বাগেরহাটে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী বিজিবি’র টহল

করোনা প্রতিরোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বাগেরহাটে বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সড়ক ও মহাসড়কে টহল শুরু করেছে। বাগেরহাটের শরনখোলা-মোড়েলগঞ্জ, ফকিরহাট-মোল্লাহাট ও সদরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও বিজিবির পৃথক পৃথক টিম টহল দিচ্ছেন।

যাতে বিনা প্রয়োজনে কোনো মানুষ ঘরের বাইরে না আসেন। এছাড়া যারা জরুরি প্রয়োজনে ঘরের বাইরে আসছেন তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিতেও কাজ করছেন সেনা সদস্যরা। এদিকে, মোংলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মানুষকে ঘরে রাখতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে। এছাড়া বাগেরহাট জেলার গুরুত্বপূর্ণ ১৩ টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে বলে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান। রোগী এবং জরুরী কাজে ব্যবহৃত পরিবহন ছাড়া অন্য কোন পরিবহন চলতে দেওয়া হচ্ছে না। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। করোনাকালীন সময়ে মানুষকে ঘরে রাখতে ও সুস্থ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

শনিবার, ০৩ জুলাই ২০২১ , ১৯ আষাঢ় ১৪২৮ ২১ জিলক্বদ ১৪৪২

বাগেরহাটে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী বিজিবি’র টহল

প্রতিনিধি, বাগেরহাট

করোনা প্রতিরোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বাগেরহাটে বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সড়ক ও মহাসড়কে টহল শুরু করেছে। বাগেরহাটের শরনখোলা-মোড়েলগঞ্জ, ফকিরহাট-মোল্লাহাট ও সদরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও বিজিবির পৃথক পৃথক টিম টহল দিচ্ছেন।

যাতে বিনা প্রয়োজনে কোনো মানুষ ঘরের বাইরে না আসেন। এছাড়া যারা জরুরি প্রয়োজনে ঘরের বাইরে আসছেন তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিতেও কাজ করছেন সেনা সদস্যরা। এদিকে, মোংলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মানুষকে ঘরে রাখতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে। এছাড়া বাগেরহাট জেলার গুরুত্বপূর্ণ ১৩ টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে বলে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান। রোগী এবং জরুরী কাজে ব্যবহৃত পরিবহন ছাড়া অন্য কোন পরিবহন চলতে দেওয়া হচ্ছে না। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। করোনাকালীন সময়ে মানুষকে ঘরে রাখতে ও সুস্থ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।