সাত জেলায় করোনায়  মৃত্যু ১০, শনাক্ত ২৫৭

চুয়াডাঙ্গায় মৃত্যু

৬, শনাক্ত ১৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৪০ জনের করোনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ২ জন করোনা ও ৪ জনের উপসর্গে মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তে মারা গেছেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা নওদাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে শুকুর আলী (৪০) ও জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের নুরুন্নাহার (৭০)।

করোনা উপসর্গে মারা গেছেন, দামুড়হুদা উপজেলার বিশারত আলীর মেয়ে আয়েশা খাতুন (২৮), কুষ্টিয়া মনোহরদিয়া থানার হেলাল উদ্দীনের স্ত্রী শ্যামলী (৫৬), চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের রফিকুলের স্ত্রী আমেনা (৫৫) ও চুয়াডাঙ্গা হক পাড়ার আব্দুল গনি(৫৫)

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, জেলায় নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে সদর ৬ জন, আলমডাঙ্গায় ৫ জন ও জীবননগর উপজেলায় ৩ জন। ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন আক্রান্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় পজিটিভের হার ৩৫ শতাংশ ।

সখীপুরে মৃত্যু ২

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার ওই নিহতের পরিবার এ তথ?্য নিশ্চিত করেছেন। জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের চারবারের সাবেক চেয়ারম্যান শামসুল হক পান্না কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়, উন্নত চিকিৎসার জন?্য ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আইসিইউতে রাখা হয় চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শনিবার ভোর রাতে মৃত্যু হয়। এদিকে একই উপজেলার যাদবপুর গ্রামের বাচ্চু মিয়া(৫০) করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একই সময়ে মৃত্যুবরণ করেন।

কিশোরগঞ্জে মৃত্যু ১

শনাক্ত ৯৫

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের শুক্রবার রাত ১১টার দিকে প্রকাশ করা প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করিমগঞ্জের গুজাদিয়ার রামনগর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ভূঁইয়া (৬৩) মারা গেছেন। এছাড়া বিগত ২৪ ঘন্টায় জেলা নতুন শনাক্ত হয়েছে ৯৫ জন। সুস্থ হয়েছেন ৩২ জন। তিনি জানান, শুক্রবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৮৫টি আর পুরনো রোগীদের ৯টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৪ জনের আর অন্য জেলায় আক্রান্ত ২ জনের নমুনা পজিটিভ হয়েছে। এছাড়া সদরের জেনারেল হাসপাতাল এবং কুলিয়ারচর, ভৈরব ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৬টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৬টি পজিটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৬৩ জন, ভৈরবে ৯ জন, কুলিয়ারচর ও বাজিতপুরে ৫ জন করে, করিমগঞ্জ, তাড়াইল ও পাকুন্দিয়ায় ৩ জন করে, ইটনায় ২ জন এবং মিঠামইন ও নিকলীতে একজন করে। শুক্রবার সুস্থ হয়েছেন সদরে ২১ জন, তাড়াইল ও পাকুন্দিয়ায় ৪ জন করে, আর বাজিতপুরে ৩ জন। শুক্রবার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন ৮৮৪ জন।

ঝালকাঠিতে মৃত্যু

১, শনাক্ত ১০৩

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে করোনার প্রকোপ দিনদিন বেড়ে চলছে। ভাইরাসে গত শুক্রবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক ১০৩ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠি রাজাপুর উপজেলার নুর মোহাম্মাদ(৭০) করেনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে মৃত্যুবরণ করেছে। জেলায় এ পর্যন্ত ৬৯৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৮৫৩ জন আক্রান্ত এবং ৪৭৫৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। এ যাবত ১৩৬৮ জন সুস্থ হয়েছে ও ৩৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩২৪ জন হোম ও ১৮ জন হাসপাতাল আইসোলেশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

সিরাজগঞ্জে শনাক্ত ২৯

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলায় করোনার নমুনা পরীক্ষার আগ্রহ আশঙ্কাজনক হারে কমে গেছে। ফলে করোনা পরীক্ষা এবং শনাক্ত বহুলাংশে কমে গেছে। গত ২৪ ঘণ্টায় ২৯ জনের দেহে করোনা সংক্রমণ দরা পড়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছিল ৮২ জনের। আক্রান্তের হার ৩৫ দশমিক ৩৬ ভাগ । শনিবার আরও ২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ১৪ জন । একইদিনে ৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে। নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে ১০ জন, রায়গঞ্জে ১ জন, কাজিপুরে ২ জন, কামারখন্দে ১ জন, বেলকুচিতে ৭ জন, উল্লাপাড়ায় ২ জন, তাড়াশে ১ জন, এবং শাহজাদপুরে ৫ জন রয়েছে। উল্লেখ্য, যে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ পরে জটিল হলে হাসপাতালে ভর্তি হতে হবে। আর তাছাড়াও মানুষ হোম কোয়ারেন্টাইনে থাকার ভয়ে নমুনা পরীক্ষার আগ্রহ হারাচ্ছে।

সোনারগাঁয়ে শনাক্ত ৫

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন করে আরও ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ জনের পরীক্ষায় ৫ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হলে স্বাস্থ্য অধিদফতর থেকে শনিবার সকালে পাওয়া তথ্যে জানা যায় ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের সকলেই প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। নতুন আক্রান্তরা পিরোজপুর, মোগরাপাড়া, কাঁচপুর ও বৈদ্যেরবাজার ইউনিয়নের। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫১ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং জাতীয় গাইডলাইনের স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা লাভ করেছেন ১২০১ জন।

নবাবগঞ্জে শনাক্ত ১১

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১ শত ৮৯ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (৩ জুলাই) সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ১ জুলাই ঢাকায় পাঠানো ২৭ জনের নমুনা থেকে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১১ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১শত ৮৯ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হয়েছে ১ হাজার ১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন।

রবিবার, ০৪ জুলাই ২০২১ , ২০ আষাঢ় ১৪২৮ ২২ জিলক্বদ ১৪৪২

সাত জেলায় করোনায়  মৃত্যু ১০, শনাক্ত ২৫৭

চুয়াডাঙ্গায় মৃত্যু

৬, শনাক্ত ১৪

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ৪০ জনের করোনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ২ জন করোনা ও ৪ জনের উপসর্গে মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তে মারা গেছেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা নওদাপাড়ার আব্দুস সাত্তারের ছেলে শুকুর আলী (৪০) ও জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের নুরুন্নাহার (৭০)।

করোনা উপসর্গে মারা গেছেন, দামুড়হুদা উপজেলার বিশারত আলীর মেয়ে আয়েশা খাতুন (২৮), কুষ্টিয়া মনোহরদিয়া থানার হেলাল উদ্দীনের স্ত্রী শ্যামলী (৫৬), চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের রফিকুলের স্ত্রী আমেনা (৫৫) ও চুয়াডাঙ্গা হক পাড়ার আব্দুল গনি(৫৫)

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, জেলায় নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে সদর ৬ জন, আলমডাঙ্গায় ৫ জন ও জীবননগর উপজেলায় ৩ জন। ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন আক্রান্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় পজিটিভের হার ৩৫ শতাংশ ।

সখীপুরে মৃত্যু ২

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার ওই নিহতের পরিবার এ তথ?্য নিশ্চিত করেছেন। জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের চারবারের সাবেক চেয়ারম্যান শামসুল হক পান্না কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়, উন্নত চিকিৎসার জন?্য ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আইসিইউতে রাখা হয় চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শনিবার ভোর রাতে মৃত্যু হয়। এদিকে একই উপজেলার যাদবপুর গ্রামের বাচ্চু মিয়া(৫০) করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একই সময়ে মৃত্যুবরণ করেন।

কিশোরগঞ্জে মৃত্যু ১

শনাক্ত ৯৫

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের শুক্রবার রাত ১১টার দিকে প্রকাশ করা প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করিমগঞ্জের গুজাদিয়ার রামনগর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ভূঁইয়া (৬৩) মারা গেছেন। এছাড়া বিগত ২৪ ঘন্টায় জেলা নতুন শনাক্ত হয়েছে ৯৫ জন। সুস্থ হয়েছেন ৩২ জন। তিনি জানান, শুক্রবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৮৫টি আর পুরনো রোগীদের ৯টি নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় এ জেলায় আক্রান্ত ৪ জনের আর অন্য জেলায় আক্রান্ত ২ জনের নমুনা পজিটিভ হয়েছে। এছাড়া সদরের জেনারেল হাসপাতাল এবং কুলিয়ারচর, ভৈরব ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৬টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৬টি পজিটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৬৩ জন, ভৈরবে ৯ জন, কুলিয়ারচর ও বাজিতপুরে ৫ জন করে, করিমগঞ্জ, তাড়াইল ও পাকুন্দিয়ায় ৩ জন করে, ইটনায় ২ জন এবং মিঠামইন ও নিকলীতে একজন করে। শুক্রবার সুস্থ হয়েছেন সদরে ২১ জন, তাড়াইল ও পাকুন্দিয়ায় ৪ জন করে, আর বাজিতপুরে ৩ জন। শুক্রবার রাত পর্যন্ত জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন ৮৮৪ জন।

ঝালকাঠিতে মৃত্যু

১, শনাক্ত ১০৩

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠিতে করোনার প্রকোপ দিনদিন বেড়ে চলছে। ভাইরাসে গত শুক্রবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক ১০৩ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যু হয়েছে। ঝালকাঠি রাজাপুর উপজেলার নুর মোহাম্মাদ(৭০) করেনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে মৃত্যুবরণ করেছে। জেলায় এ পর্যন্ত ৬৯৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৮৫৩ জন আক্রান্ত এবং ৪৭৫৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। এ যাবত ১৩৬৮ জন সুস্থ হয়েছে ও ৩৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩২৪ জন হোম ও ১৮ জন হাসপাতাল আইসোলেশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

সিরাজগঞ্জে শনাক্ত ২৯

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলায় করোনার নমুনা পরীক্ষার আগ্রহ আশঙ্কাজনক হারে কমে গেছে। ফলে করোনা পরীক্ষা এবং শনাক্ত বহুলাংশে কমে গেছে। গত ২৪ ঘণ্টায় ২৯ জনের দেহে করোনা সংক্রমণ দরা পড়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছিল ৮২ জনের। আক্রান্তের হার ৩৫ দশমিক ৩৬ ভাগ । শনিবার আরও ২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ১৪ জন । একইদিনে ৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে। নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে ১০ জন, রায়গঞ্জে ১ জন, কাজিপুরে ২ জন, কামারখন্দে ১ জন, বেলকুচিতে ৭ জন, উল্লাপাড়ায় ২ জন, তাড়াশে ১ জন, এবং শাহজাদপুরে ৫ জন রয়েছে। উল্লেখ্য, যে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ পরে জটিল হলে হাসপাতালে ভর্তি হতে হবে। আর তাছাড়াও মানুষ হোম কোয়ারেন্টাইনে থাকার ভয়ে নমুনা পরীক্ষার আগ্রহ হারাচ্ছে।

সোনারগাঁয়ে শনাক্ত ৫

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন করে আরও ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ জনের পরীক্ষায় ৫ জনের দেহে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেয়া হলে স্বাস্থ্য অধিদফতর থেকে শনিবার সকালে পাওয়া তথ্যে জানা যায় ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের সকলেই প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। নতুন আক্রান্তরা পিরোজপুর, মোগরাপাড়া, কাঁচপুর ও বৈদ্যেরবাজার ইউনিয়নের। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫১ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং জাতীয় গাইডলাইনের স্বাস্থ্যবিধি মেনে সুস্থতা লাভ করেছেন ১২০১ জন।

নবাবগঞ্জে শনাক্ত ১১

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১ শত ৮৯ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (৩ জুলাই) সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ১ জুলাই ঢাকায় পাঠানো ২৭ জনের নমুনা থেকে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ১১ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১শত ৮৯ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হয়েছে ১ হাজার ১৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন।