মোটরযানের নিরাপত্তা নিয়ে কাজ করা দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ট্যাসলক মোটরসাইকেলের জন্য নতুন সিকিউরিটি ডিভাইস এনেছে। ‘ট্যাসলক ডিফেন্ডার’ নামের এই ডিভাইসে ৩০টিরও বেশি ফিচার রয়েছে। যা ব্যবহারে বাইক থাকবে সুরক্ষিত। ট্যাসলক ডিফেন্ডারের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হলোÑ মোটরবাইক বন্ধ করার তিন সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে বাইক লক হয়ে যাবে। এমনিভাবে মালিক বাইকের কাছে আসা মাত্রই আনলক হবে। এতে রয়েছে বিল্টইন ইমোবিলাইজার। রয়েছে রিমোর্ট অ্যালার্ম ও ভাইব্রেশন সুবিধা। ট্যাসলকের উদ্ভাবক রাদবী রেজা দাবি করেন, ট্যাসলক ডিফেন্ডার লাগানো অবস্থায় বাইক চুরির উদ্দেশ্যে চোর যদি তার কেটে ফেলে বা ব্যাটারি খুলে ফেলে তবুও বাইক স্ট্যার্ট দেয়া যাবে না। এই সিকিউরিটি সিস্টেম যদি সম্পূর্ণরূপে ভেঙ্গে ফেলা হয় বা বিনষ্ট করে দেয়া হয় তাহলেও বাইক স্টার্ট নেবে না। তিনি বলেন, রাতের বেলায় যদি ডাকাত বা ছিনতাইকারী অস্ত্রের মুখে বাইক এবং রিমোর্ট নিয়েও যায় তখন আপনি বাইক থেকে নেমে দৌড় দেয়া মাত্রই, মোটরসাইকেল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।
ট্যাসলক ডিফেন্ডারের আরো ফিচারের মধ্যে রয়েছে, অনেক বাইকের মাঝখানে নিজের বাইকটি খুঁজে নেয়ার সুবিধা, বাইকের অ্যালার্ম বন্ধ বা সাইলেন্ট করার সুবিধা, ২৪ ঘণ্টা নোটিফিকেশন লাইট, রিমোটে অ্যালার্ম এবং ভাইব্রেশন সুবিধা ইত্যাদি। এছাড়াও এই ডিভাইসটির সহায়তায় বাইকের চাবি ছাড়াই অন, অফ করা যাবে। ট্যাসলক ডিফেন্ডারের রেঞ্জও অনেক। বাইক পার্কিংয়ে রেখে ২০ তলা ভবনের ছাদ থেকেও নিয়ন্ত্রণ করা যাবে। ট্যাসলক ডিফেন্ডারের দাম ৩ হাজার ৯৯ টাকা। ডিভাইসিটি ফ্রি ইনস্টল করে দেয়া হয়। রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। গ্রাহকদের জন্য এক বছরের ওয়্যারেন্টি দিচ্ছে ট্যাসলক ডিফেন্ডার। ডিফেন্ডার ছাড়াও ট্যাসলকের রয়েছে জিপিএস, কম্বো, এলইডি সেন্সর রিমোর্টসহ সকল ধরনের যানবাহনের সিকিউরিটি সিস্টেম। ডিভাইস কিনে এসব পরিষেবা মাসিক বিল ছাড়াই উপভোগ করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।
শনিবার, ০৩ জুলাই ২০২১ , ১৯ আষাঢ় ১৪২৮ ২১ জিলক্বদ ১৪৪২
মোটরযানের নিরাপত্তা নিয়ে কাজ করা দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ট্যাসলক মোটরসাইকেলের জন্য নতুন সিকিউরিটি ডিভাইস এনেছে। ‘ট্যাসলক ডিফেন্ডার’ নামের এই ডিভাইসে ৩০টিরও বেশি ফিচার রয়েছে। যা ব্যবহারে বাইক থাকবে সুরক্ষিত। ট্যাসলক ডিফেন্ডারের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হলোÑ মোটরবাইক বন্ধ করার তিন সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে বাইক লক হয়ে যাবে। এমনিভাবে মালিক বাইকের কাছে আসা মাত্রই আনলক হবে। এতে রয়েছে বিল্টইন ইমোবিলাইজার। রয়েছে রিমোর্ট অ্যালার্ম ও ভাইব্রেশন সুবিধা। ট্যাসলকের উদ্ভাবক রাদবী রেজা দাবি করেন, ট্যাসলক ডিফেন্ডার লাগানো অবস্থায় বাইক চুরির উদ্দেশ্যে চোর যদি তার কেটে ফেলে বা ব্যাটারি খুলে ফেলে তবুও বাইক স্ট্যার্ট দেয়া যাবে না। এই সিকিউরিটি সিস্টেম যদি সম্পূর্ণরূপে ভেঙ্গে ফেলা হয় বা বিনষ্ট করে দেয়া হয় তাহলেও বাইক স্টার্ট নেবে না। তিনি বলেন, রাতের বেলায় যদি ডাকাত বা ছিনতাইকারী অস্ত্রের মুখে বাইক এবং রিমোর্ট নিয়েও যায় তখন আপনি বাইক থেকে নেমে দৌড় দেয়া মাত্রই, মোটরসাইকেল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।
ট্যাসলক ডিফেন্ডারের আরো ফিচারের মধ্যে রয়েছে, অনেক বাইকের মাঝখানে নিজের বাইকটি খুঁজে নেয়ার সুবিধা, বাইকের অ্যালার্ম বন্ধ বা সাইলেন্ট করার সুবিধা, ২৪ ঘণ্টা নোটিফিকেশন লাইট, রিমোটে অ্যালার্ম এবং ভাইব্রেশন সুবিধা ইত্যাদি। এছাড়াও এই ডিভাইসটির সহায়তায় বাইকের চাবি ছাড়াই অন, অফ করা যাবে। ট্যাসলক ডিফেন্ডারের রেঞ্জও অনেক। বাইক পার্কিংয়ে রেখে ২০ তলা ভবনের ছাদ থেকেও নিয়ন্ত্রণ করা যাবে। ট্যাসলক ডিফেন্ডারের দাম ৩ হাজার ৯৯ টাকা। ডিভাইসিটি ফ্রি ইনস্টল করে দেয়া হয়। রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। গ্রাহকদের জন্য এক বছরের ওয়্যারেন্টি দিচ্ছে ট্যাসলক ডিফেন্ডার। ডিফেন্ডার ছাড়াও ট্যাসলকের রয়েছে জিপিএস, কম্বো, এলইডি সেন্সর রিমোর্টসহ সকল ধরনের যানবাহনের সিকিউরিটি সিস্টেম। ডিভাইস কিনে এসব পরিষেবা মাসিক বিল ছাড়াই উপভোগ করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।