জুনে ৩২৯ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার মহিলা পরিষদ

চলতি বছর জুন মাসে সারাদেশে ৩২৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৪৬ জন কন্যাশিশু ও ১৮৩ জন নারী নির্যাতনের শিকার হন। গতকাল বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের শিকার ১৩৮ জন নারীর মধ্যে ৬৯ জন কন্যাশিশু রয়েছে। ৯ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার ও একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ১০ জন কন্যাশিশুসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শ্লীলতাহানির শিকার হয়েছে একজন। ৯ কন্যাশিশুসহ ১০ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। ২ কন্যাশিশুসহ ৩ জনের ক্ষেত্রে পিতৃত্বের দাবির ঘটনা ঘটেছে। তিনজন অগ্নিদগ্ধের শিকার হয়েছে। তিন কন্যাশিশুসহ উত্ত্যক্তের শিকার হয়েছে ৫ জন।

১৫ জন কন্যাশিশুসহ ২১ জন অপহরণের শিকার ও একজন কন্যাশিশুসহ দুজনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে ৭টি। বিভিন্ন কারণে ৬ কন্যাশিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৪ জন। এর মধ্যে ৫ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে দুই কন্যাশিশুসহ ৭ জন। বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে দুই কন্যাশিশুসহ ১১ জন। ৯ কন্যাশিশুসহ ৪১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৬টি। এছাড়া সাইবার অপরাধের শিকার হয়েছে ৩ জন।

শনিবার, ০৩ জুলাই ২০২১ , ১৯ আষাঢ় ১৪২৮ ২১ জিলক্বদ ১৪৪২

জুনে ৩২৯ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার মহিলা পরিষদ

নিজস্ব বার্তা পরিবেশক

চলতি বছর জুন মাসে সারাদেশে ৩২৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৪৬ জন কন্যাশিশু ও ১৮৩ জন নারী নির্যাতনের শিকার হন। গতকাল বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের ১৩টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের শিকার ১৩৮ জন নারীর মধ্যে ৬৯ জন কন্যাশিশু রয়েছে। ৯ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার ও একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ১০ জন কন্যাশিশুসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শ্লীলতাহানির শিকার হয়েছে একজন। ৯ কন্যাশিশুসহ ১০ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। ২ কন্যাশিশুসহ ৩ জনের ক্ষেত্রে পিতৃত্বের দাবির ঘটনা ঘটেছে। তিনজন অগ্নিদগ্ধের শিকার হয়েছে। তিন কন্যাশিশুসহ উত্ত্যক্তের শিকার হয়েছে ৫ জন।

১৫ জন কন্যাশিশুসহ ২১ জন অপহরণের শিকার ও একজন কন্যাশিশুসহ দুজনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে ৭টি। বিভিন্ন কারণে ৬ কন্যাশিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৪ জন। এর মধ্যে ৫ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে দুই কন্যাশিশুসহ ৭ জন। বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে দুই কন্যাশিশুসহ ১১ জন। ৯ কন্যাশিশুসহ ৪১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৬টি। এছাড়া সাইবার অপরাধের শিকার হয়েছে ৩ জন।