কোরবানির পশু পরিবহনে স্পেশাল ট্রেন চালু হচ্ছে

কোরবানির পশু পরিবহনে স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। ঈদের এক সপ্তাহ আগে এ ট্রেন চালু করা হবে। গবাদিপশু সার্ভিস বা ক্যাটল স্পেশাল সার্ভিস নামের এ ট্রেনের মাধ্যমে গবাদিপশু রাজধানীর কমলাপুর রেল স্টেশনসহ বিভিন্নœ স্টেশনে পৌঁছে দেয়া হবে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বলা হয়েছে, রেলওয়ে ছাড়াও সড়ক পথে গবাদিপশু বহন করা হবে। কোরবানির পশুর হাটে যাতে কোন সমস্যা না হয় তার জন্য সব প্রস্তুতি অধিদপ্তর থেকে নেয়া হয়েছে। এ বছর দেশের কোরবানির খামারগুলোতে এক কোটির বেশি গবাদিপশু কোরবানি যোগ্য বলে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিসংখ্যানে জানা গেছে।

রেলপথ মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত বছরের মতো এইবারও রেলওয়ে কর্তৃপক্ষ রেওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে স্পেশাল ট্রেনের মাধ্যমে কোরবানির পশু ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত পরিবহন করবে। এ ট্রেনে পশু ব্যবসায়ীরা কম খরচে পশু রাজধানীর কমলাপুর, শাহজাহানপুর ও মুগদা পশুর হাটসহ বিভিন্ন হাটে কমলাপুর স্টেশন থেকে পশু নিতে পারবে।

উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে জানা গেছে, সারাদেশে ৬ লাখ ৯৮ হাজার ১১৫টি কোরবানির পশুর খামার রয়েছে। এসব খামারে ৪৪ লাখ ৪৭ হাজার গরু ও মহিষ আছে। আর ছাগল ও ভেড়ার সংখ্যা ৭৩ লাখ ৬৫ হাজার। আর দুম্বা ও উট আছে ৪ হাজার ৭শ’।

রবিবার, ০৪ জুলাই ২০২১ , ২০ আষাঢ় ১৪২৮ ২২ জিলক্বদ ১৪৪২

কোরবানির পশু পরিবহনে স্পেশাল ট্রেন চালু হচ্ছে

নিজস্ব বার্তা পরিবেশক

কোরবানির পশু পরিবহনে স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। ঈদের এক সপ্তাহ আগে এ ট্রেন চালু করা হবে। গবাদিপশু সার্ভিস বা ক্যাটল স্পেশাল সার্ভিস নামের এ ট্রেনের মাধ্যমে গবাদিপশু রাজধানীর কমলাপুর রেল স্টেশনসহ বিভিন্নœ স্টেশনে পৌঁছে দেয়া হবে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বলা হয়েছে, রেলওয়ে ছাড়াও সড়ক পথে গবাদিপশু বহন করা হবে। কোরবানির পশুর হাটে যাতে কোন সমস্যা না হয় তার জন্য সব প্রস্তুতি অধিদপ্তর থেকে নেয়া হয়েছে। এ বছর দেশের কোরবানির খামারগুলোতে এক কোটির বেশি গবাদিপশু কোরবানি যোগ্য বলে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিসংখ্যানে জানা গেছে।

রেলপথ মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত বছরের মতো এইবারও রেলওয়ে কর্তৃপক্ষ রেওয়ের পূর্ব ও পশ্চিম অঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে স্পেশাল ট্রেনের মাধ্যমে কোরবানির পশু ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত পরিবহন করবে। এ ট্রেনে পশু ব্যবসায়ীরা কম খরচে পশু রাজধানীর কমলাপুর, শাহজাহানপুর ও মুগদা পশুর হাটসহ বিভিন্ন হাটে কমলাপুর স্টেশন থেকে পশু নিতে পারবে।

উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে জানা গেছে, সারাদেশে ৬ লাখ ৯৮ হাজার ১১৫টি কোরবানির পশুর খামার রয়েছে। এসব খামারে ৪৪ লাখ ৪৭ হাজার গরু ও মহিষ আছে। আর ছাগল ও ভেড়ার সংখ্যা ৭৩ লাখ ৬৫ হাজার। আর দুম্বা ও উট আছে ৪ হাজার ৭শ’।