ইন্দোনেশিয়ায় ৪০ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

করোনা মোকাবিলায় মডার্নার ৪০ লাখ ডোজ টিকা দিচ্ছে ইন্দোনেশিয়ায় পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে একথা জানিয়েছেন। আল-জাজিরা

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বব্যাপী কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইন্দোনেশিয়ায় যত দ্রুত সম্ভব ভ্যাকসিন পাঠানো হচ্ছে। এই ভ্যাকসিন ইন্দোনেশিয়ায় করোনার বিরুদ্ধে জনগণকে সহায়তার জন্য পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে জাকার্তায় অ্যাক্টিভ কেস ছিল ২৭ হাজার। তা বেড়ে এখন দাঁড়িয়েছে ৭৮ হাজারে। সংক্রমণের গতি একই থাকলে কয়েকদিনের মধ্যেই এই সংখ্যা এক লাখে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনা মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৮ হাজার ৯৩৮। এর মধ্যে মারা গেছে ৫৯ হাজার ৫৩৪ জন।

সংক্রমন বাড়তে থাকায় দেশটির প্রধান দ্বীপ জাভায় আবারও লকডাউন জারি করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের কাছে জনপ্রিয় বালি দ্বীপেও পুনরায় লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার থেকে এই দুই দ্বীপে চলাফেরায় সীমাবদ্ধতা আনা হয়েছে। আগামী ২০ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

গত কয়েক মাসে ইন্দোনেশিয়ায় কয়েক লাখ কোভিড কেস শনাক্ত হয়েছে। ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় বেড়ে যাওয়া এবং ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। আগামী দুই সপ্তাহ লকডাউন জারি

থাকবে এবং এর ফলে প্রতিদিন নতুন সংক্রমণ ১০ হাজারের নিচে নামানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে দেশটিতে প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে।

নতুন বিধি-নিষেধের আওতায় অনাবশ্যক ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত কর্মীরা বাড়িতে বসেই কাজ করবেন। এছাড়া বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব বজায় রেখে পাঠদান চালিয়ে যেতে হবে। শপিংমল, বিভিন্ন ধর্মীয় স্থান, পার্ক বন্ধ থাকবে। তবে কোনও খাবারের দোকানে বসে খাবার গ্রহন করা যাবে না।ইন্দোনেশিয়া মূলত চীনের সিনোভ্যাকের ওপর বেশি নির্ভরশীল। তবে এখন অন্যান্য দেশ থেকেও ভ্যাকসিন সরবরাহের চেষ্টা করছে দেশটি।

রবিবার, ০৪ জুলাই ২০২১ , ২০ আষাঢ় ১৪২৮ ২২ জিলক্বদ ১৪৪২

ইন্দোনেশিয়ায় ৪০ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

image

করোনা মোকাবিলায় মডার্নার ৪০ লাখ ডোজ টিকা দিচ্ছে ইন্দোনেশিয়ায় পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে একথা জানিয়েছেন। আল-জাজিরা

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বব্যাপী কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইন্দোনেশিয়ায় যত দ্রুত সম্ভব ভ্যাকসিন পাঠানো হচ্ছে। এই ভ্যাকসিন ইন্দোনেশিয়ায় করোনার বিরুদ্ধে জনগণকে সহায়তার জন্য পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে জাকার্তায় অ্যাক্টিভ কেস ছিল ২৭ হাজার। তা বেড়ে এখন দাঁড়িয়েছে ৭৮ হাজারে। সংক্রমণের গতি একই থাকলে কয়েকদিনের মধ্যেই এই সংখ্যা এক লাখে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনা মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৮ হাজার ৯৩৮। এর মধ্যে মারা গেছে ৫৯ হাজার ৫৩৪ জন।

সংক্রমন বাড়তে থাকায় দেশটির প্রধান দ্বীপ জাভায় আবারও লকডাউন জারি করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের কাছে জনপ্রিয় বালি দ্বীপেও পুনরায় লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার থেকে এই দুই দ্বীপে চলাফেরায় সীমাবদ্ধতা আনা হয়েছে। আগামী ২০ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

গত কয়েক মাসে ইন্দোনেশিয়ায় কয়েক লাখ কোভিড কেস শনাক্ত হয়েছে। ছুটির দিনগুলোতে পর্যটকদের ভিড় বেড়ে যাওয়া এবং ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। আগামী দুই সপ্তাহ লকডাউন জারি

থাকবে এবং এর ফলে প্রতিদিন নতুন সংক্রমণ ১০ হাজারের নিচে নামানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে দেশটিতে প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে।

নতুন বিধি-নিষেধের আওতায় অনাবশ্যক ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত কর্মীরা বাড়িতে বসেই কাজ করবেন। এছাড়া বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব বজায় রেখে পাঠদান চালিয়ে যেতে হবে। শপিংমল, বিভিন্ন ধর্মীয় স্থান, পার্ক বন্ধ থাকবে। তবে কোনও খাবারের দোকানে বসে খাবার গ্রহন করা যাবে না।ইন্দোনেশিয়া মূলত চীনের সিনোভ্যাকের ওপর বেশি নির্ভরশীল। তবে এখন অন্যান্য দেশ থেকেও ভ্যাকসিন সরবরাহের চেষ্টা করছে দেশটি।