দশম বছরে বিক্রয় ডটকম

মার্কেটপ্লেস বিক্রয় ডট কম ৯ বছর শেষ করে পদার্পণ করলো দশম বছরে। ২০১২ সালে বাংলাদেশে অনলাইন ক্লাসিফাইড সাইট হিসেবে যাত্রা শুরু করে বিক্রয় ডট কম। এই সাইটটিতে গাড়ি থেকে শুরু করে প্রপার্টি, ইলেক্ট্রনিক্স সবকিছুই কেনাবেচা করা যায়, এমনকি খুঁজে নেয়া যাবে চাকরি এবং মনের মতো জীবনসঙ্গীও!

বিক্রয় ডট কম-এর গ্লোবাল সিইও নিলস হামার বলেন, “বাংলাদেশে আমাদের যাত্রার পর থেকেই সকল গ্রাহক ও ব্যবহারকারীদের কাছ থেকে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। তাদের এই নিরবচ্ছিন্ন আস্থা ও ফিডব্যাকই আমাদের ধারাবাহিক উন্নয়নে উদ্বুদ্ধ করেছে। সামনের দিনগুলোতে আরও ভালো সার্ভিস ও ফিচার নিয়ে আসতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

বিক্রয় ডট কম-এর ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “দশম বছরে পা রাখলো বিক্রয়। আমাদের সাইটের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৩৫ লক্ষেরও বেশি। স্টার্ট-আপ হিসেবে এত কম সময়েই বিপুল পরিমাণ মানুষের জীবন কিছুটা হলেও সহজ করতে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত। একটা সময় ছিলো যখন মানুষ পণ্য বিক্রি করতে যেয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতেন, আশানুরূপ মূল্য পেতেন না। আবার অনেকে সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতে পারতেন না। এই সময়ে বিক্রয়-এর আবির্ভাব অনেকটা স্বস্তির মতো এসেছে সবার জীবনে। বিশেষ করে যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী তারা একটি অনলাইন শপ খুলে পণ্য বা সেবার বিজ্ঞাপন পোস্ট করা মাত্রই তা দেখতে পান সারা বাংলাদেশের আগ্রহী ক্রেতারা। আমাদের সাইটের একটি বড় সুবিধা হচ্ছে ক্রেতারা এখানে কম্পিটিটিভ প্রাইসিং-এর জন্য পণ্য বা সেবার খোঁজ নিয়ে থাকেন এবং দ্রুত পণ্য বা সেবা পেয়েও যান। কেননা বিক্রেতাদের আমরা বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম রেখে বিজ্ঞাপন পোস্ট করার পরামর্শ দেই। পথচলার এই সুবর্ণ যাত্রায় আমরা আগামীতেও আমাদের গ্রাহক ও শুভাকাক্সক্ষীদের পাশে পাবো বলে আমার বিশ^াস।” সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ০৪ জুলাই ২০২১ , ২০ আষাঢ় ১৪২৮ ২২ জিলক্বদ ১৪৪২

দশম বছরে বিক্রয় ডটকম

image

মার্কেটপ্লেস বিক্রয় ডট কম ৯ বছর শেষ করে পদার্পণ করলো দশম বছরে। ২০১২ সালে বাংলাদেশে অনলাইন ক্লাসিফাইড সাইট হিসেবে যাত্রা শুরু করে বিক্রয় ডট কম। এই সাইটটিতে গাড়ি থেকে শুরু করে প্রপার্টি, ইলেক্ট্রনিক্স সবকিছুই কেনাবেচা করা যায়, এমনকি খুঁজে নেয়া যাবে চাকরি এবং মনের মতো জীবনসঙ্গীও!

বিক্রয় ডট কম-এর গ্লোবাল সিইও নিলস হামার বলেন, “বাংলাদেশে আমাদের যাত্রার পর থেকেই সকল গ্রাহক ও ব্যবহারকারীদের কাছ থেকে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। তাদের এই নিরবচ্ছিন্ন আস্থা ও ফিডব্যাকই আমাদের ধারাবাহিক উন্নয়নে উদ্বুদ্ধ করেছে। সামনের দিনগুলোতে আরও ভালো সার্ভিস ও ফিচার নিয়ে আসতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

বিক্রয় ডট কম-এর ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “দশম বছরে পা রাখলো বিক্রয়। আমাদের সাইটের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৩৫ লক্ষেরও বেশি। স্টার্ট-আপ হিসেবে এত কম সময়েই বিপুল পরিমাণ মানুষের জীবন কিছুটা হলেও সহজ করতে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত। একটা সময় ছিলো যখন মানুষ পণ্য বিক্রি করতে যেয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতেন, আশানুরূপ মূল্য পেতেন না। আবার অনেকে সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতে পারতেন না। এই সময়ে বিক্রয়-এর আবির্ভাব অনেকটা স্বস্তির মতো এসেছে সবার জীবনে। বিশেষ করে যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী তারা একটি অনলাইন শপ খুলে পণ্য বা সেবার বিজ্ঞাপন পোস্ট করা মাত্রই তা দেখতে পান সারা বাংলাদেশের আগ্রহী ক্রেতারা। আমাদের সাইটের একটি বড় সুবিধা হচ্ছে ক্রেতারা এখানে কম্পিটিটিভ প্রাইসিং-এর জন্য পণ্য বা সেবার খোঁজ নিয়ে থাকেন এবং দ্রুত পণ্য বা সেবা পেয়েও যান। কেননা বিক্রেতাদের আমরা বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম রেখে বিজ্ঞাপন পোস্ট করার পরামর্শ দেই। পথচলার এই সুবর্ণ যাত্রায় আমরা আগামীতেও আমাদের গ্রাহক ও শুভাকাক্সক্ষীদের পাশে পাবো বলে আমার বিশ^াস।” সংবাদ বিজ্ঞপ্তি।