যুক্তরাষ্ট্র-ব্রাজিলের পর

ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়ালো

করোনায় বিপর্যস্ত ভারতে মৃতের সংখ্যা ৪ লাখের গণ্ডি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দুঃখজনক এই মাইলফলকটি অতিক্রম করল দেশটি। বিবিসি

যদিও গত এপ্রিল ও মে মাসের তুলনায় ভারতে করোনার প্রকোপ অনেকটাই কমে এসেছে। তারপরও দেশটিতে দৈনিক মৃত্যু এখনও হাজারের কাছাকাছি রয়েছে। প্রায় অর্ধলাখের কাছাকাছি রয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যাও।

এছাড়া সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে প্রায় ৫ লাখে। গতকাল ভাইরাসে নতুন করে আক্রান্ত মানুষের তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে প্রায় দেড়শ’। মহামারীর শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩১২ জন।

অন্যদিকে একইন সময়ে দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে ২ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারীর শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জনে।

এদিকে ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন মানুষ। এ নিয়ে মোট সুস্থ

রোগীর সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ৩০২ জন। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৫ লাখে।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, জুলাই মাসের ১ তারিখ পর্যন্ত ভারতে ৪১ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৫২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৮০ হাজার ২৬ জনের।

ভারত সরকার ব্যাপক হারে টিকাদানের উদ্যোগ নিলেও সেখানে যেকোনো মুহূর্তে মহামারীর তৃতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা করছেন গবেষকরা। দেশটিতে এ পর্যন্ত জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ মানুষ দুই ডোজ করে টিকা পেয়েছেন।

চলতি বছরের মধ্যেই সব ভারতীয়কে টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে সরবরাহ কম ও টিকাদানে ধীরগতির কারণে এ পরিকল্পনার সফলতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

করোনায় মৃত্যের তালিকায় ভারতের পর আছে মেক্সিকো। উত্তর আমেরিকার এ দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৩০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। পার্শ্ববর্তী যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে ৬ লাখের বেশি মানুষের, ব্রাজিল সাক্ষী হয়েছে ৫ লাখ ২০ হাজার মৃত্যুর।

এখন পর্যন্ত বিশ্বের ১০টি দেশে করোনাভাইরাসে মৃত্যু লাখ ছাড়িয়েছে। এ তালিকায় অন্য দেশগুলো হলো পেরু, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কলম্বিয়া। এসব দেশের মধ্যে ভারতেই জনসংখ্যা অনুপাতে করোনায় মৃত্যু সবচেয়ে কম বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, প্রতি ১০ লাখে মাত্র ২৮৭ জন। রাশিয়ায় এ সংখ্যা ৯১৬, ফ্রান্স, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১ থেকে ২ হাজারের মধ্যে।

শনিবার, ০৩ জুলাই ২০২১ , ১৯ আষাঢ় ১৪২৮ ২১ জিলক্বদ ১৪৪২

যুক্তরাষ্ট্র-ব্রাজিলের পর

ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়ালো

image

করোনায় বিপর্যস্ত ভারতে মৃতের সংখ্যা ৪ লাখের গণ্ডি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দুঃখজনক এই মাইলফলকটি অতিক্রম করল দেশটি। বিবিসি

যদিও গত এপ্রিল ও মে মাসের তুলনায় ভারতে করোনার প্রকোপ অনেকটাই কমে এসেছে। তারপরও দেশটিতে দৈনিক মৃত্যু এখনও হাজারের কাছাকাছি রয়েছে। প্রায় অর্ধলাখের কাছাকাছি রয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যাও।

এছাড়া সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে প্রায় ৫ লাখে। গতকাল ভাইরাসে নতুন করে আক্রান্ত মানুষের তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে প্রায় দেড়শ’। মহামারীর শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩১২ জন।

অন্যদিকে একইন সময়ে দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে ২ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারীর শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জনে।

এদিকে ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন মানুষ। এ নিয়ে মোট সুস্থ

রোগীর সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ৩০২ জন। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৫ লাখে।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, জুলাই মাসের ১ তারিখ পর্যন্ত ভারতে ৪১ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৫২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৮০ হাজার ২৬ জনের।

ভারত সরকার ব্যাপক হারে টিকাদানের উদ্যোগ নিলেও সেখানে যেকোনো মুহূর্তে মহামারীর তৃতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা করছেন গবেষকরা। দেশটিতে এ পর্যন্ত জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ মানুষ দুই ডোজ করে টিকা পেয়েছেন।

চলতি বছরের মধ্যেই সব ভারতীয়কে টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে সরবরাহ কম ও টিকাদানে ধীরগতির কারণে এ পরিকল্পনার সফলতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

করোনায় মৃত্যের তালিকায় ভারতের পর আছে মেক্সিকো। উত্তর আমেরিকার এ দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৩০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। পার্শ্ববর্তী যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে ৬ লাখের বেশি মানুষের, ব্রাজিল সাক্ষী হয়েছে ৫ লাখ ২০ হাজার মৃত্যুর।

এখন পর্যন্ত বিশ্বের ১০টি দেশে করোনাভাইরাসে মৃত্যু লাখ ছাড়িয়েছে। এ তালিকায় অন্য দেশগুলো হলো পেরু, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কলম্বিয়া। এসব দেশের মধ্যে ভারতেই জনসংখ্যা অনুপাতে করোনায় মৃত্যু সবচেয়ে কম বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, প্রতি ১০ লাখে মাত্র ২৮৭ জন। রাশিয়ায় এ সংখ্যা ৯১৬, ফ্রান্স, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১ থেকে ২ হাজারের মধ্যে।