহাটে মৃত্যু

১, শনাক্ত ৯২

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও ১ জন। ১৭০ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণের হার ৫৪ শতাংশ। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫৯৮ জনে। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট মারা গেলেন ৮৮ জন। শুক্রবার সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ১৭০ জনের নমুনা পরিক্ষায় আরো ৯২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে।

সোনাগাজীতে

মৃত্যু ২

প্রতিনিধি, ফেনী

ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণে ২ ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন আবু তাহের (৭০) ও রুহুল আমিন (৭৫)। এদিকে জেলায় নতুন করে আরও ৫৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। জানা যায়, সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের (৭০) অতিরিক্ত শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। এদিকে চরছান্দিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিন (৭৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়।

ঝালকাঠিতে মৃত্যু

১, শনাক্ত ৬৪

জেলা বার্তা পরিবেশ, ঝালকাঠি

ঝালকাঠিতে করোনায় ভাইরাসে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ জনের মৃত্যু হয়েছে এবং রেকর্ড সংখ্যক ৬৪জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠি শহরের টিএন্ডটি সড়কের আব্দুল লতিফ (৭৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে মৃত্যু রবণ করেছে। জেলায় এ পর্যন্ত ৬৮৭৬জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে এদের মধ্যে ১৭১৫ জন আক্রান্ত, নেগেটিভ ৪৬৯৪জনের রিপোর্ট এসেছে। ১৩৬৮জন সুস্থ্য হয়েছে ও ৩৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩২৪ জন হোম ও ১৮ জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

কিশোরগঞ্জে মৃত্যু

১, শনাক্ত ৯৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনার তান্ডব ক্রমশ বেড়েই চলেছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এর আগের ২৪ ঘণ্টার করোনা সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করেছেন, তাতে দেখা গেছে, জেলায় নতুন ৯৬ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদরেই ৫৪ জন। ওই সময়ে সুস্থ হওয়া ৩৫ জনই সদরের। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকাল ১১টার দিকে বাজিতপুরের জ্ঞানপুরের আবেদ আলী (৫২) নামে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ৮৯ জনের করোনায় মৃত্যু হলো। সিভিল সার্জন জানিয়েছেন, বৃহস্পতিবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৯১টি, পুরনো রোগিদের ১৬টি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ৩ জনের নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ হয়েছে।

পঞ্চগড়ের

মৃত্যু এক

জলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের ৪ দিন পর আনিসুর রহমান জুয়েল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন। বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে বোদা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাজিউর রহমান রাজু করোনা আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া মাস্টারপাড়া গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যায়। মৃত আনিসুর রহমান জুয়েল সাকোয়া মাস্টার পাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

দশমিনায়

শনাক্ত ১০

প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় করোনা ভাইরাসে ১০ জন আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলায় গত ২৪ ঘণ্টায় মোট ১৮ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তার মধ্যে ১০ জনের করোনা পজিটিভ আসে। সকলেই যার যার বাসায় চিকিৎসাধীন আছেন। বর্তমানে দশমিনা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

নবাবগঞ্জে শনাক্ত ২৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১ শত ৭৮ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ৩০ জুন ঢাকায় পাঠানো ৪৩ জনের নমুনা থেকে নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ২৩ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মির্জাগঞ্জে শনাক্ত ৫

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

মির্জাগঞ্জে গত ৭২ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ জন। এ নিয়ে মির্জাগঞ্জে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১ জন। গত বৃহস্পতিবার মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, মির্জাগঞ্জে নতুন করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তরা হলেন- উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের আফরোজা বেগম (৬২), পশ্চিম সুবিদখালী গ্রামের মো.ছগির হোসেন (৩৭), মির্জাগঞ্জ গ্রামের মো.সুলতান খান (২৪), পূর্ব সুবিদখালী গ্রামের রাসেল গাজী (৩৪)ও কাকড়াবুনিয়া গ্রামের ইসরাত জাহান (২৫)।

তিনি আরো জানান, মির্জাগঞ্জে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২৫ জনের। শনাক্ত হয়েছে ১০১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৯৫ জন। হোম আইসোলেশনে আছেন ৫জন। মারা গেছেন ১জন।

সোনারগাঁয়ে

শনাক্ত ২৩

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাভাবিকভাবে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মাত্র ৩৭ জনের পরিক্ষায় ২৩ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা সংগ্রহের তুলনায় ৬২ শতাংশ।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার সকালে পাওয়া তথ্যে জানা যায় ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা গাণিতিক হারে ৬২ শতাংশ। আক্রান্তদের সকলেই প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। নতুন আক্রান্তরা সাদীপুর, পিরোজপুর, মোগরাপাড়া, শম্ভুপূরা, সনমান্দী, বারদী ইউপি, মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট ও সোনারগাঁও পৌরসভাধীন আমিনপুর এলাকার। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪৬ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং জাতীয় গাইডলাইনের স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা লাভ করেছেন ১২০০ জন।

সিরাজগঞ্জে

শনাক্ত ৬৮

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে আরো ৬৮ জনের শরীরে করোনা সংক্রমন ধরা পড়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিলো ১৯৮ জনের। আক্রান্তের হার ৩৪ দশমিক ৩৪ ভাগ। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে করোনা সংক্রান্ত ১৯ জন চিকিৎসাধীন আছে। শুক্রবার নতুন আক্রান্ত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর ৩২ জন, কামারখন্দে ২ জন, রায়গঞ্জে ৮ জন, বেলকুচিতে ৫ জন, উল্লাপাড়ায় ১ জন , চৌহালীতে ৩ জন, তাড়াশে ৭ জন, কাজিপুরে ১০ জন।